নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

কোটা বাতিল নয়, চাই কোটার সংস্কার

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১১



বাংলাদেশে অনেক সমস্যা থাকলেও সহনশীল বাঙ্গালি জাতি বর্তমানে কোটা সংস্করণে উঠে পড়ে লেগেছে।যদিও কোটা সংস্করণে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে, তবুও সাধারন জনগনের এ আন্দোলনে মৃদু সায় আছে বলে আমার মনে হয়।

কোটা ছাড়াও বাংলাদেশের সরকারি চাকুরি পেতে আরো কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।এগুলো ওপেন সিক্রেটের মত সমাজে মানুষের মুখে মুখে ভেসে বেড়ায়,কাগজে কলমে অভিযোগ যে আসে না তা নয়।বর্তমান দেশে সরকারি চাকুরিটা অনেকটা এরকম,যে আপনাকে মেধাবী হতে হবে,মামা চাচার জোর থাকতে হবে এবং সর্বশেষ টাকা পয়সার জোর থাকতে হবে।এ তিনের সঠিক সমন্বয় হলেই হয়ত আপনি একটি সোনার হরিণ পাবেন।

সরকারের বুঝতে হবে,সঠিক ভাবে দেশ চালাতে এবং দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মেধাবী চাকুরে অনেক ভূমিকা রাখে।

দূর্নীতির মাধ্যমে পরিক্ষায় পাশ করা, অথবা চাকুরি পাওয়া মানুষ থেকে ভালো কিছু অন্তত আমি আশা করব না।

ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যত।এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ এর বিকল্প নেই।

তাই সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র কাছে আমার অনুনয় আবেদন,এত বড় অংশ ছাত্র ছাত্রী,সাধারন মানুষের চাওয়া কে মূল্য দিয়ে কোটা ব্যাবস্থা সংস্করণ করুন, এই আন্দোলন সুযোগসন্ধানী দালালদের বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠার আগেই।

ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৯

পিকো মাইন্ড বলেছেন: ভবিষ্যত নিয়ে জাতি উদ্ধিগ্ন । শুধু প্রতিবন্ধি কোটা ছাড়া বাকি সব অহেতুক এবং কষ্টকর ।

০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কোন কোটার মধ্যে পড়ে না এমন মানুষের সংখ্যা বেশি।আন্দোলন জোর পায়।সরকার বেশির পক্ষ নিলে বুদ্ধিমানের কাজ করবে।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে মেধাবী নেই, আছে কিছু ভালো ও পড়ুয়া ছাত্র।

সরকারী চাকুরীতে গেলে কেহ কাজ করে না; ফলে, মেধা বা লেদার দরকার নেই; মানুষকে আয় করতে হয়, তাদেরকে চাকুরী দেয়া হোক; মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকার আলাদা ব্যবস্হা নিক, ওদের কোটা বনদ্ধ করা হোক।

০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বাংলাদেশে মেধাবি নেই,এই কথা আমাকে আহত করেছে।

সরকারি চাকুরিতে কেহ কাজ করে না,সহমত।কাজ করার জন্য মানুষিকতা লাগে।দূর্নীতি করে চাকুরিতে ঢুকলে সে মানুষিকতা আসে কিভাবে??

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা বিপক্ষে কিছু বললে তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তাহলে চেতনা ধারীদের পায়ে ধরে বলব,আমাকে যা খুশি বানা ভাই,রাজাকার বানাইস না।
তবুও আমি কোটার বিপক্ষে বলব।কারন আমার মত দেশের সিংহভাগ মানুষের কোটা নাই।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: সিংহভাগই বিরোধী রাজনৈতিক দলের, শুধু সরকার কে বেকায়দায় ফেলতে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস মাত্র।

পুলিশ দরকার নেই - এরা সিমপ্লি ছাত্রলীগের ক্যাডারদের সামনেই টিকতে পারবেনা।
পিছিয়ে পড়া জনগোষ্ঠিীর কোটাতেও সহমত জানাই।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: রাজিব ভাই,আপনার মন্তব্যের সাথে আমার ব্লগ পুরো মিলে গেছে,আমিও সেটাই চাই।সরকার গুলি ফুলি করে কেন সুযোগসন্ধানীদের সুযোগ করে দিচ্ছে??বুঝতে হবে ওরাও তো এটাই চাইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.