নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

তিন দিনমজুর রুখে দিলেন মাদক ব্যাবসা!

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫



পাবনা শহর থেকে দুই কিলোমিটার দূরে দোগাছি ইউনিয়ন এর বলরামপুর গ্রাম। কিছুদিন আগেও ছিল মাদকের স্বর্গরাজ্য। ইয়াবা, ফেনসিডিল,গাজা,হেরইন সহ হেন মাদক নেই যা এই এলাকায় পাওয়া যেত না।প্রায় সারাদিন এবং রাতের বেলায় প্রচুর পরিমানে মাদক সেবনকারীর আনাগোনা শুরু হত। নব্য মাদক ব্যাবসায়ীদের কাঁচা টাকার গরমে যখন এলাকার মানুষেরা কোনঠাসা হয়ে দেয়ালে পিঠ ঠেকেছে,ঠিক তখনই এলাকার তিন জন দিনমজুর জীবনের ঝুকি নিয়ে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়ায়।

এর পরই ঘটে সবচেয়ে আশ্চর্য ঘটনা।এলাকার নারী-পুরুষ,কিশোর-যুবক,বৃদ্ধ সকলে দলে দলে এই দিনমজুরদের সাথে যোগ দেন।

সেই তিনজন দিনমজুরের মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে গড়ে তোলা প্রতিরোধ এক মহীরুহতে রুপান্তরিত হয়।মাদক বিক্রয় এবং সেবন প্রতিরোধের জন্য তারা একটি কমিটি গঠন করেছে। বলরামপুর গ্রামের সেই মাদক বিরোধী কমিটি সভা-সমাবেশ,মিটিং-মিছিল এর মাধ্যমে প্রায় প্রতিদিনই নিজেদের উজ্জীবিত করে থাকেন।

পাবনা শহরের স্হানীয় সাংবাদিক এবং আমার স্নেহের ছোট ভাই "রনি ইমরানের" সাথে এই প্রতিবেদন তৈরী করার কাজে আমি সশরীরে ঐ গ্রামে উপস্হিত ছিলাম।মাদক প্রতিরোধ কমিটির সদস্যগন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন,কারন যখন রমরমা মাদক মানিজ্য চলত তখন পুলিশ নিয়মিত টহল দিলেও মাদক ব্যাবসায়ী দের নিবৃত করতে অথবা ধরতে পারে নাই।এই মুহুর্তে প্রশাসনের সাহায্য এলাকাবাসীর খুবই প্রয়োজন।আশা করছি, পাবনা পুলিশ সুপার এবং ডিসি ব্যাপারটি দেখবেন।

সালাম জানাই সেইসব দিনমজুরকে, যাদের প্রতিরোধে একটি ঘৃন্য অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। সরকারের কাছে আবেদন জানাই,এই পাবনা শহরের দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামকে বাংলাদেশের "মাদক বানিজ্য এবং সেবন প্রতিরোধ" মডেল গ্রাম হিসেবে ঘোষণা করুক।এবং এলাকার সেই দিনমজুর দের পুরুষ্কৃত করত সকল প্রকার প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা হোক।

খবরের লিঙ্ক Click This Link

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


ওরা যদি শক্ত হয়ে না থাকে, ২/১ জনকে হত্যা করবে; পুলিশ মাদক ব্যবসায়ীদের পক্ষে আছে।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই কথা বলে জেনেছি,ওরা খুন হবার জন্য তৈরী আছে।ওদের দেয়ালে পিঠ ঠেকেছিলো।কাউকে পরওয়া করছে না।মাদক ক্রেতাদের পিটিয়ে এলাকা ছাড়া করছে।কামনা করি ওরা এক থাক এবং পুরো বাংলাদেশে এমন প্রতিরোধ গরে উঠুক।ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৬

মলাসইলমুইনা বলেছেন: যাক এই খবরটা পরে খুব ভালো লাগলো | এই সাধারণ মানুষগুলোই যদি দেশে পরিবর্তনের শুরুটা করতে পারে | এই পুলিশ ফুলিশ বা প্রশাসন দিয়ে হবে না |সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে |কি পরিমান অবস্থা খারাপ হলে দিন আনি দিন খাই দিন মজুররা রুখে দাঁড়ায় শক্তিশালী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে !

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ওরা বলছিলো রাস্তা ঘাটে চলাফেরার মত অবস্হা ছিল না।বহিরাগত মাদকক্রেতাদের কারনে মোটরসাইকেলের তান্ডবে রাতে ঘুমানো মুশকিল হয়ে পড়ত।এলাকার কিশোরেরা এগুলা দেখে মাদকের প্রতি আগ্রহী হয়ে পড়ছিলো।পুলিশ শুধু টহলই দিয়ে গেছে।কোন কাজ হয় নাই।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: পুলিশ বাহিনি টহল দিয়ে দায় সেরেছে।প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহবান জানাই।আপনি আজ প্রশ্রয় দিলে এই অভিশাপ আপনার ঘাড়েও পড়তে পারে।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমরা প্রত্যেকে যদি এমন সাহসী হতে পারতাম তাহলে দেশটা অন্য রকম হতে পারত।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সত্যি কথা বলতে কি,আমরা ওদের মত সাহস নেই!

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন দিনমজুরকে স্যালুট।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই মন্তব্য করার জন্য।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

এফ.কে আশিক বলেছেন: তিন দিনমজুরকে স্যালুট...
উঠুক কলোরব, প্রতিবাদ প্রতিরোধের ঘন্টা প্রতিধ্বনিত হোক সব খানে সকল অন্যায়ের বিরুদ্ধে...

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা জানবেন।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪

প্রামানিক বলেছেন: তিন দিনমজুরকে স্যালুট।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রামানিক ভাই।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্যাপারটা অনুপ্রেরণীয়।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:০০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সঠিক বলেছেন অয়ন ভাই।ধন্যবাদ আপনাকে,শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.