![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
হ্যা তবে নিকৃষ্ট শরের তালিকায় প্রথম থেকে।বসবাসের অনুপযুক্ততায় প্রথম স্থানে থাকা শহরটি হল সিরিয়ায় দামেস্ক, যে শহরের বাসিন্দারা মাথার উপর বোমা পড়ার সম্ভাবনা নিয়ে ঘুমায়, আমরা অলমোস্ট পঞ্চাশ বছর স্বাধীন হয়ে
*রাজনৈতিক অস্থিতিশীলতা,
*দূর্নীতি,
*প্ল্যানিং এর অভাব,
*অপরিকল্পিত নগরায়ন,
*অপরিকল্পিত শিল্প ব্যাবস্থাপনা
*দেশের মানুষের সদিচ্ছার অভাব
*আন্দোলন সংগ্রাম
*জঙ্গিবাদ
*প্রশাসনিক অবহেলা
ইত্যাদি কারনে কোন রকম যুদ্ধ বিগ্রহ না করেই ঢাকা তালিকার দ্বিতীয় স্থানে থেকে স্বস্তির নিশ্বাস ফেলছে।সেই কলম চুরি করে দৌড়ে ফাস্ট হওয়া এবং দুই জন ছাত্রের মাঝে সেকেন্ড হওয়া কৌতুকের কথা মনে পড়ল।
সরকার বিগত দশ বছর ক্ষমতায় আছে।এ দায় সরকার কি করে এড়াবে??
জানি অনেক সময় এ ধরনের প্রতিবেদন রাজনৈতিক সমিকরন এবং ক্ষমতার প্রভাবে পরিবর্তন হয়।তবে ঢাকা যে আইসিইউ তে ধুকতে থাকা একটি বাসযোগ্য নিচের সারির শহর এটা বুঝতে কোনরুপ প্রতিবেদনের দরকার হয় না।সাধারন মানুষ মাত্রই তা বুঝতে পারে।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বিগত ১৫-২০ বছর ধরে বাংলাদেশ এবং ঢাকা দূর্নীতি এবং নিকৃষ্ট শহরের তালিকায় স্থান পাচ্ছে।কিন্তু রাজনীতিক কর্তা-ব্যাক্তিদের কোন বিকার নেই।
২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টক শো-তে ফেনা তুলে ফেলা হচ্ছে ঢাকামুখীতা কমানোর জন্য। সচিবালয়, ক্যান্টম্যান্ট, গার্মেন্টস এগুলো স্থানান্তরের জন্য। তবুও কারো কোন হুঁশ নেই। এটা একটা দেশের রাজধানী বলেই মনে হয় না...
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সরকারি নীতি নির্ধারকেরা ঘুমে থাকেন!
৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই শুধু আপনার একার নয়,সবারী দম বন্ধ হয়।
৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩
ঢাবিয়ান বলেছেন: সব গুজব। সরকার পতনের ষঢ়যন্ত্র
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ডাইলগ পুরোনো হয়েছে।নতুন কিছু বের করা উচিৎ।
৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫
ঈশ্বরকণা বলেছেন: ৫৭ ধারায় মামলা খাবার শখ হলো কেন আপনার ? শুধু গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি !
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষিত মানুষ।উনি গঠনমূলক সমালোচনা এবং ব্যাক্তিগত রাজনৈতিক ফায়দা তোলার আক্রমন এর অর্থ বোঝেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
আখেনাটেন বলেছেন: কোন রকম যুদ্ধ বিগ্রহ না করেই ঢাকা তালিকার দ্বিতীয় স্থানে থেকে স্বস্তির নিশ্বাস ফেলছে।সেই কলম চুরি করে দৌড়ে ফাস্ট হওয়া এবং দুই জন ছাত্রের মাঝে সেকেন্ড হওয়া কৌতুকের কথা মনে পড়ল। -- এগুলো জ্ঞানপাপীদের চউক্ষে পড়বে না। এগুলো নিয়ে আবার কেউ বললেও ঘেউ ঘেউ করে তেড়ে আসবে উচ্ছিষ্টভুগীদের দল। আজব এক পরিবেশে হেঁটে চলেছি আমরা।