নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

রবি\'র প্রতারণা

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:১৭






বাংলাদেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোর ইন্টারনেট সেবা ব্যাবহারকারি বান্ধব নয়।এ অভিযোগ সবার।গত কয়েকদিন আগে আমি আরো বিব্রত একটি পরিস্থিতির সম্মুখীন হই।

বাসা এবং অফিসে ব্রডব্যান্ড সার্ভিস ব্যাবহার করি।ফিল্ডে কাজে গেলে হয় বিপদ।জরুরি নেট প্রয়োজন হলে আমাকে সেলুলার ডাটা প্যাক কিনতে হয়।

গত ০৯.০৩.২০১৮ তারিখে সেলুলার ডাটা প্যাক কিনতে আমি রবির *৮৪৪৪# ব্রাউজ করি। বিভিন্ন ধাপ অনুসরন করত আমি সবচে সুইটেবল একটি প্যাকেজ আমার চোখে পড়ে, প্যাকেজটিতে লেখা ছিল "১জিবি ডে ১৯ টাকা" এতে আমি প্রভাবিত হই এবং এই প্যাকেজ কেনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করত আমি আরো ডিটেইলস তথ্য পাবার আশায় অগ্রসর হই,এবং অগ্রসর হয়ে দেখতে পাই রবি এক জিবি ডাটা বিক্রয় করছে ১৯ টাকায় +ভ্যাট এবং মেয়াদ তিন দিন।

সন্ধ্যা সাতটার দিকে আমি প্যাকেজটি এ্যাক্টিভেট করি এবং প্রায় সাথে সাথে নেট অন করে দেখি আমার মোবাইল অনলাইন সংযোগ পাচ্ছে না! আমি খুবই আশ্চর্য হয়ে বারংবার সব চেক করত রবি সেবা কেন্দ্রে ফোন দিয়ে এর ব্যাখ্যা জানতে চাইলাম।

রবি সেবা কেন্দ্র থেকে আমাকে জানানো হলো "এই অফারটি সকাল ৬ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রযোজ্য। আমি বললাম খুবই ভাল কথা,আপনাদের অফার আপনারা যেভাবে খুশি সাজান,আমার কোন সমস্যা নেই,কিন্তু আপনারা ডিটেইলস কেন লিখলেন না?"

রবি সেবা কেন্দ্রের সেবা দান কর্মী আমাকে কোন সন্তোষ জনক জবাব দিতে পারে নাই।আমিও নাছোর বান্দা, জবাব নিয়ে তবেই ফোন রাখব,অবশেষে সিস্টেম খুব দ্রুত আপডেট করা হবে বলে আমাকে কথা দেয় এবং তার প্রায় তিন দিন পর আজ এখনও এই অফারটি একই অবস্হায় আছে!!!

না জানি আরো কত মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন।

আমি জানিনা সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো সাধারন গ্রাহকের সাথে এহেন আচরণ করে কতটুকু কি ফায়দা লুটতে পারে! কত টাকাই বা তারা এভাবে গ্রাহক ঠকিয়ে আদায় করতে পারে??

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৫

গোলাম রাব্বি রকি বলেছেন: ভোক্তা অধিকারে অভিযোগ করতে পারেন যদি আপনার প্রমাণ করার সামর্থ্য থাকে ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গোলাম রাব্বি রকি ভাই আমি তো ছবিও আপডেট দিয়েছি।এটা কি প্রমানের জন্য যথেষ্ট নয়???

২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:৪০

শাহিন-৯৯ বলেছেন: সব অপারেটরা প্রায় এমন, আমি বাংলালিংক ইউজ করি, এটা মোটামুটি অন্যদের চেয়ে ভাল (আমার মতে)

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: শাহিন ভাই শুনে প্রিত হলাম।রবিও মুটামুটি ভাল শুধু কাস্টমারদের সাথে প্রতারনা বাদে

৩| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশী অপারেটরদের অফার সম্পর্কে জানতে হলে রীতিমত ছোট খাটো গবেষণা করা লাগে...

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বিমাতাআ ভাই, গ্রাহক একত্রিত হয়ে ব্যাবস্হা নিলে এক দিনেই সব মোবাইল অপারেটর সোজা করে ফেলা সম্ভব।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সস্তার তিন অবস্থা!!!!
যাই হোক, রবির প্যাকেজ জিপির চেয়ে ভাল।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: প্যাকেজ ভালো হলেও নেট স্লো,সো এখানে জিপি এগিয়ে।নেটে ছাড় দিলাম,এখানে টাকা পয়সায় তো একটু সুবিধা আশা করতেই পারি,কি বলেন ভাই???

৫| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৬

বারিধারা ২ বলেছেন: সরকার ইনকামের আর কোন উৎস না পেয়ে মোবাইল কোম্পানিগুলোকে মেরে মেরে খাল বানিয়ে দিচ্ছে। ৪৫%ট্যাক্স, ১৫% ভ্যাট, ৩% এস ডি, ১% সারচার্জের পর আবার নিয়মিত শুরু করেছে থ্রি জি/ ফোর জি ফ্রিকোয়েন্সি হাজার কোটি টাকায় নিলামের উৎপাত।

সরকার তো হাতালেই পেয়ে যায়, কিন্তু কোম্পানিগুলো পাবে কোথায়? তাই নীরিহ গোবাচেরা কাস্টমারদেরকেই মেরে খায়। আর এ ব্যাপারে সরকারের কাছে অভিযোগ করেও কোন ফায়দা হবেনা - কারণ দিনশেষে লাভের গুড় ঐ সরকারই পায়।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সচেতন নাগরিক হিসেবে এ অন্যায় মেনে নেওয়া যায় না....

৬| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

সুমন কর বলেছেন: ওরা তো ১ টাকার কমের জিবি, ১০০/২০০/৩০০ টাকায় বিক্রি করে। সব ধান্ধাবাজি !!

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সরকারও জেনে বুঝে এদের প্রশ্রয় দেয়....

৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে এমন কোনো ব্যবসায়ী নাই যে প্রতারনা করে না।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সচেতন নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে,কি বলেন??

৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেটের জন্য এখন বাংলা লিঙ্ক সেরা। ৪৫ টাকায় ২ জিবি ৭ দিন।
বাকি সব ঠকবাজ। রবি দিয়ে নেট চালানো আর শামুকের পিঠে চড়ে বিশ্ব ভ্রমনে বের হওয়া সমান কথা ।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই লংটাইম চালাই ওয়াইফাই,অল্প সময়ের জন্য অপারেটর চেঞ্জ করা সম্ভব নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.