![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলমান আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মরিয়া জা শি আর এই মূহুর্তে আমাদের ব্লগারদের দায়িত্ব বাংলা ব্লগ মানেই নাস্তিক দের আড্ডা খানা নয় নয় কুৎসিত অসভ্যতার জায়গা সেটা প্রমাণ করা।
আমাদের দেশের ৯৯ ভাগ মানুষই সম্ভবত ধার্মিক/ ধর্ম বিশ্বাসী। আর সেই সাথে শাহবাগ চলমান আন্দোলনের সাথে ও একাত্ম। আর জাশি রা এই ৯৯ ভাগ মানুষদের ধর্মীয় সেন্টিমেন্ট কে কাজে লাগানোর চেষ্টা করছে। যে সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওরা অনেক মানুষকে ব্লগ ও ব্লগার দের বিরুদ্ধে দাঁড়ানোর একটা চেষ্টায় লিপ্ত।
এই মুহূর্তে ওরা যা যা করছে।
১। ব্লগ মানেই নাস্তিক ফাসেক দের আড্ডাখানা আর ব্লগার মানেই নাস্তিক দুশ্চরিত্রের চটিলেখক ও নেশাখোর মেয়ে মানুষের সাথে ডুবে থাকা মানুষ।
২। আন্দোলনের প্রথম সারিতে থাকা ব্লগার দের ছবির সাথে মেয়ে মানুষের অশ্লীল ও রগরগে ছবি ফটোশপের মাধ্যমে সেটে দিয়ে ওদের দুশ্চরিত্র প্রমান করতে উঠেপড়ে লাগা।
৩। আন্দোলনে সামনের সারিতে থাকা তথাকথিত নাস্তিক (মুলত ইসলাম বিরোধী) গুটি কয়েক ফালতু ইসলাম বিরোধী পোস্ট গুলোকে হাইলাইট করে সবখানে প্রচার (প্রিন্ট ও ফেসবুকের) মাধ্যমে।
৪। আমাদের ইসলামি মূল্যবোধকে কাজে লাগিয়ে এক ধরনের ব্ল্যাকমেইলিং।
৫। কতিপয় তথাকথিত আন্দোলন কারী বানিয়ে আন্দোলনের সপক্ষে ইসলাম ও নবী (সাঃ) এর কটুক্তিকর ও আপত্তিকর পোস্ট দেয়া।
৬। বি এন পি তে ঘাপটি মেরে থাকা জামাতী নেতা গুলোকে দিয়ে আন্দোলনে প্রভাবিত করে এমন উক্তি বারবার বলানো, এবং বৃহত রাজনৈতিক দল বি এন পি কে টেকনিকালি আন্দোলনের বিপক্ষে দাড় করানো।
এ আন্দোলনে সরকার দলের ভুমিকা ও আমার আমাদের কাছে এখন পর্যন্ত পরিস্কার না তাঁদের অতিউৎসাহী মনোভাব এ আন্দোলনের জন্যে পজিটিভ না বলে ও আমি মনে করছি।
এতে কোন সন্দেহ নেই যে বাংলাদেশের কতক ধর্ম ব্যাবসায়ী ধর্মান্ধ ও গোড়া পাকিস্তান পন্থী বাদে দেশের সকল মানুষ এ আন্দোলনের সাথে আছে। তাই এই আন্দোলনকে বেগবান ও স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রাখতে এই কয়টি বিষয় নজর দিয়ে চালিয়ে নেয়া আমাদের সবার দায়। বাংলাদেশ আমার দেশ, ইসলাম আমার ধর্ম, এই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা টিকিয়ে রাখা যেমন আমার দায়িত্ব তেমনি আমার ধর্মকে প্রাধান্য দিয়ে সঠিক জীবনাদর্শে পরিচালনা ও আমার দায়িত্ব।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: মুজাহিদ আসার ও দরকার নাই নাস্তিক কাপার ও দরকার নাই যে যার মত দৌড়ের উপর থাকেন
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
মিশনারী বলেছেন: মুজাহিদ আসছে, নাস্তিক কাপছে ।