নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ, যে তার দেশকে সবচেয়ে বেশি ভালবাসে এরপর পৃথিবীর সকল সৃস্টিকে।

মোঃ মাহমুদুর রহমান

আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।

মোঃ মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বিজয় দিবস উদযাপন

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

অনেক দিন ধরে ভাবছিলাম প্রবাসে বিজয় দিবস উদযাপন নিয়ে লিখব। কিন্তু আলসেমী করে আর লিখা হয়নি। আজকে হঠাৎ কি মনে হল লিখতে বসে গেলাম।



আমি গত ২০১২ সালের সেপ্টমবারে প্রথম জাপানে আসি আমার পিএইচডি এর পড়া শেষ করতে। আমি এসে উঠি আমার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডরমেটরীতে আরও ২ বাংলাদেশী ভাইয়ের সাথে। এখানে প্রায় ১৮ দেশের ছাত্রছাত্রী থাকে। প্রথমেই আমার কাছে যেটা খারাপ লাগছে ডরমেটরীতে আমাকে সবাই ইন্ডিয়ান ভাবত। আমি তাদের সাথে কথা বলে বুজলাম এখনও অনেকে আছে যারা বাংলাদেশ নামে যে একটা দেশ আছে তাই জানে না। তখনই ভেবেছিলাম কোন এক সময় তাদের কে আমার দেশ সম্পর্কে জানাবো। বাংলাদেশের বিজয় দিবস আমাকে সুযোগটা এনে দেই। ওইদিন রবিবার থাকায় আমি জানতাম সবাই ফ্রী থাকবে। আমি আমার ফ্লোরের রান্নাঘরে অনুষ্ঠানের আয়জন করি। আমি যা আশা করেছিলাম তার থেকে বেশী লোক অনুষ্ঠানে এসেছিল। নিচে আমি অনুষ্ঠানের কিছু ছবি দিলাম।



অনুষ্ঠান শুরু করেছিলাম বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে।



বাংলাদেশের জাতীয় সংগীত - রফিক ভাইয়ের ফেসবুক থেকে নেয়া





বাংলাদেশ সম্পর্কে বলছে জিহাদ ভাই।





খাবারগুলো আমার রান্না করা :|







অনুষ্ঠানের কিছু ছবি।





জাপানিজ মহিলা বাংলাদেশের সাংস্কৃতি অনুসরণ করে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছে।





বিদেশীদের জন্য তৈরী করা আমাদের প্রেজেন্টেশন।





ডরমেটরী স্টাফদের সাথে আমি :P





অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ



সবশেষে অনুষ্ঠানের একটি ভিডিও



এটা আমার এই রকম প্রথম পোস্ট। কোন ভুল হলে ক্ষমা করেন, আর কোন সাজেশন থাকলে কমেন্টে জানায়েন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

কালোপরী বলেছেন: চমৎকার



এমন একটা পোস্টে কোন কমেন্ট নেই কেন?

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি প্রথম কমেন্ট করলেন। এটা আমার প্রথম লেখা। কোন কমেন্ট না পেয়ে খারাপ লাগছিল।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

েবনিটগ বলেছেন: +

০১ লা মে, ২০১৩ সকাল ৮:২৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.