![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।
আমি জাপানে পড়াশুনা করছি। গতকাল আমি আমার সাইকেলের চাবি হারিয়ে ফেলেছিলাম। আমি জাপানি ভাষা জানিনা তাই আমার ল্যাবের কলিগদের কাছে জানতে চাইলাম কিভাবে আমি আমার সাইকেলের চাবির সমাধান করতে পারি। তারা বলল আমাকে সাইকেল নিয়ে সাইকেল শপে যেতে হবে। তারা শপের ঠিকানাও দিয়ে দিল। আজকে সকালে সাইকেল নিয়ে শপে গেলাম। শপটা আমার বাসা থেকে মাত্র ২ কিমি। এই ২ কিমি রাস্তা রোজা রেখে সাইকেল উচু করে নিয়ে যেতে যেতে খবর হয়ে গেছে। সারাক্ষণ শুধু দেশের রিকশার কথা মনে পড়ছিল। ইস যদি এখানে রিকশা থাকত তাহলে আমার এত কস্ট করা লাগত না।
২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:২০
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুবই ভাল হয় ভাই।
২| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৩
ঢাকাবাসী বলেছেন: হাস্যকর আবদার!
২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:৪২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আবদার করিনি তো ভাই। বলেছি মিস করেছি।
৩| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৮
লাশকাটা ডোম বলেছেন: হে হে
২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:০১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: হাইসেন না ভাই। সাইকেল টানতে কি যে কস্ট হয়েছে তা শুধু আমি জানি
৪| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯
মোঃ হৃদয় শেখ বলেছেন: ভাই জাপানের যাদুঘরে আমার জানামতে একটা রিকশা আছে নামিয়ে নিতে পারেন
২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এদের বড় শহরে ঐতিহ্যবাহী টানা রিকশা আছে কিন্তু খরচ ট্যাক্সির চেয়েও বেশি।
৫| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন:
২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:০১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: হাইসেন না ভাই। সাইকেল টানতে কি যে কস্ট হয়েছে তা শুধু আমি জানি
৬| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:৪০
আমি শঙ্খচিল বলেছেন: যেই দেশে যে আচার ।
২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সেটাই ভাই
৭| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:০৩
গরল বলেছেন: ওখানে তো ট্রলী পাওয়া যায় একটা কিনে নেবেন। যে কোন ভারী জিনিষ, স্যুটকেস বা বাজারের ব্যাগ টানার জন্য ভবিষ্যতে কাজে লাগবে। ট্রলী থাকলে যে চাকায় তালা মারা সেটার নিচে ট্রলী বসিয়ে টেনে নিতে পারতেন।
২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই সেটা খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যেত না।
২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৮
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আর ট্রলি সেট করলেও সাইকেল ও ট্রলি ২টাকে একসাথে টানা ঝামেলা হত।
৮| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: মশা.......তোমারে বড়ই মিস করছি.......
২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন:
আমি মিস করি না, কারণ আমার এখানে মশা আছে
৯| ২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:২৩
প্রামানিক বলেছেন: দারুণ ব্যাপার তো।
১০| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৫
তাসমিয়া জাহান বলেছেন: আমার এক বন্ধুও জাপানে আছে।বুঝতে পারছি ও নিশ্চয়ই রিকশা মিস করে
২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:০৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: হয়তোবা..... যদি আমার মত কোন সমস্যায় পড়ে তাহলে নিশ্চয় মিস করতেছে.....।
১১| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৫
বাংলার ডাকু বলেছেন: আগেই খবর দিতেন তাইলে রিক্সা পাঠায়া দিতাম | ভাড়া নাহয় ৫টা টাকা বেশিই দিতেন... :p
২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:০৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ৫টাকা ক্যান ৫০ টাকা বেশি দিতাম ভাই...........
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:১৮
হাসিব০৭ বলেছেন: আপনার জন্য রিকশা রপ্তানি করতে হইব