নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষিপ্ত তরুনদের অসমাপ্ত মুক্ত বাণী। যেখানে দেখিব অন্যায় পা বাড়াবো জিতার ন্যায়। ভুলিয়ো না আজও সমাজের বুকে ন্যায় বিচার বিদ্যমান।

ক্ষিপ্ত তরুণ

রক্ত লাল।

ক্ষিপ্ত তরুণ › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সবুজের শুন্য লতা।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

এক প্রান্তিক আলোয় সবুজের সাথে দেখা

তার পথে বাঁধা আর নির্বাক মুখে মুচকি হাসা,

বাঁধা যেখানে একা সেখানে সবুজের একমুঠো ধাঁধা

অহেতুক সবুজের প্রাণহানি অহেতুক বাঁধা তাহার নিষেধাজ্ঞা।





পড়ছে তাহার পাতাবাহার হারিয়ে সে তার রঙ

আরেক ফোটা চোখের জল অস্তিত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে,

আলোয় আসে না আগের মত সেই পাতার রশ্মি ভেদ করে

নিঃশব্দে সবুজের প্রাণহানি অহেতুক বাঁধা তাহার নিষেধাজ্ঞা।





হারিয়ে যাচ্ছে বিষের কাছে স্বপ্ন আর ফুরিয়ে যাচ্ছে গল্প

তাই বলে কি রঙিন দশকের আশায় ঝরবে নাকি প্রাণ,

ভাব্য তাকে নিয়ে যেখানে সবুজের সমারোহ আর তাই

বিষের কাছে সবুজের প্রাণহানি গল্প আজ বাঁধা তাহার নিষেধাজ্ঞায়।





সেই প্রান্তিক আলোয় সবুজের সাথে আবার দেখা

প্রাণী রাজ্যে প্রাণের দাহ তাহার খোঁজের নিমিত্ত্য,

অকালে শেষ হয়ে গেল সকালে আর উঠেনা সূর্য

তাই তার পথে বাঁধা আর নির্বাক মুখে ফোটেনা মুচকি হাসিখানি।







(মানবের প্রতি সুন্দরবন---)



মুক্তি দাও আমায়, মুক্তি দাও স্বর্গ রাজ্যের দ্বারকে

হবে কিছুই জানি পাবে না কিছুই তাতে,

প্রাণের স্বর্গ রাজ্য আজ হুমকির মুখে

তাই............

কর না অহেতুক সবুজের প্রাণহানি

আর...........

কর না অহেতুক বাঁধা তাহার নিষেধাজ্ঞা।





(............সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে.........)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতায় ভালো লাগা !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

ক্ষিপ্ত তরুণ বলেছেন: ধন্যবাদ অভি ভাই :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.