![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।
সরকারী কর্মচারী দেখি সরাসরি রাজনীতিতে নেমে পড়েছে।
"সন্ত্রাসী ও নাশকতাকারীদের জীবন সঙ্গে নিয়ে যুদ্ধে আসার আহ্বান জানিয়ে র্যাবের ডিজি বেনজীর আহম্মেদ বলেছেন, “রংপুরে ৩৫ লাখ মানুষ। এরমধ্যে ৭০ অথবা ৭০০ জন মানুষ দেশ, জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। তোমাদেরকে বলছি, যুদ্ধ মানে ক্যাজুয়ালিটি। আসো জীবন হাতে নিয়ে আসো। আমাদের যা করা দরকার তাই করবো।”
শুক্রবার জুমার নামাজের আগে রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে র্যাবের ডিজি এসব কথা বলেন।
বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে র্যাবের ডিজি বলেন, “গত দুই সপ্তাহে মিঠাপুকুরের পাঁচজনসহ সারাদেশে ২৪ জনকে খুন করা হয়েছে। ২০১৩ সালের মতো একটি গোষ্ঠী তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধার করার জন্য দেশ, সমাজ, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব বিপন্ন করেছে। তারা উন্নয়ন বাধাগ্রস্ত করছে। দেয়ার আর টেরোরিস্ট।”
তিনি বলেন, “জাতিসংঘ, পৃথিবীর সব দেশের সন্ত্রাসের সংজ্ঞা অনুযায়ী যারা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধারের জন্য যুদ্ধ ঘোষণা করেছে তারা সন্ত্রাসী, খুনি। এমন খুনিদের সন্ত্রাসীদের আমাদের দেশে সমাজে, রাষ্ট্রে, দরকার নেই। তাদের আমরা দেখতে চাই না।”
র্যাব প্রধান বলেন, “নির্ধারিত সময়ের পরেই নির্বাচন হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরই বাইরে আমরা কোনো কিছুই চাই না।”
তিনি বলেন, “রংপুরের ৩৫ লাখ মানুষ বাস করে। কিন্তু ৭০ অথবা ৭০০ মানুষ জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। এরা ১৯৭১ সালে আয় ছিল ১৪৫ ডলার, ১৯৯৬ সালে ছিল ৮০০ ডলার, এখন ১২০০ ডলার। জাতীয় আয়কে ধ্বংস করার জন্যই এই হরতাল অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড। আর দুই তিন বছর এই সরকার থাকলে দেশ থেকে দারিদ্র নির্মূল হয়ে যেতো।”
তিনি বলেন, “৭০০ মানুষ অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। আর কষ্টে আছি আমরা। এই অন্যায় যুদ্ধে যুদ্ধ করতো আসো। জীবনটাকে সঙ্গে করে নিয়ে আসো। আমরা কাউকে ছাড় দেব না। ২০০১৩ সালের মতোই জনগণকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাস ও নাশকতা দূর করবো।”
নতুন বার্তা/জবা
নির্ধারিত সময়ের পরেই নির্বাচন: বেনজীর
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সরকারী কর্মচারীরা হচ্ছে সকল জনগণের সেবার জন্য। জনগণের টাকায় তারা পালতেছে। তারা যদি এই রকম পক্ষপাতিত্ব করে তাহলে জনগণ যারা কোন দল করে না তারা কোথায় যাবে?
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
উইন্ডো বলেছেন: হা হা , সত্যি এগুলো বলেছে? মাইরালা...
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সেইরকমই তো খবরে পড়লাম।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
নিলু বলেছেন: রাজনীতির কথা নয় , জনগনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ববোধ থেকে বলেছেন বোধ হয়
১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: "নির্ধারিত সময়ের পরেই নির্বাচন হবে" এই কথার সাথে জনগণের নিরাপত্তার সম্পর্ক কি দয়া করে বলবেন?
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
দ্যা লায়ন বলেছেন: যখন আপনার শরীরের ৯০ ভাগ পুড়ে যাবে যখন দেখবেন আপনার ছোট শিশুটা চেহারা পুড়ে বিভৎস হয়ে যাবে তখন আপনার পরিবারে সবাই কথা বলা শুরু করবে আর সেটা আন্যায় কিছু না, যারা আজকে ভাত ফেলে ভোট গনতন্ত্র নিয়ে নেকামি করছেন তাদের বলবো বেশি কিছুনা শুধু একটা দিয়াশলাই জালিয়ে নিজের চামড়ার উপড়, তারপর বলুন আপনার কি দরকার !
১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আপনার মন্তব্য পড়ে একটা বাগধারা মনে পড়ে গেল, "কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি"। আমি এখানে বলতেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হয়ে নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারে কিনা আর আপনি আসছেন আমার কি দরকার সেটা বলতে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮
ঢাকাবাসী বলেছেন: শুনেছি তিনি প্রচন্ড রকমের ধনী!