নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ, যে তার দেশকে সবচেয়ে বেশি ভালবাসে এরপর পৃথিবীর সকল সৃস্টিকে।

মোঃ মাহমুদুর রহমান

আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।

মোঃ মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সহজে বানিয়ে ফেলুন পেঁড়া সন্দেশ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮


উপকরণ:
১। ঘি/মাখন - ২ টেবিল চামচ
২। কনডেন্সড মিল্ক - ১ কৌটা (৪০০ গ্রাম)
৩। গুড়া দুধ - ২০০ গ্রাম
৪। এলাচ গুড়া - এক চিমটি
৫। ২ টেবিল চামচ দুধে একটু স্যাফরন/জাফরন মিশানো
৬। পেস্তা/কাজুবাদাম - সাজানোর জন্য

প্রনালী:
একটি পাত্র গরম করে এতে ঘি/মাখন দিয়ে দিন। ঘি/মাখন গলে গেলে এতে কনডেন্সড মিল্ক দিয়ে একমিনিট নাড়তে থাকুন। যখন কনডেন্সড মিল্ক ঘি/মাখনের সাথে মিশে যাবে তখন এতে গুড়া দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন অল্প আচে। খেয়াল রাখুন গুড়া দুধ যেন লাম্প তৈরি না করে। যখন গুড়া দুধ ভালভাবে মিশে যাবে তখন এতে এলাচ গুড়া ও স্যাফরন/জাফরন মিশানো দুধ দিয়ে ডো এর মত করে নিন। সব মিশে গেলে নামিয়ে ফেলুন। একটু ঠান্ডা হলে হাতে ছোট ছোট করে গোল শেপ তৈরি করুন। এরপর মাঝখানে একটা আন্ঙুল দিয়ে চাপ দিয়ে অল্প একটু সমান করে নিন। মাঝখানে পেস্তা/কাজুবাদাম দিয়ে পরিবেশন করুন। আপনি চাইলে যেকোন শেপ তৈরি করতে পারেন।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০০

মানবী বলেছেন: এই প্যারার স্বাদ রাজশাহী বা নাটোরের বিখ্যাত প্যারার মতো হয়েছে কিনা জানা নেই তবে ছবি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। শিঘ্রী এটা চেষ্টা করে দেখার ইচ্ছে রইলো।

সহজ সুন্দর রেসিপির জন্য ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: রাজশাহী বা নাটোরের বিখ্যাত প্যারার মতো হবে না কিন্তু প্রবাসে কাজ চলে যায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! এত সোজা?

উমমম কেইরাম মিষ্টি হবে বলৈই মনে হচ্ছে :)

ডায়াবেটস না হয়ে যায় ;)

++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুব বেশি মিষ্টি না।

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

ঢাকাবাসী বলেছেন: বেশ ভালো হবে মনে হয়!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আশা করি ভাল লাগবে

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: মজাদার পোস্ট ।+

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.