নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

দূর্বল চিত্ত

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮



চিত্ত এত দূর্বল হলে কিভাবে আমি এ সমাজে টিকে থাকব ফ্রান্স?? যে ছেলে কুরবানি দেখে মনকষ্ট পায়!

কিন্তু আগে তো আমি এমন ছিলাম না।একুশ বাইশ বছর কালে আমি চোখ বেধে হাত পিছমোড়া করে বাধা, মাটিতে হাটু গেড়ে বসান অমুসলিমদের তালিবান কতৃক জবাই করা নির্দিধায় দেখতে পারতাম!আর এখন,রিক্সাওয়ালা কে চড়-থাপ্পর দিতে দেখলে আমি এগিয়ে গিয়ে মিউচুয়ালের চেষ্টা করি!

বিশ্বাস করবেন না, আমার হৃদয় এখন এতটাই দূর্বল আমি কোন হরর মুভি দেখতে পারি না।ভয় পাই!অত্যাচার নির্যাতন হত্যা করার ভিডিও থেকে একশত হাত দূরে থাকি।হটাৎ যদি ইউটিউব-ফেসবুকে প্লে হয়ে যায় আমি দ্রুত বন্ধ করে দিয়ে তার চেয়ে দ্রুত ভূলে যাওয়ার চেষ্টা করি।

নেটে সার্চ দিয়ে দেখলাম,সারমর্ম কোন কারনে হৃতপিন্ডের রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়,উত্তেজনাকর কোন দৃশ্য দেখলে হৃতপিন্ডের গতি বেড়ে যায় কিন্তু পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না সেটাকেই দূর্বল চিত্ত বলে।জ্বী হা আমি স্হুল।প্রয়োজনের চেয়ে দশ কেজি বেশি ওজন আমার।কিন্তু আমার সমস্যা ওজন বাড়ার আগ থেকেই!

তাই বলে এত দূর্বল?? সামান্য ব্যাপারে কষ্ট শুরু হবে??টিকে থাকতে আমিষের চাহিদা মেটাতে আমাদের মাংসের দরকার আছে।সেটা একটা উৎসব উপলক্ষে হোক সমস্যা নেই,তিন চারদিন ধরে জানি এই গরুটা কুরবানি হবে।তিন চার দিনের প্রিপারেশন।বাট কুরবাবির সময় আমার অস্হিরতা শুরু হল।এবার আমারও মনে হয় শনির দশা চলছিল।গরুর গলায় ছুড়িটা ঠিকমত পড়ল না।যেখানে জান বের হতে পাঁচ মিনিট লাগে সেখানে সেখানে কাটা গলা নিয়ে গরু মাথা তুলে বসার ভঙ্গি করল,কাটা গলা নিয়ে ফ্যাস ফ্যাস করে হাম্বা হাম্বা করছিল দশ মিনিট ধরে।লোকজন আবার মাথা ধরে শুইয়ে কাটা গলায় আবার কাটাকাটি করছিল, আমি পালিয়ে গেলাম........

দূঃখিত ভায়োলেন্স কিছু লাইনের জন্য।আপনাদের কোন সমাধান জানা থাকলে জানাবেন,কিভাবে আমি আরো ভয়ঙ্কর পরিবেশপরিস্থিতিতে খাপ খাওয়াতে পারি,ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার চিত্তও বড় দুর্বল! গরু, ছাগল যবেহ দেখবো কী মুরগী যবেহ দেখলে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আসেন ভাই,গলায় গলা আর বুকে বুক মেলাই

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে, বিশএস করে এশিয়ায় হিংসা, হত্যা বাড়ছে, সরকারগুলো মানুষের স্বার্থ রক্ষা করছে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সব সময় চেষ্টা করি হিংসা হত্যা থেকে দূরে থাকতে। মরার আগ পর্যন্ত করেই যাব।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: আমার চিত্তও দুর্বল। আমি অনেক উঁচু থেকে নিচে চাইতে পারি না, চোর পিটানো দেখতে পারি না, মাথা ঘুরে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার মত আমার এই সমস্যা গুলও আছে।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.