নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

দারিদ্রতার কষাঘাত থেকে দেশকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার। “পল্লী সঞ্চয় ব্যাংক” প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করতে এবং ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে 'পল্লী সঞ্চয় ব্যাংক' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লীর জনগণের জন্য ডিজিটাল ব্যাংকিং উদ্বোধন এবং জাতীয় পর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণদানকালে এ ঘোষণা দেন তিনি। পল্লীর জনগণ যাতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, সে লক্ষ্যে আমরা পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করব। তবে এই ব্যাংক প্রতিষ্ঠায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের সম্মতি প্রয়োজন হবে বলেন প্রধানমন্ত্রী। প্রতিটি উপজেলায় এই পল্লী সঞ্চয় ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাংকের মালিক হবেন গ্রামের দরিদ্র জনগণ। এ ব্যাংক থেকে যে মুনাফা আসবে তার পুরাটাই সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। একটি বাড়ি একটি খামার দারিদ্র্য বিমোচনে নতুন পথের দিশা দিয়েছে। একইভাবে পল্লীর জনগণের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করবে সরকার, যাতে করে গণমানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। অধিক সুদের কারণে পল্লীর গরিব জনগণ আগে বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বর্তমান সরকার এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে চায়। এ জন্য ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের কথা বলা হচ্ছে যেন পল্লীর মানুষ তাদের নিজ পায়ে দাঁড়াতে পারে। একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার পর সফল যাত্রা শরু করলে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্রতার কষাঘাত থেকে অনেকখানিই মুক্তি দেয়া সম্ভব হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.