নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

গল্প ও কবিতার কথা!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৬



কবিতা কি কখনও ভালোবাসা হয়?
হয়ত হয়,হয়ত না....
কবিতা কি কখনও গল্প হয়?
যখন মধ্যরাতে ট্রেনের হুইসেল স্টেশন কাপায়,
শত গৃহহীন ক্লান্ত মানুষের ঘুম ছুটে যায়,
তুমি কি তাদের লাল চোখ দেখেছ?
কোন অভীযোগ থাকেনা তাদের,কোন অভীমান,
তারা যখন আবার ঘুমিয়ে যায়,তখন
তখন কবিতা গুলো গল্প হয়,অথবা
গল্প গুলো কবিতা।

আরো কি শুনবে তুমি,গল্প কবিতার কথা?
কবিতা গুলো কবিতা থাকে,
যখন মাতালের গাড়ি ফুটপাতে উঠে যায় মধ্য রাতে,
গৃহহীন ক্লান্ত জীবগুলি শেষ নিশ্বাস ছাড়ে,
অর্থহীনেরা পরাজয় বরন করে,প্রাচুর্যের কাছে।
তখন, কবিতা গুলি কবিতা থেকে যায়।

সেইসব গৃহহীন রাস্তার জীব গুলো,
রাজ প্রাসাদ চায় না,লক্ষ টাকার গাড়ী,
হাজার টাকার কঠিন পানিও চায় না...
তারা মৌলিক অধিকার চায়,মাথার উপর ছাদ
দু-বেলা অন্ন চায় তারা,
তারা কোটি টাকার ট্যাক্স ফাকি দেয় না,
পায় না তারা হাজার কোটি টাকা ঋন,
ঘুমানোর তিন হাত জায়গাও আমরা কেড়ে নেই,
সরকারি জমি দখলের অধীকার কে দিয়েছে তাদের
এত্তোবড়ো সাহস!

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুণ লিখেছেন +

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই কবিতা লেখা ছেড়ে দিয়েছি সেই স্কুল লাইফে।মনের কথা লিখেছি বাট কবওতার মত করে।এটা কোন মতেই কবিতা হওয়ার যোগ্যতা রাখেনা।

২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লেগেছে ।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ব্লগ মাস্টার ভাই,আপনাকে অনেক ধন্যবাদ।আমি কবি নই,মাঝে মাঝে ছোট গল্প লিখলেও কবিতা একদমই লেখা হয় না।

৩| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা। কবিতা ভালবাসাও হয় আবার কবিতা গল্পও হয়।ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মোস্তফা সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবা।আপনাদের প্রশংসা আমাকে লজ্জায় ফেলছে!

৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: /

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.