নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

মানুষ নিয়ে তামাশা বন্ধ করুন!

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭



আমরা বাংলাদেশীরা কোন এক বিচিত্র কারনে মানুষ কে তামাশা অথবা অপমান করে মজা পাই।হয়ত কাউকে পছন্দ হচ্ছে না,তাকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগে যাই।অন্যকে তামাশা হেয় অপমান,সমালোচনা আমাদের এক প্রকারের পৈশাচিক আনন্দ দেয়।

বর্তমান সময়ে হিরো আলম তেমনি এক আলোচনার নাম।সে একজন মানুষ,একজন বাংলাদেশি আমাদের ভাই।তার সখ হল অভিনয়,মিউজিক ভিডিও বানানো।এবং হিরো আলম একজন অসম্ভব সরল মনের মানুষ।হিরো আলম ফেমাস হয়েছেন মানুষের হাসির পাত্র হয়ে।হিরো আলমের সমাজ টিটকারি হিসেবে নিয়েছে,এবং অন্যের কাছে উপস্হাপন করেছে।হিরো আলমের মন এতটাই সরল কেউ আপমান সূচক প্রশ্ন করলেও সে বুঝতে পারে না!



আমরা মানুষের সুন্দর মুখের প্রশংসা করতে পারি,কিন্তু অসুন্দর মুখের নিন্দা করার অধিকার আমাদের নেই।অনেক সুন্দর মুখের কুৎসিত মানুষ যেমন এ দুনিয়ায় আছে,ঠিক তেমনই অনেক অসুন্দর মুখের ভাল মানুষও দুনিয়ায় বিদ্যমান।

ফেসবুক,ইউটিউব যখন হিরো আলম কে বিভিন্ন ভাবে হেনস্তা করছিল ব্যাপারটা তখনও আমার সহ্যের সীমার মধ্যে ছিল।কারন ওখানে ব্রেইনলেস সাইকোর অভাব নেই,কিন্তু যখন টিভি চ্যানেল গুল মশকরা শুরু করল তখন সহ্যের সিমা অতিক্রম করল!এগুল কি সুস্হ মানুষের কাজ??

হিরো আলম ভাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী।আমাকে ক্ষমা করবেন।আপনার জন্য শুভকামনা রইল।যেন আপনি ভবিষ্যতে বাংলাদেশের নামকরা একজন অভিনয় শিল্পি হতে পারেন।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩

আরব বেদুঈন বলেছেন: কুকুর গুলোকে বলার ভাষা নেই

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।আমাদের মানসিকতা পরিবর্নে আমাদের ভূমিকা রাখতে হবে।

২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সহমত! মানুষকে হেনস্তা করা আর অপমান করা যেন আমাদের সংস্কৃতি। ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ।আমাদের এই বাজে সংস্কৃতি পরিবর্তনে আমাদের কাজ করা উচিৎ।

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: হিরো আলম নিজের চেষ্টায় অনেক দূর এগিয়েছে তাকে অজজ্ঞা করা ঠিক না।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।একে অপরের প্রতি সন্মান প্রদর্শনের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারি।

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

নীল আশরাফ বলেছেন: হিরো আলমের মত হিরোগিরি যদি সুদর্শন কোন ছেলেছোকরা করত, তাকে নিয়েও এরকম ঠাট্টা তামাশা হত। এখানে চেহারা বা গায়ের রং কোন বিবেচ্য বিষয় নয়। এটা সিরিয়সলি নেবার কিছু নেই।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।সিরিয়াসলি নেওয়ার মত কারন খুজে পেয়েছি বলেই আমার এই লেখা।আমি মানুষের কথা বলেছি।হিরো আলম উদাহরন মাত্র।

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

খোলা মনের কথা বলেছেন: প্রামানিক বলেছেন: হিরো আলম নিজের চেষ্টায় অনেক দূর এগিয়েছে তাকে অজজ্ঞা করা ঠিক না। প্রামানিক ভাইয়ের সাথে সহমত পোষন করছি

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই।অন্যকে সন্মান করলে নিজের সন্মান বৃদ্ধি পায়।

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: তামাশা কোনদিন বন্ধ হবে বলে আমার মনে হয় না।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ বিজন রয় ভাই।আমরা সবাই মিলে একটু চেষ্টা তো করে দেখতে পারি কি বলেন ভাই?

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

প্রথমকথা বলেছেন: হিরো আলমকে হিরো হিসেবে দেখতে চাই।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।আলম ভাই তো অলরেডি সেলিব্রেটি।

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: চেষ্টাতো প্রতিদিন করছি।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: চেষ্টা ছাড়াতো কিছু করারও নেই ভাই আমাদের।চলুন চেষ্টাই করতে থাকি.......

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সঞ্জয় নিপু বলেছেন: সহমত ভাইজান আপনার সাথে ।
তামাশা অসহনীয় পর্যায়ে চলে গেছে ।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্য করে সহমত প্রকাশের জন্য।

১০| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সবাইকে সম্মান ও মর্যাদার সাথে দেখতে হবে। কথা বলতে হবে।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.