![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
বাংলাদেশে রাজনৈতিক দলের যে মিছিল হয় সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
১.মূল মিছিল
২.শাখা মিছিল।
মূল মিছিল কি,সেটা জানতে হলে আমাদের আগে জানতে হবে শাখা মিছিল কাকে বলে।
আমাদের দেশের রাজনীতি কৌশল গত কারনে ছোট ছোট অংশে বিভক্ত।যেমন জেলা গ্রুপ,পৌর গ্রুপ,উপজেলা গ্রুপ,কৃষক গ্রুপ,শ্রমিক গ্রুপ.... ইত্যাদু ইত্যাদি।এভাবে কিছু গ্রুপ আবার তিন ভাগে বিভক্ত।যেমন মূল গ্রুপ,যুব গ্রুপ,ছাত্র গ্রুপ।
এখন দেখা গেল কেন্দ্র থেকে একটি প্রোগ্রাম আহবান করল(বিক্ষোভ সমাবেশ)।প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল হবে এবং মিছিল শেষে আলোচনা।
এই মর্মে সব গ্রুপের কাছে চিঠি যাবে।সেখানে সময় নির্ধারন করা থাকবে সেই সময় অনুযায়ী ছোট ছোট গ্রুপ এর বিভিন্ন পদের নেতা কর্মীরা তাদের পরিচিত বন্ধু ছোট ভাই এলাকার লোকজন নিয়ে ছোট ছোট গ্রুপে মিছিল নিয়ে মূল মিছিলের নির্ধারিত জায়গার দিকে অগ্রসর হবে।এটকে বলে শাখা মিছিল।শাখা মিছিলে এক থেকে কয়েকজন পর্যন্ত নেতা থাকতে পারে,বাকি কিছু কর্মী থাকে যারা ভবিষ্যতে বড় নেতা হওয়ার স্বপ্ন দেখে।বাকিরা অনুরোধে আসে।কেউ কেউ শাখা মিছিল মূল মিছিলের সংস্পর্শে আসা মাত্র সটকে পড়ে!
এর পড়েই মূল মিছিল কিছু কিছু জায়গা প্রদক্ষিণ শেষে একটি আলোচনা অনুষ্ঠান এর মাধ্যমে শেষ হয়।
***একান্তই ব্যাক্তিগত মতামত।কাউকে আঘাত অথবা ইঙ্গিত করে নয়।
২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অনেক ধন্যবাদ আলি সাহেব
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৮
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন, এরকম একটি মিছিল শুনতেছি আসতেছে সামনে , জানা থাকল মিছিলের সংজ্ঞ।
ধন্যবাদ