![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঞ্চান্ন হাজার বর্গমাইলের ভূখণ্ড বাংলাদেশ নামক রাষ্ট্রকে ৭১ এ বীর মুক্তিযোদ্ধারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে। সেখানে ক্ষমতার কোন দাম্ভিকতা ছিল না। ছিল শুধু ত্যাগ-তিতিক্ষা। অসংখ্য মা বোনের ইজ্জতের বিমিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। তাতে কোন ব্যক্তিগত প্রাপ্তি ছিলনা। বঙ্গবন্ধু ও তার পরিবার থেকে শুরু করে কবি, সাহিত্যিক, কলামিস্ট, বুদ্ধিজীবীরা হিংসুকদের রোষানলে তাদের জীবন বিসর্জিত করেছিল কিন্তু তাতে তাদের কোন স্বার্থ ছিলনা। ছিল শুধু দেশের তরে ত্যাগ। ৪৭, ৪৯, ৫২, ৭১ এর সেই সব নিবেদিত প্রান দেশ ও দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছিল। ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যাবে একমাত্র দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা এই মহা মূল্যবান জীবন নামের সম্পদটি বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করেনি। কিন্তু এই ত্যাগের আলোকবর্তিকাকে যখন স্বার্থান্বেষী মহল ৭৫ এর ১৫ অগাস্ট নিভিয়ে দিয়েছিল তখন থেকেই শুরু হল ক্ষমতার মোহ। আর ক্ষমতার মোহে অন্ধ স্বার্থবাদীরা দেশের সাধারণ মানুষকে আর মানুষ হিসেবে ভাবতে পারল না। সময়ের স্রোতে তারা মানুষের অধিকারকে পদতলে নিষ্পেষিত করতে লাগলো। সর্বাঙ্গনে শুধু স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস, লুটপাট, দেশকে নিয়ে গেল তারা দুর্নীতির শীর্ষে পর পর চারবার। হাওয়া ভবন ছিল দুর্নীতির আখরা। সারা দেশে লুটপাট, টেন্ডারবাজী, নিয়োগ, বদলি বাণিজ্যে নেতা ও মন্ত্রীরা তাদের নিজ নিজ ভাগ্যকে বদলে নেয়। দেশ বিদেশের ব্যাংকে জমাতে থাকে অবৈধ টাকার পাহাড়। এই লাগামহীন দুর্নীতি জাতিকে হতবাক করে দেয়। যার ফলে ঘটে গেলো দেশে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ১/১১। এর পর স্বাধীনতা কামীরা ফিরে পেল তাদের দায়িত্ব। নির্বাচিত হল জনগণের ভোটে ২০০৯ এর জানুয়ারিতে। শুরু হল দেশে মুক্তি এবং সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করার পালা। প্রাথমিক ৩/৪ টা বছর ভালোই চলছিলো সরকার প্রায়ই গোছগাছ করে নিয়ে আসছিলো দেশটাকে। কিন্তু হায়! দেশ বিরোধী ক্ষমতা লিপ্সুদের চিরাচরিত অভ্যাস, তারা আবার মরিয়া হয়ে ওঠে ন্যায়কে কুঠারাঘাত করে নিজেদের স্বার্থ ও ক্ষমতা হাসিলের নিমিত্তে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে। সন্মানিত পাঠক বৃন্দ শুধু কানে শুনে নয় বিচার বিশ্লেষণে বুঝতে চেষ্টা করুন এই দেশ কে একমাত্র বর্তমান সরকারই প্রমাণ করেছে তাদের কাছে ক্ষমতা নয় দেশ বড়। আর বিএনপি তথা ১৮ দল প্রমাণ করেছে তাদের কাছে ক্ষমতা বড়। এখনও তারা ক্ষমতার মোহে অন্ধ।
©somewhere in net ltd.