![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতএব ইহাই প্রমানিত হইলো যাহারাই গনজাগরণ মঞ্চ নিয়া কথা বলিবেন তাহারাই ছাগু বলিয়া প্রমানিত হইবেন. ডা. আইজু রে আজীবন দেখলাম ছাগু দিগকে উপর্যুপরি দিতে, লীগ কে বেহায়া র মত অন্ধ সমর্থন করতে, আজ সেই আইজু যখন ইমরান এইডস এর সমালোচনা করে তখন সে ছাগু হয়ে গেল. উনার পরিচয় ফাস কৃত দের নিকট আমার একটাই প্রশ্ন এতদিন কেন বলেন নাই? এতদিন আপনাদের সমর্থনে গান গেয়েছে বলে? আজ আপনাদের সমালোচনা করেচে বলে সে ছাগু? এত অধৈর্য কেন আপনারা? সমালোচনা সইতে করতে পারেন না তো কিসের নেতৃত্ব দিবেন আপনারা? দুনিয়া র সবাইকে তো ছাগু বানানো শুরু করেছেন. ভাওতাবাজি তো অনেক হলো আর কত নিজেদের নিচে নামাবেন?
২| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ আপনার পোস্টে যেখানে ইমরার এইডস বরছেন তখন আপনারে চিন্ছি। আজকালেআইজুরে নিয়া কান্দাকাটি চলতেসে এইটা মার্কেট। যাইহোক মার্কেট ধরতে থাকেন। যখন যেইটা।
৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৫১
িনষ্ঠুর বলেছেন: জি ভাই, যে এইডস ভাইরাসের মত তাকে আমি তাই বলব। সবাই কে তো ছাগু বলছেন আমাকে ও না হয় ছাগু বললেন। কিছু যায় আসে না আপনার কথায় তো আর আমি ছাগু হব না তাই না
৪| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
চানাচুর বলেছেন: ভন্ডদের দল সব!!
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই আইজুটা কেঠা??