নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষিপ্ত তরুনদের অসমাপ্ত মুক্ত বাণী। যেখানে দেখিব অন্যায় পা বাড়াবো জিতার ন্যায়। ভুলিয়ো না আজও সমাজের বুকে ন্যায় বিচার বিদ্যমান।

ক্ষিপ্ত তরুণ

রক্ত লাল।

ক্ষিপ্ত তরুণ › বিস্তারিত পোস্টঃ

জীর্ণতায় জরানো কিছু ক্লান্তি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

মানুষ আমি একি নিত্যবৃত্তে জোটাই আমার অন্ন

হাজারও চাহনির লক্ষ্য এক নিভৃত কোণে

মানুষ আমি দেখ আমার উদাসীন জীবনহানি

তোমাদের বর্জ্য কুঁড়ে ঠাই মিলে গাছের নীড়ে

তাই পথও অভিন্ন শুধু রক্ত প্রবাহ এক বলে গণ্য।





আজও আমি হঠাৎ কেঁদে উঠি

কোন এক ল্যাম্প পোস্টের নিচে

রাত বিরাতে অনাহারে, অনাদরে

সৃষ্ট ক্ষুব্ধ তারা ও চাঁদের পার্থক্য দেখে

তোমাদের জীবনবৃত্ত বড়, যে ভাবে চাও জীবন গড়

আর আমার সাদাকালো স্বপ্ন অদৃশ্য হওয়ার পথে।





ব্যস্ত আমি খুঁজে খুঁজে পতিত নিকৃষ্টতাকে

যা পতিত হয় নিষ্কৃত দ্রব্য তোমাদেরই হাত ধরে

থালা তো এক তবে কেন এই ভিন্ন আচরণ

আমার চাওয়া ক্ষুদ্র কিন্তু আমার স্বপ্ন সমুদ্র।





আমি শরীরে জড়ানো ছিদ্র পুরনো ময়লা কাপড়

ধূলা জমেছে মস্তক জুড়ে, আমি টোকাই তাই

ব্যস্ত আমি খুঁজে খুঁজে পতিত নিকৃষ্টতাকে

যা পতিত হয় নিষ্কৃত দ্রব্য তোমাদেরই হাত ধরে

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.