![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
আমি এই বিষয়টা নিয়ে গত পাঁচ বছর ধরে ভাবছি।লিখব লিখব করছি,লেখা ঠিক হবে কি না সেটাও ভাবছি।মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটাও আমাকে ভাবিয়েছে।অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেল্লাম।যাই হোক,যে যাই বলুক আমাকে লিখতে হবে।
পাবনা প্রাচীন শহর,একসময় উত্তরবঙ্গের গেট ওয়ে ছিল,পাবনায় এটা আছে সেটা আছে হেন-তেন এই সব কথায় আজ আমি যাব না।এয়ারপোর্ট টা পাবনায় কেন? না পাবনা তে হতে হবে এমন কোন কথা নেই এটা নাটোর,কুষ্টিয়া তে হলেও হবে।কিন্তু পাবনা হলে বেশি ভাল হবে।কেন বেশি ভাল হবে সেটা আমি পরবর্তিতে ব্যাখ্যা করব।
মাননীয় প্রধানমন্ত্রী একটি আন্তর্জাতিক মানের আধুনিক বিমানবন্দর করার জন্য ভাল একটা জায়গা চেয়েছিলেন।কয়েকজায়গায় সাধারন জনগনের বাধার মুখেও পড়েছেন।কিন্তু সেইসব কর্তা ব্যাক্তিদের পাবনার নাম বিবেচনায় ছিল কিনা আমার জানা নেই,যদি না থেকে থাকে তাহলে আমি বলব এই পাবনার নাম তাদের বিবেচনায় রাখা উচিৎ ছিল।কেন উচিৎ ছিল? কারন পাবনায় অলরেডি একটি ডমেস্টিক বিমানবন্দর আছে।
আপনাদের মনে প্রশ্ন হতে পারে,সেটা তো রাজশাহী,যশোরেও আছে? হা,রাজশাহী যশোরেও আছে,আন্তজাতিক বিমানবন্দর সেখানেও হতে পারে আমার কোন অসুবিধা নেই,তবে রাজশাহী থেকে খুলনা এবং যশোর থেকে পঞ্চগড় অথবা পাবনা থেকে খুলনা পঞ্চগড়ের দূরত্ব একটু ভেবে দেখার অনুরোধ করছি।
আমার এই আলোচনা কোন গবেষনা নয়,আমার ধারনাটাই আমি লিপিবদ্ধ করছি।এখানে আমি উত্তরবঙ্গের এবং দক্ষিন বঙ্গের জেলার সুবিধার্থে সেন্টার পয়েন্ট পাবনাকে সমর্থনকরছি।
সাধারন জনগনের একটি টাকা বাচলে তা দেশের অর্থনীতিতে যোগ হয়। আপনারা হয়ত জানেন পাবনা ঈশ্বরদী বিমানবন্দের সাথে লাগোয়া ঈশ্বরদী রেলওয়ে জংশন। যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ বিস্তৃত। তাই বিদেশ গামী/বিদেশফেরত বিমানযাত্রী চাইলেই ট্রেনে সাশ্রয়ী আরামদায়ক ভ্রমন করতে পারে।এতে বিমানযাত্রীর টাকার ও সাশ্রয় হলো,সঠিক টাইম টেবিলের কারনে বিমান যাত্রা বিঘ্নত হবার আশঙ্কা কমে গেল।
যেহেতু ঈশ্বরদী একটি প্রাচিন ব্যাবসায়ীক নগর এবং সেখানে একটা ইপিজেড ও আছে,তাই একটি আন্তজাতিক বিমানবন্দর হলে বিদেশি বিনিয়োগকারিরা সহজে আকৃষ্ট হবে।এবং ব্যাবসার প্রসার ঘটবে।
পাবনায় বিমানবন্দরটি হলে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ মিলিয়ে প্রায় সাতাশটি জেলার সাধারন জনগন ঢাকা বিমুখ হবে,এতে রাজধানী ঢাকার উপর অনেক চাপ কমবে।
এটা শুধুমাত্র একটি প্রস্তাব মাত্র,আমি জানিনা এটা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে কি না,যদি করে তাহলে পর্যাপ্ত গবেষনার প্রয়োজন আছে।আর না করলেও আমার দূঃখ নেই,আমার দায়িত্ব আমি পালন করেছি।আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.