নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষিপ্ত তরুনদের অসমাপ্ত মুক্ত বাণী। যেখানে দেখিব অন্যায় পা বাড়াবো জিতার ন্যায়। ভুলিয়ো না আজও সমাজের বুকে ন্যায় বিচার বিদ্যমান।

ক্ষিপ্ত তরুণ

রক্ত লাল।

ক্ষিপ্ত তরুণ › বিস্তারিত পোস্টঃ

নিজের আত্ম সংকল্প।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

আমার স্বল্পখনের জীবন কিছুটা ক্লান্ত কিছুটা নিদ্রা কাঁতর। নিতান্তই আমি ক্লান্তই থাকি তাই ক্লান্তি কাটাতে আমি নিদ্রাকাতর হই এর তখন আমার কাছে হঠাৎ আসে ঝাপসা দিমুক হত কিছু দ্বার প্রান্ত। যার ঘুরতে ঘুরতে এসে আমায় ঘিরে ধরে। দিকটা যে সেটা তাই পাশে শুয়ে আছে কিছু অহেতুক সপ্নহীন একটি অস্তিত্বহীন দেহ হ্যাঁ আমার পাশে। প্রলোভ করত আমার কাছে সেই মনহীন দেহ যেন সন্ধ্যা কালে দিগন্তের ধারে এক পসলা বৃষ্টিতে সেই সপ্নহীন দেহটি যেন একটু ভিজে জলে। তার কোন দিক নেই তাই আছে তার থাকা একটি নিজের আকাশ বাড়ী। তার গায়ে ছিল একটি নীল রঙের পাঞ্জাবী আর পকেটে ভরতি। তিক্ত ভরা ক্রান্ত মনে খানিকের মত বিরোধ নিজের সাথে। আমার ক্লান্তি আর তার ক্রান্তি। বেজায় হাস্যকর কিন্তু..................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.