নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

বুক/মুভি রিভিউ "দ্যা স্টোনিং অফ সুরাইয়া এম"

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩



তোমরা কিভাবে এট করতে পার যখন, আমি তোমাদের বন্ধু,তোমাদের সন্তান,তোমাদের মা,তোমার স্ত্রী,তোমাদের প্রতিবেশী "

কথাটি সুরাইয়া নামের একজন মহিলা ইরানে ১৯৮৬ সালে পাথর নিক্ষেপ করে হত্যা করার আগে বলে যান।

ফেরদৌনী সাহেবজান" নামের একজন ইরানিয়ান ফ্রান্সিস লেখক ১৯৯০ সালে"দ্যা স্টোনিং অফ সুরাইয়া এম" বইটি প্রকাশ করলে ওয়ার্ল্ড বেস্ট সেলার হয়।

বইতে একজন ইরানিয়ান নারী কে মিথ্যে দোষারোপ করে পাথর নিক্ষেপ করে হত্যা করার করুন এবং হৃদয় বিদারক সত্যি ঘটনা অবলম্বন করে লেখা।

২০০৮ সালে একজন আমেরিকান পরিচালক 'Cyrus Nowrasteh' এই বই নিয়ে মুভি তৈরী করেন।আইএমডিবি তে মুভিটির রেটিং ৮।মুভিটি ৯ টি নমিনেশন এবং ৫ টি পুরষ্কার জিতে নিয়েছে।

দূর্বল চিত্তের এই আমি একটি মহিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার দৃষ্যটি দেখতে পারি নাই!এতটাই জীবন্ত মনে হচ্ছিল, যেন আমিও সেখানে আছি এবং কিছু ক্ষন এর মধ্যেই নিক্ষেপ করার জন্য আমার হাতেও একটি পাথর তুলে দেওয়া হবে.......


বইটি অ্যামাজন.কম এ এভেলেবল এবং মুভটি ইউটিউব এ দেখতে পারবেন।

ধন্যবাদ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিটি দেখার আগ্রহ জাগিয়ে দিলেন :)

++++

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার মতে সবার এডাল্ট সবার দেখা উচিৎ।ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৯

নোমান প্রধান বলেছেন: দেখতে হবে

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ব্লগ পড়ার জন্য ধন্যবাদ নোমান ভাই।হা দেখুন হৃদয় নাড়িয়ে দেবার মত মুভি।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩

অগ্নি সারথি বলেছেন: মুভিটা দেখা হবে কিনা জানিনা তবে বইটা পড়বার ইচ্ছা রাখি। সংক্ষেপ রিভিউ ভাল লেগেছে।

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অপনাকে অনেক ধন্যবাদ অগ্নিসারথী ভাই।আপনার আশা পূর্ন হোক সেই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.