নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাপানের জন্য শোক

লিবিয়ায স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।

আফরিন জাহান

You must remember that, you fighting against destiny. You have to make your own future.

আফরিন জাহান › বিস্তারিত পোস্টঃ

ঈদে সবাই বাড়ি যাচ্ছে

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

ঈদে সবাই বাড়ি যাচ্ছে । অফিস আছে বলে আমি যেতে পারছিনা, যারা মিডিয়া বোঝেনা তারা বলে ঈদের দিন কিসের অফিস? যাদেরকে বোঝানো পণ্ডশ্রম তাদের বোঝাই না কিন্তু যাদেরকে বোঝাতেই হবে তাদেরে প্রশ্ন করি, ঈদের দিন কি নিউজ দেখেন ? তারা বলেন, দেখিতো । জানতে চাই নিউজে কি পুরনো সংবাদ দেখেন নাকি নতুন কিছু? তারা বলেন, অবশ্যই নতুন । এবার আমি বলি নিউজগুলা দেয় কারা জানেন? আমরা । এবার হতাশ হয়ে তারা বলেন, ঈদের দিনেও ছুটি নাই এইডা কোন চাকরি হইল?' আমি মনেমনে বলি আসলেই এই পেশাটাকে একসময় চাকুরি বলা হত না । পূঁজিবাদী সমাজ ব্যবস্থা একে চাকুরি নামক শেকলে আবদ্ধ করেছে,তাইতো সংবাদপত্র অফিসে এখন কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় আবার অফিসে আসা যাওয়ার সময় জ্ঞান থাকতে হয়। কারণ এটা সাংবাদিকতা নয় চাকুরিদিকতা ।

তবে ভালো লাগে বলেই এই পেশায় এসেছি। তাই আমি আমার পেশাকে ভালবাসি । কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে মনে হয় এই বেশ ভালো আছি,আবার কখনো মনে হয়

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: নিজে ঈদে কারো সাথে কুলাকুলি করি না। কিন্তু হাসিমুখে কোলাকোলি করা মানুষজনকে ইদের দিন টিভিতে দেখা যায়। খারাপ লাগেনা।

মন খারাপ কইরেন না, বইন। আমরা আপনার সেক্রিফাইস বুঝি।
ঈদ মুবারক টু ইউ, আপু। :-B

২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

শামীম সুজায়েত বলেছেন: এত অল্প বললেন কেনো। আরও বলতে পারতেন। ভাল লাগছিল পড়তে।
যাইহোক, এটাই বাস্তবতা। পেশার প্রতি ভালবাসা থাকলে আসলে পারা যায়। ত্যাগ করতে ইচ্ছে করে।

অন ডিউটিতে ভাল কাটুক আপনার ঈদ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: শামীম সুজায়েত বলেছেন: এত অল্প বললেন কেনো। আরও বলতে পারতেন। ভাল লাগছিল পড়তে।



ঈদের আগাম শুভেচ্ছা....!!

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

মামুন রশিদ বলেছেন: ঈদ শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.