![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
থাকেই বা কি করে বলুন? অস্ত্রের ঝনঝনানি, জিম্মি, লাশ এগুলো কারই বা ভাল লাগে? আজ ঘুমুতে পারি নাই।সামান্য ঘুম নষ্ট হয়েছে আমার!যারা জিম্মি ছিল,একের পর এক চোখের সামনে যাদের জবাই করে হত্যা করা হয়েছে!
হায়! আমি বড়ই ভাগ্যবান।আমার কেউ ছিলনা সেখানে।আমার ছোট ভাই,কাজিন, চাচারা সবাই সেইফ ছিল।ভাবলাম যদি আমার ছোট ভাই থাকত আজ সেখানে??? যদি সে বেচেও যেত,সারা জীবন রেস্তরায় খাবার খেতে আমার বুক কাপত!
ফেয়ার এন্ড লাভলীর একটা এড আছে,প্রথম বার এসেছি শেষ বার না।এ ঘটনা বাংলাদেশে প্রথম বার হলেও আমার মনে হয় শেষ বার নয়।
আজ যেসব জঙ্গি নিহত হয়েছে তারা কারো ছেলে কারো ভাই কারো বন্ধু।আমি ভাবছি আজকের পর থেকে সেই জঙ্গির জন্ম দেওয়া মায়ের কি হেনস্তার স্বীকারই না হতে হবে।আজকের পর থেকে সেই মা নিশ্চয় ভাববে কি পাপেই না তার এমন সন্তান হয়েছিল!
সমবেদনা জানাই সবার আগে সেইসব নিরপরাধ অতিথিদের ইসলামিক দিক দিয়ে যাদের হক আমরা আদায় করতে পারি নাই।আপনারা আমাদের ক্ষমা করবেন।
সমবেদনা জানাই সেই দু-জন অাইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাকে যাদের ত্যাগ চিরদিন মনে রাখবে বাংলার মানুষ।
সমবেদনা জানাই তাদের যারা আটকে ছিল বারো ঘন্টা সেই নরকে।
সমবেদনা ছারা এখন আমার কাছে সমবেদনা ছারা আর কিছুই নেই.............
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪
মুচি বলেছেন: ভীতির রাজ্যে আজ আমাদের দেশ।