নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষিপ্ত তরুনদের অসমাপ্ত মুক্ত বাণী। যেখানে দেখিব অন্যায় পা বাড়াবো জিতার ন্যায়। ভুলিয়ো না আজও সমাজের বুকে ন্যায় বিচার বিদ্যমান।

ক্ষিপ্ত তরুণ

রক্ত লাল।

ক্ষিপ্ত তরুণ › বিস্তারিত পোস্টঃ

খুঁজিয়া মহীয়ান ২

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

আজই ভুবনে নিত্য দাসত্ব প্রবণ প্রচুর

দাবী তাহার ভাবিবার পক্ষে নাহি,

শুধু সহ্য করিতে হয় দাসত্ব পক্ষ

মনিবের হাতে নাকি নির্ভুল হাতেখড়ি।





কিছু কালো সূর্য হইবে ভোগের নিমিত্তে

কিছু চাঁদ রইবে অভুক্ত নিস্ফলের ঘরে,

মাথা যাইবে কাঁটা দাসত্বের ফলে

ভুবনটাই দাসত্বের ভুবনটাই দাসত্বের।





খুঁজি আজ মহীয়ান হইতে মুক্ত দাসত্বের

আবার উঠিবে আলো যুক্ত করে সূর্য আলো,

দাসত্ব রাজ্য আর রইবে না দীঘল প্রাচ্য পাশ্চাত্যে

দাসত্ব প্রথা আজ হবে বৃথা যুক্ত করে নতুন সূর্যের আলোক।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!
২য় ভাললাগা।

+++

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

ক্ষিপ্ত তরুণ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই :)

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ কবিতা ++++++++++

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

ক্ষিপ্ত তরুণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অপূর্ণ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.