নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

বল্টু যেভাবে আর্জেন্টিনার ফ্যান হলো

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭



রম্যরচনা

বল্টু যখন চান্স পেয়ে সরকারি স্কুলের ক্লাশ থ্রিতে ভর্তি হলো,তখন বেশ ভালই বিপদে পড়ল।সদ্য কিন্ডার গার্টেন থেকে আসা বল্টু ভেবেছিলো, এখানে সবাই মেধাবী এবং ওর মতই শান্ত-শিষ্ট-লেজ বিশিষ্ট হবে।

কিন্তু বল্টু প্রথম দিন ক্লাশে এসে বুঝল ও সাক্ষাৎ নরকে এসে পড়েছে।যেন বেছে বেছে শয়তানের হাড্ডি গুলোকে এনে ক্লাশে জড়ো করা হয়েছে।স্যারের অবর্তমানে ক্লাশে কি চলে না,সার্কাস থেকে শুরু করে সহপাঠিদের হাত-পা ধরে পেটানো খুবই সাধারন ব্যাপার।ক্লাশে স্যারের লেকচারের সময় পেছনের বেঞ্চ থেকে গানের সুর ভেসে আসে,আরো আসে গালির আওয়াজ।মাঝে মাঝে ফোরডি ফিলের জন্য গালাগালির সাথে মাথায় টোকাও পড়ে।

ক্লাশের বদমাইশদের যে হেড ছিলো তার নাম ছিলো আদি।সবাই আড়ালে আবডালে ঠুয়া আদি বলে ডাকত।কারন সে সবার মাথায় আঙ্গুলের পেছন দিক দিয়ে আঘাত করত।গাঁট্টাগোট্টা পেটানো শরীর, ওর সাথে কেউ লাগতে যাবার কথা স্বপ্নেও ভাবত না।এই আদিই একদিন বল্টুর ব্যাগ নিয়ে ফুটবল বানিয়ে খেলেছে,এবং ব্যাগটি যখন বল্টু আনতে যায় তখন আবার ব্যাগটি হ্যান্ডবল বানিয়ে বল্টুকে মাঝে চোর বানিয়ে সবাই গোল হয়ে বল্টুকে খুব খাটিয়েছে।

হটাৎ একদিন আদি ক্লাশে ব্রাজিলের পতাকা নিয়ে এসে ঘোষণা দিলো সে ব্রাজিলের সাপোর্টার।আদির হাতে ঠুয়া খাওয়া সবার কাছে ব্রাজিলের হলুদ রঙের পতাকাটা জলন্ত অঙ্গির মত লাগল।যেহেতু বল্টু খেলাধুলার তেমন কিছু বোঝে না এবং জানেও না তাই সেদিন ক্লাশে সে চুপচাপই ছিলো।
পরদিন যখন আদির এন্টিপার্টি একটি নীল সাদার আর্জেন্টিনার পতাকা নিয়ে ক্লাশে এলো বল্টু নীল আকাশের মাঝে ভেসে চলা সাদার মেঘের ভেলায় সওয়ার হলো,এবং ক্লাশে সেদিন খুব আর্জেন্টিনা আর্জেন্টিনা বলে চেঁচিয়ে লাফিয়ে ডিগবাজী দিয়ে শান্ত ছেলের খাতা থেকে নিজের নাম কেটে আর্জেন্টাইন সমর্থকের খাতায় নাম লেখালো।

এই হলো বল্টুর আর্জেন্টিনা সাপোর্ট করার কাহিনি।তবে সে যতনা না আর্জেন্টিনা সাপোর্টার,তার চেয়ে বেশি ব্রাজিল হেটার ঐ আদির কারনে।বল্টুর বাকি ইতিহাস আর একদিন লিখব (আর্জেন্টিনা সাপোর্ট করে তার বর্তমান অবস্থা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খারাপ না।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১:০৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই এটা একটা ফান পোস্ট...ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৮

লিট্রিমিসটিক বলেছেন: বল্টুর বাকি ইতিহাস জানার অপেক্ষায় রইলাম।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১:০৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বল্টুর বাকি ইতিহাস বলে ভাই বেরাদারদের আর কষ্ট দিতে চাই না..... ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:০৩

আখেনাটেন বলেছেন: বল্টুর আজকে গজবের দিন মনে কয়। :P

০১ লা জুলাই, ২০১৮ রাত ১:০৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গজব মনে হয় একটু বেশিই হয়ে গেল...

৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: আজ আর্জেন্টিনা তিন গোল দিয়ে জয়ী হবে।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১:০৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার কথা ফলেছে,আর্জেন্টিনা তিন গোল দিয়েছে বাট চার গোল খেয়ে হেরেছে।সমবেদনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.