নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

ধার্মীকতা মানেই কি অন্য ধর্মে ঘৃনা????

০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০



বাংলাদেশ একটি মুসলিম দেশ।এখানে নব্বুই শতাংশ জনগন মুসলমান। এদেশে যেমন বাংলাদেশের প্রতি মানুষের ভাল বাসা আছে তেমনি অনান্য দেশের প্রতিও আছে।

এতে আমার কোন অসুবিধা নেই।এক জনের অন্যকোন দেশের প্রতি ভালবাসা থাকতেই পারে।বাসুক যার যে দেশকে খুশি ভালবাসুক।আরো অনেকের যুক্তরাষ্ট্র, কানাডা,অস্ট্রেলিয়া, সৌদিআরব ইত্যাদি দেশের প্রতি ভাল বাসা আছে।মনে প্রানে ধ্যানে ঙ্গানে মানুষের মনে অন্য দেশের টান থাকতে পারে।এজন্যই ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক।

কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হল,অন্যকে ভাল বাসতে গিয়ে নিজেকে অপমান।আমাদের মূল্যবোধের এতই অভাব যে আমরা কি করলে আমাদের অপমান হয় তা আমরা বুঝি না।

ঠিক যে পরিমানে অনান্য দেশের প্রতি ভালবাসা আমাদের হৃদয়ে আছে ঠিক কয়েকগুন বেশি পরিমানে ইন্ডিয়া এবং হিন্দু অনান্য ধর্মের প্রতি ঘৃনা আছে। আমরা ধরেই নিয়েছি পৃথিবী তথা বাংলাদেশে শুধু মুসলমানরাই বসবাস করবে।এই দেশ এবং পৃথিবী শুধু মুসলমানদের।

আমরা সৌদিআরব নিয়ে স্বপ্ন দেখিনা কারন ইসলামের পূন্যভূমি আমাদের শুধুমাত্র দাস হিসেবে নিতেই আগ্রহী।এরাবিয়ানদের ভীখিরী বলে ডাক আমাদের কানে মধুর মত বাজে!সৌদিরা অন্যধর্ম বাদ দিলাম,মুসলিমদের যে তাদের দেশে নাগরিকত্ব দিতে এলাও করে না তাতে আমাদের মাথাব্যাথা নেই।

বাল্যশিক্ষা আমাদের জীবনে প্রভাব ফেলে না।কারন আমরা শুধু পাস করার জন্য পড়াশুনা করি।পাস করলেই সার্টিফিকেট। সার্টিফিকেট হলেই চাকুরি। আমরা আমাদের জীবন নিয়ে এতটাই স্বার্থপর হয়ে যাই যে অন্য কাউকে নিয়ে ভাবার সময় আমাদের থাকে না।

গত কয়েকদিন ধরে হিন্দুদের সবচে বড় ধর্মীয় উৎসবের পরপরই কিছু ধর্মীয় দাঙ্গার শুরু হয়।প্রথম দাঙ্গার পরে আমি ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলাম না।ভেবেছিলাম সরকার সামাল দেবে এবং দাঙ্গাকারিদের বিচার করবে।

এর পর ঘটে অবাক করা ঘটনা! প্রায় প্রতিদিনই কয়েকজায়গা থেকে দাঙ্গার খবর আসতে থাকে।এবং সর্বশেষ গত বৃহস্পতিবার রাত তিনটায় আবারো ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে মন্দির ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।ব্যাপারটা নিয়ে এখন আমি খুবই চিন্তিত।

কোন এক হিন্দু যুবক ফেসবুকে ইসলাম নিয়ে কুটুক্তি করত এ দাঙ্গার সুত্রপাত।যে যুবকটি এ ঘটনা ঘটিয়েছে সেই যুবকটি বাংলাদেশের আইনে অপরাধী।বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে।জনগন কেন সাধারন হিন্দুদের ওপর ঝাপিয়ে পড়বে??লুটতরাজের জন্য?? হতেও পারে।

একটা সাধারন ঘটনা ট্রাজেডিতে পরিনত হতে সময় নেয় না।ধর্মীয় দাঙ্গা সব সময় খারাপ।ধর্মীয় দাঙ্গায় কিছু লোকের ফায়দা হলেও হাজার হাজার সাধারন মানুষের প্রান যেতে পারে।

আসুন আমরা আমাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলি।স্যালুট জানাই সেই সব বাংলাদেশি ভাইদের যারা নিজের জীবনের পরোয়া না করে দাঙ্গাকারিদের বিরুদ্ধে রুখে দারিয়েছিল।সরকার এইসব দাঙ্গাকারিদের কঠোর বিচারের আওতায় আনবে বলে আমার বিশ্বাস।

অনান্য ধর্মের ভাই বোনেরা আমাকে ক্ষমা করবেন।আমি লজ্জিত।পারলে দেশকেও ক্ষমা করবেন।আপনাদের মাতৃভূমিও লজ্জিত।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

কানিজ রিনা বলেছেন: আসলে বাংলাদেশটা সরজন্ত্রের শিকার,
আমরা যে যার ধর্মকে বিশ্বাস করিনা।
নিজের ধর্মকে বিশ্বাস করলে অপর ধর্ম
ঘৃনা করা যায়না। আর বিশ্বাস নাই বলে
দুর্বলতার সরজন্ত্রে জরিয়ে পড়ি।
প্রতিটা ধর্মই ভাল শিক্ষা দেয়। তাই আমরা
গন্ড মুর্খর দলে বিভক্ত।

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ঠিকই বলেছেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

মারিয়া ফেরদৌসী বলেছেন: পারিবারিক শিক্ষার বড় অভাব। তাইতো দেশের এই অবস্থা।

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্তিত করতে হবে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০১

কালীদাস বলেছেন: লোকজন তো এখন কমেন্ট করা ছেড়ে দিয়েছে ব্লগে। আগের আমলে কি টাইপের কমেন্ট আসত এই পোস্টে দেখেন:


লীগের খচ্চরবৃন্দ: এগুলা সব বিএনপি আর জামাতের কাজ। আওয়ামী লীগ হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।
জামাতি: বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে অন্য ধর্মের জায়গা নাই। সাঈদির মত আলেমকে জেলবন্দি রাখার খোদায়ি গজব এই মন্দিরে আলীগের আক্রমণ।
বিএনপির লেবাসধারী ছাগু: এগুলা লীগের ছাগুদের কাজ। সব মালাউনকে দাদাদের দেশে পাঠানো হবে। তারেক জিয়া আসলে এরা ইন্ডিয়াতে ভাগার সময়ও পাবে না।
এক্সট্রিমিস্ট নাস্তিক: মুসলমানরা জন্ম থেকেই ধর্মান্ধ, অন্য সবার কল্লা ফালানোতেই এরা বেশি পারঙ্গম।
গণ কমেন্টার: সুন্দর লিখেছেন। এরকম আরও লেখা চাই।
আতেল কমেন্টার: আপনার লেখা পড়ে এরিস্টোটলের ধর্ম এবং রাজনীতি বইটার তিনটা শ্লোকের কথা মনে পড়ে গেল, সেখানে প্রাচীন গ্রীসে.....মুটামুটি ২৫/৩০ লাইনের হাইলি টিউনড হাইপোথিসিস আর কোটেশন যার কিছু কিছু পোস্টের সাথে কোন সম্পর্কই নেই.....ভাল লিখেছেন।
গাড়ল টাইপের গণ কমেন্টার/স্বঘোষিত সেরা ব্লগার (রামছাগল): বালছাল লেখা।
কাব্যিক কমেন্টার/রাইটার:
তুমি ধর্মের নামে কেটেছ রগ,
তাই বলে কি আমি খাব না বক?
+++++


কিছু সিরিয়াস বিএনপি, লীগার ছিল অনেক আগে যারা দলের উপরে মনুষত্ব্য কি জিনিষ বুঝত, তাদের কেস আলাদা।
হাজারও কিসিমের ব্লগারের ভিড়ে সাধারণ বাংলাদেশি জনতার কমেন্ট কি হবে সেটাই ভুলে গেছি লাগে /:)

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কালিদাস ভাই আপনার কমেন্ট পড়েই ফ্যান হয়ে গেছি....কমেন্ট করা লাগবে না।আমাদের এখন কাজের সময়।সবাইকে এটা বোঝানও যে,অন্য ধর্মে অবমাননা এক প্রকারের নিজের ধর্মেরই অবমাননা।বাচ্চাদের শেখাতে হবে। পরবর্তী প্রজন্মে যেন আমরা হিংসা বিদ্বেষ হীন একটা দেশ পাই।

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কালিদাস ভাই।ভাল থাকবেন।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:



ইসলাম ও ইহুদী ধর্ম আরবে প্রচারিত হওয়ায়, আরবের মানুষের হিংসার ট্রেডিশন এগুলোতে যুক্ত হয়; এরা অন্য ধর্মকে স হ্য করে না; সেইদিক থেকে অন্য ধর্মগুলোতে সহনশীলতা বেশী।

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হিংসা আমাদের কাম্য নয়।সহনশীলতা সুখের পথ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: .

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ একটি ভাল বিষয় নিয়ে লিখেছেন ।
সব ধর্মাবলম্বি প্রথমে মানুষ । সকল মানুষকে যে সমানভাবে ভালবাসবেনা সেতো প্রথম কথায় মানুষই না তার আবার ধর্ম কিসের । হিংসা পরিত্যাগ করে সকলকে সহনশীলতার মনোভাব নিয়ে ভালবাসতে হবে ।
শুভেচ্ছা রইল ।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ ড:আলি ভাই।আপনাদের প্রেরনা আমার কলমের শান।ভাল থাকবেন।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



সব ধর্মের মাঝে মানুষের নিজেদের এলাকার ট্রেডিশন প্রবেশ করে; আমেরিকান খৃস্টান ও ইতালীয়ানরা একই ধর্মের, তবে ট্রেডিশনে মিল নেই; বাংগালীদের ট্রেডিশন থেকে ইসলাম ভালো হওয়ার কথা ছিল; কিন্তু বাংগালীরা ধর্মের ব্যাপারে আরবী, পাকিস্টানী ট্রেডিশন অনুসরণ করে।

আবার অশিক্ষিতের জন্য ধর্ম, অধর্ম সবই প্রায় সমান।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কথাটা কিন্তু জব্বর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.