![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে যুগিয়ো সাহস,অনুপ্ররনা।
২০০৯ সালের আজকের এই দিনে কোন এক লিজেন্ড এর
রহস্যজনক মৃত্যু ঘটেছিল ।
মনে পড়ে সেই লিজেন্ড এর কথা ?
হ্যা ! তিনি আর কেউ নন,
তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় পপ স্টার
মাইকেল জোসেফ জ্যাকসন ।
২০০৯ এর ২৫ জুনে এক রহস্যজনক মৃত্যু
ঘটেছিল মাইকেল জ্যাকসনের ।
ওই দিন শুধু মাইকেলই মারা যায় নি সাথে মারা
গিয়েছিল তার অসংখ্য ভক্ত তরুণ
তরুণী.. যাদের অনেকেই মাইকেলের মৃত্যুর খবর শোনার পর হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল
আবার অনেকেই আত্মহত্যা করেছিল ।
মাইকেল যে তার ভক্তদের মনে কতটুকু জায়গা
দখল করে নিয়েছিলো উপরের ওই একটা উদাহরণই
যথেষ্ট ।
বিখ্যাত ব্রিটিশ পত্রিকা "দা টেলিগ্রাফ"এবং "দা সান"র
মতে মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে নাকি ২০০৮ এ ইসলাম
ধর্ম গ্রহণ করেছিলেন । আর যদি সেইটা সত্যিই হয়
তাহলে আল্লাহর কাছে আজকের এই দিনে প্রার্থনা
থাকবে মহান আল্লাহ্ যেন মাইকেল কে মাফ করে
দেন ।
প্রথম চন্দ্র হাটা
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২১
জ্যাক রুশো বলেছেন: ধন্ন্যবাদ
২| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
মাইকেল জ্যাকসন যেখানেই থাকুক, ভাল থাকুক।
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২০
জ্যাক রুশো বলেছেন: ধন্ন্যবাদ
৩| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
খেয়া ঘাট বলেছেন: কাজ শেষ করে বাসায় ফিরছিলাম। রেডিওতে শুনলাম মাইকেল জ্যাকসানকে হাসপাতালে নেয়া হচ্ছে। আমি বাসায় পৌঁছতে না পৌঁছতেই রেডিওতে আবার শুনলাম মাইকেল আর নেই। খুবই দুঃখ পেয়েছিলাম।
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২০
জ্যাক রুশো বলেছেন: আমিও
৪| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
রাজু মাষ্টার বলেছেন: +++
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯
জ্যাক রুশো বলেছেন: ধন্ন্যবাদ
৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১২
রাইসুল সাগর বলেছেন: তার আত্মা শান্তি পাক।
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮
জ্যাক রুশো বলেছেন: তার আত্মা শান্তি পাক
৬| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২১
মিজান আফতাব বলেছেন: ইতিহাস তাঁকে মনে রাখবে।
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭
জ্যাক রুশো বলেছেন: মনে রাখবে সবাই
৭| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫
সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: না দেখার জগতে ভাল থাকুন মাইকেল জ্যাকসন ...
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬
জ্যাক রুশো বলেছেন: ভাল থাকুক তিনি
৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ২:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: মাইকেল জ্যাকসনের গানের মাধ্যমেই ইংলিশ গান শুনা শুরু হইছিল!
হি ইজ এ ট্রু লিজেন্ড!
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬
জ্যাক রুশো বলেছেন: কথা সত্য
৯| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৩০
মাহবু১৫৪ বলেছেন: ট্রু লিজেন্ড
+++++
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সেলিম আনোয়ার বলেছেন: মাইকেল জ্যাকসন আর জাস্ট বিটইট সঙ সত্যি মনে থাকবে অনেকদিন। তার প্রতি শুভকামনা থাকলো।