নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

আপনার পরিচয় কি?

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭



আপনার পরিচয় কি??আপনি বাংলাদেশের নাগরিক?? আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে?? এবং বাংলাদেশী সবুজ রঙের পাসপোর্ট?? যদি এর বাইরে আর কিছুই না থেকে থাকে তাহলে আপনি কিছুই নন।

এই দেশের প্রতিটি ধুলিকনা প্রতিনিয়ত আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবেে।পিষ্ঠ করতে চাইবে।বাঁচার আকুতিতে যখন শ্বাস নিবেন, নাক মুখ দিয়ে ঢুকে পড়বে ফুসফুস অকেজো করে দিতে।

এর বাইরে আপনার আর কোন পরিচয় আছে কি?? আপনি সরকারী কর্মকর্তা?? অথবা কর্মচারী?? তাহলে ধুলাবালি গুলো দূরে থাকবে। তখন হয়ত ইট কাঠ পাথর আপনার প্রতিপক্ষ হবে।

অফিস থেকে ফেরার পথে হয়ত দেশি মুরগি,ইলিশ মাছ নিয়ে বাসায় ঢুকবেন।লুঙ্গি পড়ে,নাভির উপড়ে টোপলা খানেক গিঁট দিয়ে উপুত হয়ে টিভি ছেড়ে বসবেন।জায়গা জমি কিনে অনেকগুলো বাড়ি করার পরিকল্পনা করবেন।

মুটামুটি বাংলাদেশে আপনার একটা ভাল পরিচয় আছে।কোন সরকারি অফিসে গেলে।আপনাকে হেনস্তা হতে হবে না,লাইনেও নাও দাড়ানো লাগতে পারে।সালাম পাবেন সবখানে।

আপনার আর কোন পরিচয় আছে?? বলেন কি! আপনার মামা আমুক দলের অমুক??? সর্বনাশ!! আপনি আগে বলেন নাই কেন?? আগে পরিচয় দিবেন না?? আপনার মামার সাথে এক সময় বট তলায় দাড়িয়ে খুব রঙ চা খেয়েছি।আহ! সেই দিনগুলো। আসুন আসুন, চা খাবে??


কি বলেন ভাই আপনারন চাচা মন্ত্রী/এমপি?? স্যার, আপনি আগে কেন পরিচয় দেন নাই?? স্যার কফি খাবেন?? আমাদের এখানে খুব নামকরা ক্যাপাচিনো কফি পাওয়া যায়।অরিজিনাল ব্রাজিলিয়ান ব্লেন্ড।দিবো স্যার এক কাপ??

কি বলেন,আপনার দুলাভাই প্রশাসন ক্যাডার?? কোন জেলায় আছেন ভাই?? ওহ ঐ জেলায়?? ওখানে তো আমার নানার ভাইয়ের দুলাভাইয়ের শালির ননদএর.........

যদি উপরের কোন ক্যাটাগরিতে না পড়ে থাকেন,তাহলে ঐযে প্রথমে বললাম......

সেনার বাংলাদেশ শুধুমাত্র সোনার লোকেদের জন্যই,সাধারন মানুষের জন্য আর হতে পারল না।

যখন কোথাও গ্রামের সহজ সরল অথবা বৃদ্ধ মানুষের হেনস্তা হতে দেখি আমার বুক ফেটে কান্না আসে,ইচ্ছে করে সব নিয়ম একদিনে পরিবর্তন করি। সেটা আমি পারি না।ইচ্ছে করে সেই বৃদ্ধ মানুষটির হাতে ধরে ক্ষমা চেয়ে বলি, আমি কাপুরুষ যুবক আমাকে ক্ষমা করুন।হে দেশ, আমাকে ক্ষমা কর।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার মুক্ত দেশের আশায় বসে আছি...

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:০১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার মনে হয় জনসাধারনের দেশ বানাতে সরকারের শুধু ইচ্ছাই যথেষ্ট....

২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন সাধারণ মানুষ, সবচেয়ে বেশী মুল্য দিয়েছিেলেন সাধারণ মানুষ; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব এঁদের বিশাল অবদান অনুধাবন করতে পারেননি; সাধারণ মানুষকে সামনে আনতে হলে সাহস লাগে, পদক্ষেপ লাগে, সেগুলো ঘটেনি।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:১৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সময় তো ফুরিয়ে যায়নি,এখন কেন সাহস দেখানো হচ্ছে না?? পদক্ষেপ নেওয়া হচ্ছে না??

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৩:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীতে সবচেয়ে বেশী মসজিদের দেশ এই বাংলাদেশ।
একেবারে গন্ডগ্রামের মসজিদেও টাইলস করা। এসি ফিটেড।
প্রতি বছর দেড়লাখ হজ করতে যায়। পৃথিবীর ২য় বৃহত্তম হাজিদের দেশ।

এদেশকে দরিদ্র দেশ বলা যায়?

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মানুষ ধর্মীয় উপসনা আর উপাসনালয়কে প্রাধান্য দেয় বেশি,অন্য সব কিছুর চেয়ে।এরা সুদ,ঘুস,দূর্নীতির টাকা দিয়ে মসজিদে এসি টায়েলস লাগায়।হজ্জ করে। যারা গরীব তারা জমি বিক্রয় করে হজ্জ করে।

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সব নিয়ম একদিনে পরিবর্তন করি।

কোন কিছুই একদিনে হওয়া উচিৎ নয়। যা একদিনে আসে, তা টেকসই নয়।

ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অবস্যই, আমরা দশ বিশ বছরের পরিকল্পনা নিব।বৃদ্ধ মানুষগুলা জোয়ান ছেলেপেলেদের সাথে লাইনে দাড়িয়ে কাজ করবে।এই নিয়ম পরিবর্তন করতে আমাদের মিনিমামা ৩০ বছরের পরিকল্পনা হাতে নিতে হবে।ধন্যবাদ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " সময় তো ফুরিয়ে যায়নি,এখন কেন সাহস দেখানো হচ্ছে না?? পদক্ষেপ নেওয়া হচ্ছে না??"

-বিপ্লবী মনোভাব সব সময় থাকে না

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সাধারন মানুষকে সামনে আনার পদক্ষেপ নেবার জন্য বিপ্লবী মনোভাব দরকার???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.