![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেই নিজেকে "নেড়ি কুত্তা" বলে স্বীকার করেছেন সাংবাদিক শফিক রেহমান!!!! শুধু তাই নয়, রীতিমত 'ঘেউ ঘেউ' করেও যাচ্ছেন তিনি। বিএনপি পন্থী এই বিতর্কিত সাংবাদিক নিউ ইয়র্ক থেকে বিডি নিউজ -এ একটি কলাম লিখেছেন সদ্য সমাপ্ত এবিসি সম্মেলনে তার অংশ নেয়া বিষয়ে। আর সেখানেই তিনি ঘেউ ঘেউ করেছেন নানা বর্তমান সরকারের বিরুদ্ধে। কলামটি পড়তে এখানে..
আমার মতে, শফিক রেহমান সাহেব এতদিনে নিজেকে সঠিকভাবে যাচাই করতে পারলেন। তিনি যে সত্যি নেড়ি কুত্তা, এটা বুঝতে তার জীবন শেষ করতে হল!! নেড়ি কুত্তা বলেই তিনি ২০০৬ সালে সাংবাদিকদের বেতন-ভাতা না দিয়ে পত্রিকা বন্ধ করে দিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার ঐ নেক্ক্যারজনক ঘটনার পর থেকেই দৈনিক হিসেবে যায়যায়দিন আন্ডার গ্রাউন্ডে চলে যায়। এরপর থেকে পত্রিকাটি আর মাথা তুলে দাড়াতে পারে নি।
সে সময়ে আমিও কাজ (প্রদায়ক ছিলাম তখন) করতাম যায়যায়দিন এ। আমার হিসেবে আমি এখনও যায়যায়দিনের কাছে ২৩,৫০০ টাকা পাওনা আছি। শফিক রেহমানের পালানোর চেষ্টার ঘটনার পর এ টাকা আর উদ্ধার করতে পারি নি। আমার মত, আরও অনেক সাংবাদিক-কর্মচারীর এখনও শফিক রেহমানের কাছে অনেক টাকা পাওনা আছে। অনেকে হয়ত বলবেন, টাকা পাওনা আছে পত্রিকার কাছে, শফিক রেহমানের সংগে কি??? আসলে ব্যাপারটা তা না। সে সময়ে পত্রকাটির মালিক,সম্পাদক এবং প্রকাশক একাই ছিলেন শফিক রেহমান। তাই সবার সব পাওনাই তার কাছে।
এইচ আর সি গ্রুপ পরে যখন যায়যায়দিনের মালিকানা নেয়, তখন অবশ্য তারা কেবল তখনও কর্মরত সাংবাদিকদের পাওনা পরিশোঢ করেছিলেন। কিন্তু শফিক রেহমান পালাতে ব্যর্থ হয়ে যাদের টার্মিনেট করেছিলেন তাদের পাওনা এখনও সবার মেটে নাই।
কিন্তু সময় কাউকে ছাড় দেয় না। সেই শফিক রেহমান নিজেও টাকা না নিয়েই যায়যায়দিন ছাড়তে বাধ্য হয়েছিলেন। নিজের গড়া ব্রান্ড "যায়যায়দিন" এর সত্বও তার হাতছাড়া হয়ে যায়। এরচেয়ে বড় শাস্তি আর কি হতে পারে??
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৮
রাসেল আরেফিন বলেছেন: আর নেড়ি কুত্তা পারে সবাইকে কামড় বসাতে...
২| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৭
নেকটার বলেছেন: শফিক রেহমান বাপের বেটা। তোমার মত ভাদারাই নেড়ি কুত্তা। ভারতের পাচাটা দালাল।
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫০
রাসেল আরেফিন বলেছেন: বাপের ব্যাটা !!!! তা এত বড় বাপের ব্যাটা নিজেকে নেড়ি কুত্তা টাইটেল দিল যে..???? আবার ঘেউ ঘেউ ও করে যাচ্ছ.... মাইনাস টা তাহলে আপনিই দিছেন।
৩| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৮
অয়ন আরেফিন বলেছেন: বলতে হবে লোকটার সাহস আছে! নিজেকে নেড়ি হিসেবে পরিচয় করানো কম সাহসের কাজ নয়! বিশেষত যখন সে নিজেই বুঝতে পারে যে সে একটা কুত্তা ছাড়া কিছুই নয়।
ব্রাভো কুত্তা শফিক রেহমান!
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫১
রাসেল আরেফিন বলেছেন: ঘেউ ঘেউ জিন্দাবাদ।
৪| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫১
আকাশের তারাগুলি বলেছেন: বিডি নিউজে দেয়া আমার মন্তব্যটা ছিলো এরকম---> - যেটা আজ দুদিন মডারেশনের মধ্যেই আছে।
**************************************************************************
তবে একটা ব্যপার লক্ষনীয় ছিলো যে এই নেড়ীকুকুরটাকে একবার এয়ারপোর্টে আটকানো হয়েছিল, যখন নিজের প্রতিষ্ঠানে কর্মচারী সাংবাদিকদের টাকা না পরিশোধ করে চোরের মত নেড়ীকুকুরটি পালিয়ে যেতে উদ্যত হয়েছিলেন। পরে সাংবাদিক/কর্মচারীরা তাকে পুলিশের সহায়তায় ধরে এনেছিল।
যাই হোক…………বাংলাদেশের এসব সমস্য এই প্রথম নয়। এটা নিয়ে যখন পরিবর্তিত পরিস্থিতে শফিক রেহমানরা লিখেন তখন এটা নিছক রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রনোদিত।
বিডিআর বিদ্রোহ কিভাবে হয়েছিল সেটা এখনো ধোয়াঁশাতেই আছে। অনেকের ভুমিকা সে সময় প্রশ্নবিদ্ধ ছিলো। তখন যেসব সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সবাই আওয়ামিলীগের লোকের/মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তবে তারা কেন ডেপুটেশনে বিডিআরে ছিলেন। তবে কি নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সন্দেহ বশত তৎকালীন সরকার প্রধান পথের কাঁটা সরিয়ে রেখেছিলেন।
বিডিয়ার বিদ্রোহে যতসেনা অফিসার নিহত হয়েছেন, তার চেয়ে কয়েকগুন নিহত হয়েছিলেন জিয়ার শাষনামলে। কই শফিক রেহমান তো তার চতুর কথাশৈলীর মাধ্যমে তা তুলে ধরেননি। নাকি তখন ধারনা ছিল অন্যরকম। কোন সরকার কবে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য পরিকল্পনা মাফিক সমরাস্ত্র বৃদ্ধি করেছিল, করলে তা আওয়ামিলীগ সরকারই অত্যাধুনিক সরন্জাম এনে শক্তি বৃদ্ধ করেছে। বৃহৎ পরিসরে অডিটকরালে বুঝাযাবে আয় ব্যয়ের কি পরিমান ফারাক ছিল, এবং কত লুট করা হয়েছিলো। সীমান্তে বাংলাদেশের সমস্যা বরাবরই ছিলো। এবং এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য সামরিক শক্তি প্রয়োগ রাস্ট্রীয় ডিসিশনের ব্যপার। বিভাগীয় সিদ্ধান্ত নয়। কোনকালে কেউ পারেনি।
জনাব শফিক রেহমানের লেখায় মাদকতা আছে আর আছে মিথ্যার বেসাতি, সত্যের বিলাপ।
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৪
রাসেল আরেফিন বলেছেন: মোক্ষম জবাব দিয়েছেন ভাই। হয়ত কোনদিনও প্রকাশ হবে না এই মন্তব্যটা।
৫| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৩
আশাবাদী মানুষ বলেছেন: বাংলাদেশে আধুনিক পর্নের রূপকার,
শফিক রেহমান।
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৫
রাসেল আরেফিন বলেছেন: প্রতিষ্ঠাতাও বটে...
৬| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৪
নেটদূত বলেছেন: অপ ব্যাখ্যা কাকে বলে. এই না হলে সাংঘাতিক!
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৬
রাসেল আরেফিন বলেছেন: আসলে এরা হচ্ছে জ্ঞান পাপী। এই নেড়ি কুত্তাই একসময় লন্ডনে বসে আওয়ামী লীগের রাজনীটিও করতো।
৭| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৭
উদাসীফাহিম বলেছেন: নেকটার বলেছেন: শফিক রেহমান বাপের বেটা। তোমার মত ভাদারাই নেড়ি কুত্তা। ভারতের পাচাটা দালাল।
একমত
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০০
রাসেল আরেফিন বলেছেন: এক কুত্তা ঘেউ করলে, সব কুত্তাই ঘেউ ঘেউ শুরু করে... এটাই নিয়ম।
৮| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০১
সোহরাব সুমন বলেছেন: নিজেকেতো নেড়ি কুত্তা বলেন নাই। বলেছেন কুত্তাটাও সম্মেলনে যোগ দিয়েছে দেশের পক্ষ হয়ে। বলতে হয় উনি ভালই গল্প ফাদতে পারেন। এখন প্রশ্ন হলো যায়যায়দিন থেকে উনাকে সরানোটা কি নিয়ম তান্ত্রক ছিলো ? আবার কি কখনো দাবি করে বসবেন এব্যপারে বক্তব্য জানা জরুরি। এবং এই লেখকের মনের ক্ষদও ওমূলক নয়। এর একটা সুন্দর সমাধান হওয়া দরকার ছিলো। তানা হলে ক্ষোভের পরিমান দিন দিন বাড়তেই থাকবে। এর শেষ কোথায় কে জানে!
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪
রাসেল আরেফিন বলেছেন: ভাল করে কলামটা পরে দেখেন। শুধু নিজেকে কুত্তাই বলেন নাই , ঘেউ ঘেউ ও করেছেন।
৯| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
যোগী বলেছেন: নেড়ি কুত্তাই বটে অবৈধ সেক্সকে যে শিল্প মনে করে।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭
রাসেল আরেফিন বলেছেন: সহমত।
এই পোস্টে এতগুলা মাইনাস পড়তেছে শুধু একাধিক নিকধারী দের কারণেই। সাহস থাকলে সবাই নিজের বক্তব্য তুলে ধরেন।
১০| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪
পাললিক মন বলেছেন: আওয়ামীলীগে সে রকম প্রাণী অনেক বেশী। তাই আলোচ্য নেড়ীকুত্তা বি এন পি। ঠেকায় পড়া জাতীয়তাবাদী- আসলে না।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৮
রাসেল আরেফিন বলেছেন: সুবিধাবাদী কুত্তা। যখন যেখানে খাবার পায় আর কি..
১১| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৫
নন্দনপুরী বলেছেন:
সারাদিন ঘেউ ঘেউ + সারারাত পর্ন = ম্যাডামের লাল গোলাপ
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৮
রাসেল আরেফিন বলেছেন: সহমত।
১২| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: শফিক রেহমানের "নেড়ি কুত্তা" টাই টেলের মর্মই বুঝলেন না আবার নিজেকে সাংবাদিক হিসেবে জাহির করছেন????
শফিক রেহমান যদি সাংবাদিকদের বেতন ভাতা না দিয়ে পালিয়েই যেতে চাইতেন তাহলে তার পালান ব্যার্থ হবার পর সাংবাদিকরা তার বিরুদ্ধে ব্যাবস্থা নিল না কেন?? এটা ঠিক যে সেই সময় যায়যায় দিনের আর্থিক অবস্থা ভাল ছিল না - সেটা যে কোন পত্রিকার বেলায়ই হতে পারে। আর তিনি সেটা কাটিয়ে ওঠার চেস্টাই করছিলেন।
তার কাছ থেকে তার নিজের গড়া ব্রান্ড যায়যায় দিন সামরিক সাষনামলে বন্দুকের জোড়ে কেড়ে নেয়া হয়েছে - এই সাধারণ সত্যটাও না জেনে নিজেকে যায়যায় দিনের সাংবাদিক হিসেবে জাহিরের মাধ্যমে আপনার 'নেড়ি কুত্তা' চেহারাটাই প্রকাশ পেয়েছে মাত্র।
আওয়ামী লীগ আর ভারতের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলেই যাদের গায়ে লাগে তাদেরকেই ভারতের পা চাটা নেড়ি কুত্তা উপাধী দেয়া হয় - আশা করি উপাধিটা আপনি ভালই উপভোগ করবেন!!!!!
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৭
রাসেল আরেফিন বলেছেন: কে বলল সাংবাদিকরা ব্যবস্থা নেয় নি। সে সময়ে তার বিরুদ্ধে ৮-১০টা মামলা হয়েছে। যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো অফিসের প্রধানও মামলা করেছেন সে সময়ে।
আর নেড়ি কুত্তার মর্ম আমি বুঝছি, বোঝেন নাই আপনি।
আর কারও বিরুদ্ধে কিছু বলার জন্য টাকে কেউ নেড়ি কুত্তা বলে নাই। সে নিজেই নিজেকে বলছে।
আর সামরিক সরকার তার যায়যায়দিন ব্রান্ড কেরে নেয় নাই। সে নিজেই বাধ্য হয়ে বেচে দিয়েছে। তারেক রহমানও কিনতে চাইছিল। সে জন্য যুবরাজ একদিন যায়যায়দিন অফিসেও ঘুরতে গেছিল। পরে শফিক রেহমানের প্রতি সাংবাদিকদের ক্ষোভের মাত্রা বুঝতে পেরে আর কেনেন নাই।
আর আমি ঠিকই টিকে আছি। টিকে নাই নেড়ি কুত্তা নিজেই। পা চাটছে শুধু বি এন পি র দালাল দের।
১৩| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৮
ত্রিভুজ বলেছেন: আপনার প্রোফাইলে লেখা, BBC World Service - এ Senior Bangla Audience Champion হিসেবে কর্মরত। বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসে যোগ দিতে মনে হয় আজকাল কোন যোগ্যতা লাগে না।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২০
রাসেল আরেফিন বলেছেন: কেন লাগবে না? আমি এর আগে জনকন্ঠেও কাজ করেছি। সমকাল আর যায়যায়দিনে একসাথে কাজ করতাম। কারণ তখন ফ্রী ল্যান্সার ছিলাম।
আপনি কি বোঝাতে চান সেটা বলুন।
১৪| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৫
যোগী বলেছেন: এই লোক যে কিনা বাংলাদেশে ফ্রি সেক্সের প্রবর্তক সে আবার রাজাকার জামাতের এখন পরম বন্ধু
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২০
রাসেল আরেফিন বলেছেন: সহমত
১৫| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৭
দুরন্ত ইসলাম বলেছেন: ২০০১ সালে সাড়ে তিন কোটি নবীন ভোটারের উদ্দেশ্যে লেখা তার খোলা চিঠি ছাপার পর সাপ্তাহিক যায় যায় দিন একটি দলের মুখ পত্র হয়ে যায়।
তার মেধা ছিল । তবে সেটা এখন একটি দলের চামচামীতে ব্যয় হচ্ছে।
আফসোস!
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২১
রাসেল আরেফিন বলেছেন: এখন তিনি "মৌচাকে ঢিল" মারতেছেন।
১৬| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৮
দুরন্ত ইসলাম বলেছেন: "নেকটার বলেছেন: শফিক রেহমান বাপের বেটা। তোমার মত ভাদারাই নেড়ি কুত্তা। ভারতের পাচাটা দালাল। "
প্রফেসর সাইদুর রহমানের সুযোগ্যপুত্র তিনি অনেক ক্ষেত্রেই হয়ে উঠতে পারেননি। তাই বাপের বেটা ঠিকই আছে তবে তা বায়োলজিক্যাল অর্থে।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩১
রাসেল আরেফিন বলেছেন: আপনার বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায় আপনার কথায়।
১৭| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
িট.িমম বলেছেন: ভাই, শফিক রেহমানের উপর এই বিরাগ কি আপনি ওনার কাছে টাকা পাবেন, আর ওনি টাকা দেয়নি এর জন্যই, ওনি বিএনপি'র দালালি করে। আর মানলাম। আপনি নিজেকে কি মনেকরেন? আপনি কি কার দালালি করেন না?
আপনি যে কার দালালি করেন তা কিন্তু আপনার কিছু মন্তব্য'র মাঝেই পশ্ট।
তাই ব্যাক্তি আক্রোশ কে দলিয় আক্রোশে রুপান্তরিত না করলেই ভাল নয়কি?
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
রাসেল আরেফিন বলেছেন: দেখুন, আমরা যারা শফিক রেহমানের কাছে টাকা পাই, তাদের কাছে তিনি সরাসরি অপরাধী। কোন সন্দেহ নাই।
কিন্তু এটা কোন ব্যক্তিগত আক্রোশ নয়। আমি ব্যাপারটি উল্লেখ করেছি, শুধু মাত্র তার 'নেড়ি কুত্তা" টাইটেলটার যথার্থতাকে মজবুত করার জন্য।
আমরা অনেকেই যায়যায়দিনে কাজ করার সময়ও, অফিসে বসেই তার সমালোচনা করতাম। কারণ তার মতের সাথে আমাদের অনেকেরই মিলত না।
তার ছাটাই করা সাংবাদিকরা আজ সবাই প্রতিষ্ঠিত। শুধু হারিয়ে গেছেন তিনি নিজেই।
১৮| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
কাঙ্গাল মুরশিদ বলেছেন: "আমি এর আগে জনকন্ঠেও কাজ করেছি। সমকাল আর যায়যায়দিনে একসাথে কাজ করতাম। "
এইতো আপনার আসল পরিচয় পাওয়া গেছে!! জনকন্ঠের সাংবাদিক ভারত আর আওয়ামীলীগের সমালোচনাকারীকে সহ্য করতে পারবে না এটাই কি স্বাভাবিক নয়???
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
রাসেল আরেফিন বলেছেন: ব্যাপাটা তা নয়। এখানে ব্যাক্তি শফিক রেহমান কে আলোচনা হচ্ছে। আর আমি জনকন্ঠ সম্পাদকের দুর্নীতি নিয়েও পোস্ট দিয়েছি। আমার ব্লগটা ঘাটলেই দেখতে পাবেন।
অন্যায়ের প্রতিবাদ যেই করুক আমি তার পক্ষে। যেমন, শফিক রেহমান, তার এই কলাম টিতে র্যাব-পুলিশের হাতে মানুষের নিখোজ হওয়ার বিষয়ে বিষেদগার করেছেন,যা যে কোন স্বাভাবিক চেতনার মানুষই সমর্থন করবে। আমিও করি। বিষয়টি হচ্ছে শফিক রেহমানের নৈতিকতা বোধ নিয়ে...
আর যে যখন যেখানে ভাল চাকরী পাবে তখন তো সেখানেই যাবে, এটাই স্বাভাবিক।
১৯| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
বল্টু মিয়া বলেছেন: আশাবাদী মানুষ বলেছেন: বাংলাদেশে আধুনিক পর্নের রূপকার,
শফিক রেহমান।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
রাসেল আরেফিন বলেছেন: সহম।
২০| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: শফিক রেহমান কেমন সাংবাদিক বা কেমন মানুষ সেসব কোন বিষয় নয়। আসল বিষয় হচ্ছে উনি মইন গংদের সামরিক সরকারের সরবরাহকৃত কেচ্ছা কাহিনী ওনার পত্রিকায় ব্যানার হেডে ছাপাতে রাজি হন নি। বর্তমানেও উনি ভারত বা আওয়ামীলীগের চামচামী করতে রাজি হচ্ছেন না। সুতরাং ওনাকে পচাতে হবে। যাতে ভবিষ্যতে মাহমুদুর রহমানের মত রিমান্ডে নেয়া হলে ওনার প্রতি দেশবাসির সমবেদনা কম থাকে। আর সেই পচানোর কাজটাই আপনারা শুরু করেছেন এই ব্লগ থেকে। অবাক হব না যদি অদুর ভবিশ্যতে আপনাদের কার দায়ের করা মামলায় শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। বাকশালের আমলে ভারত আর সরকারের চামচামী না করে সাংবাদিকতা করবে এত বড় সাহস কিভাবে সহ্য হয় বলুন???
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
রাসেল আরেফিন বলেছেন: আমাকে আক্রমন করে লাভ নাই। আমি কোন দল করি না। আর আমি এখন বিদেশি সংস্থায় কাজ করি। এদেশের কোন দলের লেজুর বৃত্তি আমি করি না।
শফিক রেহমানের কাছে আমি যে টাকা পাই, সেটা আমার পারিশ্রমিক। ঘামে ঝরা টাকা তিনি মেরে দিয়েছেন। যা পৃথিবীর সকল আইনেই অপরাধ।
আর পাওনা টাকা আদায়ে আমি মামলা করলে তাকে যদি রিমান্ডে নেয় তাহলে সেটাও কি পলিটিক্যাল মোটিভেটেড হবে?
২১| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫০
কালা কাশেম বলেছেন: এক কুত্তা ঘেউ করলে, সব কুত্তাই ঘেউ ঘেউ শুরু করে... এটাই নিয়ম...................যেমন # ছাত্র লীগ।
বাকসাল কায়েম করুন ঘরে ঘরে...............।জয়তু বাকসাল।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
রাসেল আরেফিন বলেছেন: সহমত। ছাত্রলীগের কার্যক্রম কেউই সমর্থন করে না। আমিও না।
২২| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫২
ডিস্কো ঘোড়া বলেছেন: বিবিসি দেখি ইদানিং আবাল রিক্রুট করতেছে।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
রাসেল আরেফিন বলেছেন: আপনি যোগ দিয়ে উদ্ধার করেন!!!!
২৩| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
শাকালাকা বুম বলেছেন: ওহ আপনি যে জনকন্ঠে কাজ করতেন সেটা আগে বলবেন তো।
জনকন্ঠ যে ভারত এর 'র' এর আরেক রূপ বলা হয় সেটি জানেন তো?
শফিক রেহমান যতটা না খারাপ তার চেয়ে অনেক বেশি খারাপ আপনি, শফিক রেহমান দেশের একটি রাজনৈতিক দলের পা চাটে।
আর আপনি ভিন দেশ ভারতের পা চাটেন।
আর একদিক থেকে শফিক রেহমান কে বেটার মনে করি, কারন সে যে "নেড়ি কুত্তা" সেটা নিজের মুখেই স্বীকার করে।
আর আপনি যে "নেড়ি কুত্তা" সেটা স্বীকার করেন নাহ।
সাহস থাকলে নিজের বুকে হাত রেখে নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আপনি কি আ.লীগ আর ভারতের পা চাটেন না??
আমাদের দেশের সাংবাদিক গুলুর এই প্রবলেম......দু দলে ভাগ হয়ে যায়।
নিজের সমর্থিত দলের পক্ষে কথা বলে। আপনি ও এর বাইরে গেলেন নাহ।
অবশ্য এখন কিছু সৎ সাংবাদিক আছে বলে রক্ষা।
শফিক রেহমান আর আপনার মত সাংবাদিক গুলোকে নতুন প্রজন্ম ধ্বীক্কার জানাই
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৫
রাসেল আরেফিন বলেছেন: আমি জনকন্ঠের মুখপাত্র না। আমি সেখানে চাকরী করতাম মাত্র। আর সাংবাদিকদের কোন দলের প্রতি অতটা প্রীতি থাকে না। থাকে মিডিয়ার মালিকদের।
আর আমি জনকন্ঠ কাজ করেছি বলেই যদি ভারত আর লীগের দালাল হয়ে যাই, তাহলে আমি তো সবার আগে যায়যায়দিনেই কাজ করতাম, তখন কি তাহলে বি এন পি জামাতের দালাল ছিলাম?
কোন মিডিয়ার ভূমিকা তার সকল সাংবাদিকের পরিচয় নয়।ঊদাহরন দিয়ে বলতে পারি, জনকন্ঠ নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করতেন সদ্য প্রায়াত বোরহান আহমেদ, যিনি বিএনপি নেতা ছিলেন।
২৪| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০২
শাকালাকা বুম বলেছেন: লেখক বলেছেন: আমাকে আক্রমন করে লাভ নাই। আমি কোন দল করি না। আর আমি এখন বিদেশি সংস্থায় কাজ করি। এদেশের কোন দলের লেজুর বৃত্তি আমি করি না।
হেসে কুল পাই না!! "আমি কোন দল করি না।"..আপনি কোন দল করেন কি করেন না সেটি আপনার এই পো্সটে + কমেন্টে মিলাই প্রমান দিয়ে দিয়েছেন।
কারো মাথায় সামান্য ঘিলু থাকলে ও বুঝবে আপনি কোন দল করেন , আড় কোন দেশের পা চাটেন।
আপনার এই বুদ্ধি নিয়ে BBC World Service এ আছেন? হাহাহা
টিকই বলেছেন
ডিস্কো ঘোড়া বলেছেন: বিবিসি দেখি ইদানিং আবাল রিক্রুট করতেছে।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৯
রাসেল আরেফিন বলেছেন: আপনার মাথায় ঘিলু থাকলে আপনি ঠিকই বুঝতেন আমি কোন দল করি কি না। কোন দলের মতাদর্শের সাথে দ্বিমত থাকলেই তার অর্থ এই নয় যে, আমি বিপক্ষ দল করি।
আপনিও বিবিসি কে উদ্ধার করতে যোগ দেন!!!!
২৫| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৮
ডিস্কো ঘোড়া বলেছেন:
না সোনা, আমার এখোনো গলায় রশি নেওনের টাইম আসে নাই।
আর হুনো সোনা, সাংবাদিক ভালাই চিনি আমি, অগের মইদ্যে সেইগুলা তোমার মতন আবাল সেইগুলারে আমরা কই হাম্বাডিক, বোঝলা?
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১২
রাসেল আরেফিন বলেছেন: আপনি নিকটা চেন্জ করে ডিস্কো গাধা করেন!!!!
২৬| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১১
হাফিজুর রহমান মাসুম বলেছেন: নেকটার বলেছেন: শফিক রেহমান বাপের বেটা। তোমার মত ভাদারাই নেড়ি কুত্তা। ভারতের পাচাটা দালাল।
বাপের ব্যাটারাই তাহলে রাতের আঁধারে পালিয়ে যেতে গিয়ে ধরা খায়। একটা আন্ডার ম্যাট্টিক অশিক্ষিত মহিলার পা চাঁটা কুত্তা।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩
রাসেল আরেফিন বলেছেন: সহমত
২৭| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩
ডিস্কো ঘোড়া বলেছেন: হা হা হা, আরেকটু মুখ খোলো সোনা, কোন কোন নিক হ্যান্ডেল করো দেখি।
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৬
রাসেল আরেফিন বলেছেন: আমার নিক একটাই। তবে সামু ব্লগের যে শ্রেণীর কাছে নিকের গুদাম আছে আপনাকে সেখানকার সদস্য বলেই মনে হচ্ছে!!!
২৮| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩
মামুন বিদ্রোহী বলেছেন: সারাদিন ঘেউ ঘেউ + সারারাত পর্ন = ম্যাডামের লাল গোলাপ
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৭
রাসেল আরেফিন বলেছেন: সহমত
২৯| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৬
যুদ্ধবাজ বলেছেন: খ্যাক খ্যাক। ব্যাপারডা যে তুমাগো পার্সোনাল, হেইডা কৈলেই তো ল্যাঠা চুইক্যা যায়। শফিক রেহমানের যায়যায়দিন তুমার ২৩০০০ ট্যাকা আর দ্যায় নাই। কি আর করা, বৈসা বৈসা লেমুন চুষ খাউ। যখন এই 'তথাকথিত' নেড়ী কুত্তার আন্ডারে চাকরী কর্তা তহন তো এর পা চাডতা। তৈলে অহন দেহা যাইতাছে বিবিসি নেড়ীকুত্তার পা চাডা কুত্তারে রিক্রুট করন ধর্ছে! হাহাপগে
১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৮
রাসেল আরেফিন বলেছেন: চাকরি তো চাকরিই। কথা হচ্ছে মানুষের নৈতিকতা বোধ নিয়ে..
৩০| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:০২
আবিরে রাঙ্গানো বলেছেন: ২৩,৫০০ টাকার জন্য একটি মানুষকে নেড়ি কুত্তা বলে প্রচার করা আর নিজেকে নেড়ি কুত্তার সাহায্যকারী চামচা প্রমান করার মত বোকামীর কোন মানে দেখি না।
১৯ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৪
রাসেল আরেফিন বলেছেন: কেউ তাকে নেড়ি কুত্তা বলে প্রচার করে নাই। সে নিজেই নিজেকে বলছে।
৩১| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:০২
যুদ্ধবাজ বলেছেন: হুনেন ভাই, বাংলাদেশ এমুন একটা দ্যাশ এইখানে কুনো নৈতিকতার বালাই নাই। হজ্ঞলেই টেকার কাঙাল, ক্ষমতার কাঙাল। আমারে আইজকা একটা কম্পানী ২০ হাজার টেকা দিতাছে, কাইল ২৫ দিলে আমি পল্ডি মারুম। এইডা বুদ্ধিজীবী, রাজনৈতিক, আমকা কামলা হগলের জন্যেই সমান। আগাচৌ মিয়া যদি জয়নাল হাজারীর থলি চাডতে পারে, আনিসুল হক আর মিজাই চাডে মতিউরের এমনে হগলেই চাডা-চাডির উপ্রে আছে।
১৯ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৭
রাসেল আরেফিন বলেছেন: শুনেন, মানুষকে বাচার জন্য আয় করতেই হবে। চাকরি যেখানেই করুন না কেন, তারমানে চামচামি নয়।
৩২| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:০৬
~অন্ধ~ বলেছেন: জগন্যকন্ঠের আবাল সাংগাথিক আবাল কাহিকা?
১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:০০
রাসেল আরেফিন বলেছেন: কিছু বলার থাকলে, মতামত দেন। গালি দেয়া কোন সভ্য মানুষের কাজ নয়।
৩৩| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৫
টুটুল বরকত বলেছেন: আপনাদের সেই মামলাগুলোর কি খবর ?
১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:০১
রাসেল আরেফিন বলেছেন: জানি না। আমি মামলা করি নাই।
৩৪| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৪
কলাবাগান১ বলেছেন: প্লাস.....
১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:০২
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩৫| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৯:৪৪
অরণ্যচারী বলেছেন: উনাকে নিয়ে বাজে কথা বলবেন না, উনার লেখা চটি আমার খুবই ভালো লাগে।
১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:০৪
রাসেল আরেফিন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে+++++
৩৬| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১০:১৪
স্বপ্ন হারা বলেছেন: আপনারে পেলাচ
১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:০৩
রাসেল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:০৭
রংধনুর সাত রঙ বলেছেন: শফিক রেহমান বাপের বেটা। তোমার মত ভাদারাই নেড়ি কুত্তা। ভারতের পাচাটা দালাল।
২০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১১
রাসেল আরেফিন বলেছেন: আপনি কার দালাল....????
৩৮| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:১২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এতো দেরীতে বিষয়ডা আপনের বোধ গম্য হলো , কারণ, তার লেখা কি এখন আওয়ামীলীগের বিরুদ্ধে একটু বেশীই যাচ্ছে । মানে আওয়ামীলীগের গাত্রদাহের কারণ হচ্ছে ?
আপনি কি বিবিসির সাংবাদিক না, আওয়ামী কর্মী ?
মানে কোন পরিচয়টা আপনার কাছে বেশী গুরুত্বপূর্ণ ?
শফিক রেহমান অন্যান্য সম্পাদকদের মতো,পত্রিকা মালিকের কোন পা চাটা সম্পাদক না, শুধুমাত্র এই একটি কারণেও অন্য সম্পাদক এবং সাংবাদিকদের থেকে তিনি আলাদা ।
আর লেনাদেনার বিষয়টা নিজেদের মধ্যে মিটমাট করতে না পারলে, আইন আদালতের আশ্রয় নিন না !
২০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩
রাসেল আরেফিন বলেছেন: ব্যক্তিগতভাবে আমি যে পেশায়ই থাকি না কেন, এখানে আমার পরিচয় একজন ব্লগার। আর এই ব্লগার পরিচয়েই আমি পোস্ট টি দিয়েছি।
আর আমি রাজনীতি করি না।
৩৯| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৭
উদাসীফাহিম বলেছেন: কালা কাশেম বলেছেন: এক কুত্তা ঘেউ করলে, সব কুত্তাই ঘেউ ঘেউ শুরু করে... এটাই নিয়ম...................যেমন # ছাত্র লীগ।
বাকসাল কায়েম করুন ঘরে ঘরে...............।জয়তু বাকসাল
২০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৪
রাসেল আরেফিন বলেছেন: আসলেই এক কুত্তা ঘেউ করলে, সব কুত্তাই ঘেউ ঘেউ শুরু করে... এটাই নিয়ম..!!!!!
৪০| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৫
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: শফিক রেহমান যখন বিটিভিতে লাল গোলাপ উপস্থাপনা করতেন তখন থেকেই আমি তার ভক্ত হয়ে যাই।যদিও আমি বিটিভি দেখতাম না শুধু ঐ অনুষ্টানটার জন্য দেখতাম বিএনপি বিরোধী হওয়া সত্বেও।
দৈনিক যাযাদিতে তার বিকৃত বাংলা বানান দেখে প্রথমে টাসকি খাই।যাযাদিতে ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত সংখ্যাগুলোতে তিনি ভালবাসার ভেতর যে যৌনতা থাকে তা সমগ্র বাংলাদেশ জুড়ে প্রতিষ্টিত করেন।তার ভালবাসার মেগাজিন গুলা পড়ে যুবক-যুবতীরা উদ্যোম শারীরিক খেলায় মেতে উঠতে থাকে।
এরপর যখন তিনি সাংবাদিকদের টাকা মেরে বিদেশ চলে যেতে চাচ্ছিলেন,,তারপরথেকেই তাকে আমি নরকের কীটের মতই ঘৃণা করতে থাকি।
এখানে অনেকে বলেছেন,,মঈন গংরা নাকি তাকে ফাঁসাতে এই পলায়নের কাহিনী ছেপেছিল।কিন্তু তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে ১০টা বিমানের টিকেট সহ গ্রেফতার করে হয়।
তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে,কিন্তু তিনি পচে গেছেন।
আসলে বহুদিন পর তিনি তার নিজের পরিচয় জানতে পেরেছেন।
++++++
২০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৫
রাসেল আরেফিন বলেছেন: হুম। আপনি ঠিকই বলেছেন।
৪১| ২০ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৬
দূর্জয় বলেছেন: এতদিন উনাকে ভাল বলেই জানতাম !!
২০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৬
রাসেল আরেফিন বলেছেন: অনেকেই জানত।
৪২| ২০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৭
বিপরীত স্রোত বলেছেন: ২৮ শে অক্টোবরের পর চার দলীয় জোটের যখন সংকটয় অবস্থা নিজ পত্রিকার বন্ধ করে দিয়ে সাংবাদিকদের প্রাপ্য মজুরি না দিয়ে চোরের মতো তার বিদেশ পলায়নের চেষ্টা টিভিতে দেখে শফিক রেহমানের দালাল চরিত্র সম্পর্ক আঁচ করতে পেরেছি ।
২১ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৮
রাসেল আরেফিন বলেছেন: সঠিক বলেছেন।
৪৩| ২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:২৩
সুমন এম রহমান বলেছেন: ওনার আর্টিকেলটা সত্যিই খুব ভাল হয়েছে। আর এই লেখকের লেখাটাকে আমারও ব্যক্তিগত আক্রমন বলে মনে হয়েছে। আর একটা কথা আপনি যদি শফিক রেহমানের সাথে কাজ করে ই থাকেন তো এইটুকু তো জানারই কথা যে উনি কতটা জ্ঞানী মানুষ। পাইছেন এক দোষ আর সেটা নিয়া টানাটানি শুরু করেছেন। আপনার তো জানার কথা কোন পরিস্থিতিতে উনি ওভাবে চলে গিয়েছিলেন।একজন বলেছেন উনি আন্ডারমেট্রিক একজনের চামচামী করে। আপনিও একমত হয়েছেন, ভাই একজন দুই দুই বার এদেশের প্রধানমন্ত্রী ছিল , তার কি শেখার বাকি আছে কিছু বলে আপনার মনে হয়। হয় কি কিছু কিছু ব্যক্তিকে নিয়ে লিখলে সহজেই জনপ্রিয় হওয়া যায়। তাই বলে মানী লোকের ইজ্জত রাখবেন না, এটা ঠিক না। আমার বলতে লজ্জা লাগছে এটা বলতে যে আমিও সাংবাদিক।
২৮ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৮
রাসেল আরেফিন বলেছেন: শোনেন ভাই, শফিক রেহমান জ্ঞানী না জ্ঞান পাপী তা সকলেই জানে। আর উনি কোন পরিস্থিতিতে পালানোর চেষ্টা করেছিলেন, তাও সবাই জানে!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৬
bangal manus বলেছেন: তিনি লাল গোলাপ পছন্দ করেন।
হুয়ন ফরিদির একটা ডায়লগ বলি
যে ফুলকে ভালোবাসে...
সে মানুষও খুন করতে পারে .......