![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
মাগো আর পারছি না রে,
এক মুঠো ভাতও কি হয়নি যোগাড়
অথবা একটি সুকনো রুটি
আমি না হয় পানি ভিজিয়ে খাবো।
বাবা কি ঘরে ফিরেছে মা,
চাল বাজার নিয়ে?
ভাত তুলে দিলে মাড় টুকু দিও আগে
ক্ষুধায় যে আমার মরনের নেশা জাগে।
মাগো মা,শুনতে কি পাও না,
দিওনা আমায় ফাঁকি,
চেয়ে দেখোনা আটার ঝুলিতে
চালের কৌটায়
কিছুই কি নেই বাকি?
আমার যে ঘুম আসছে মা
গভীর ঘুম,জাগবো না আর
আসবো না ফিরে, তোদের মাঝে
বাবা যখন ফিরে আসবে সাঝে
বলিস আমি আনতে গিয়েছি ফুল
গাঁথব মালা,বিরহের সুর বাজে।
১২ ই মার্চ, ২০২০ রাত ৯:২৮
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১২ ই মার্চ, ২০২০ রাত ৯:২৯
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৩| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
করুণ। এইভাবেই দিন পার হয়।
সুন্দর লিখেছেন।
১২ ই মার্চ, ২০২০ রাত ৯:২৯
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩
নেওয়াজ আলি বলেছেন: বস্তুনিষ্ঠ লেখা।