নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব।

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

বিগত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান সরকার সমর্থিত প্রার্থীদের বিপুল ব্যবধানে পরাজয়ের বিষয়টি নিয়ে কিছু ভাবার বিষয় আছে। এই নির্বাচন আমাদের জন্য একটি ম্যাসেজ নিয়ে আসে আর তা হলোঃ তত্ত্বাবধায়ক সরকার আর সেনাবাহিনীর সংশ্লিষ্টতা ছাড়াও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

আসুন কারণগুলো বিশ্লেষণ করিঃ

১। বর্তমান মিডিয়া অত্যন্ত শক্তিশালী এবং এই মিডিয়ার বদৌলতে আমরা দেশের প্রতিটি আনাচে-কানাচের খবর প্রতি সেকেন্ডে পেয়ে যাই এবং বিগত নির্বাচন গুলিতে মিডিয়ার সংশ্লিষ্টতার জন্যই নির্বাচনে কারচুপি করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না।

২। ছবি সহ ভোটার তালিকা এবং হাল নাগাত ভোটার লিস্ট থাকায় মান্দাতা আমলের মত হাতড়ে হাতড়ে ভোটারকে দিয়ে অনেক ভোট দেয়ানো সম্ভব নয়। কাজেই যার ভোট তাকেই হাজির হয়ে একবারই ভোট দেয়ার সুযোগ রয়েছে।

৩। ভোট কেন্দ্রে ভোট গ্রহন শেষে ভোট গণনার জন্যও প্রতিটি দলের প্রতিনিধির উপস্থিতি আবশ্যক এবং ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার প্রতিটি দলের প্রতিনিধির সামনে খসড়া ফলাফলে স্বাক্ষর করতে বাধ্য যা পরবর্তীতে একটি অপরিবর্তিত দলিল গণ্য।

৪। ভোট কেন্দ্রে আগের চেয়ে অনেক বেশি দেশী বিদেশী ভোট পর্যবেক্ষকের উপস্থিতি ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলেছে।

৫। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশের দ্বার প্রান্তে এসে দেশের ৮ কোটি জনগণ তাদের হাতে এমনি করে শক্তিশালী তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইস নিয়ে ঘুরে বেড়াচ্ছে যার নাম মোবাইল। এই মোবাইল এখন মিডিয়া জগতের থেকে অনেক শক্তিশালী যা মানুষের হাতে হাতে। তাহলে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অন্য কিছু চিন্তা করা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.