![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You must remember that, you fighting against destiny. You have to make your own future.
শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ অধ্যুষিত দেশ গুলোতে অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করে থাকে।বিশেষ করে এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহে নেপাল, সিঙ্গাপুর,ভিয়েতনাম,থাইল্যান্ড, কম্ভোডিয়া, মালয়শিয়া, শ্রীলংকা, ভুটান,মিয়ানমার,জাপান, ইন্দোনেশিয়া,ভারত ইত্যাদি।বুদ্ধ জন্মোৎসব হলেও মূলত: বুদ্ধের জন্ম,বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের ত্রি’স্মৃতি বিজড়িত দিবস হিসাবে পালিত হয়। বাংলাদেশেও বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হিসেবে বৌদ্ধ অধ্যুষিত এলাকায় উদযাপিত হয়।বিশাখা নক্ষত্র যোগে বুদ্ধের জন্ম হয়েছিল বলে অনেকে বৈশাখী পূর্ণিমা হিসেবে এ উৎসবকে অভিহিত করেন। এদিন বাংলাদেশ সরকার সরকারী ছুটি ঘোষণা করেছে।
এ বৎসর অর্থাৎ ২০১৪ খ্রি: বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা দিবস ১৩ ও ১৪ মে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে।৭-১১ মে ২০১৪ The United Nations Day of Vesak International Council ভিয়েতনামের Ha Noi শহরে অনুষ্ঠিত হচ্ছে।জাতি সংঘ এ দিবসটি আর্ন্তজাতিক দিবস হিসেবে ঘোষণার পর বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে।গত বৎসর ২৪ মে ২০১৩ দিবসটি উদযাপিত হয়।নিউইর্য়ক জাতিসংঘের সদর দপ্তরেও বিশ্বের বিভিন্ন দেশের অংশ গ্রহণে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।
থেরবাদী বৌদ্ধরা চান্দ্র মাসকে অবলম্বণ করে দিবসটি উদযাপন করে।আর মহাযানী বৌদ্ধরা বিশেষ করে চীন, জাপান, হংহং, ম্যাকাউ,তাইওয়ান চাইনিজ Lunar ক্যালেন্ডার অনুসরণ করে।১৯৫০ সালে বিশ্ববৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ বৈশাখকে বুদ্ধের জন্ম বার্ষিকী হিসেবে প্রথম কলম্বোতে আর্ন্তজাতিক সন্মেলন করেন।তাদের আবেদনে নেপালের রাজা ঐ দেশে বুদ্ধের জন্মবাষির্কী হিসেবে সরকারী ছুটি ষোষণা করে।ভগবান বুদ্ধকে পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানবতাবাদী হিসেবে মনে করে থাকেন।
বিভিন্ন দেশে বুদ্ধ পূর্ণিমাকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেন।ইংরেজীতে এভাবেই লিখে থাকে Vesakha, Vesak,Wesak, Waisak, Visakah Puja, Vaishaka, Buddha Purnima, Visakha Bucha, Saga Dawa,(fodan), FatDaehb and Wei SaiJie ইত্যাদি।মহাযানী বৌদ্ধরা ঐতিহ্য গত ভাবে Vaisakha সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত।সিংহলী বৌদ্ধরা Vesakha কে Vesak অথবা Wesak হিসেবে অভিহিত করে। বাংলাদেশ ,ভারত,নেপাল এটাকে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা , বুদ্ধ জয়ন্তী বলে থাকে। জাপানে Hanamatsuri, কোরিয়াতে Seokka Tanshin-il (Hanja), চীনা ভাষাবাসীরা Mandarin,Dodan, Cantonese:Fat Daahn, ভিয়েতনামীরা Phat Dan, তিববতি বৌদ্ধরা Saga Dawa(sa ga zla ba) বার্মিজরা (Kasone la- pyae Bodanet) ঐতিহ্যগত ভাবে বার্মিজ ক্যালেন্ডারের দ্বিতীয় মাস, কম্ভোডিয়ান বৌদ্ধরা Visak Bocher in Khmer হিসেবে,লাওসের বৌদ্ধরা Vixakha Bouxa in Laotian,থাইল্যান্ডের বৌদ্ধরা Visakhah Puja অথবা Visakho Bucha, ইন্দোনেশিয়ার বৌদ্ধরা Waisak আর মালয়শিয়ান বৌদ্ধরা শ্রীলংকান বৌদ্ধদের দ্বারা প্রবাবিত হয়ে Vesak/Wesak হিসেবে অভিহিত করে থাকে।
জাপানের বৌদ্ধরা ব্যতিক্রমীভাবে একটা নিদিষ্ট তারিখ অবলম্বণ করে দিবসটি উদযাপন করে থাকেন।তারা মনে করেন জন্ম দিন একটা নিদিষ্ট তারিখে হয়ে থাকে,তার সে তারিখটি ৮ এপ্রিল নির্ধারিত।প্রতি বৎসর ৮ এপ্রিল তারা নির্ধারিত দিনে দিবসটি উদযাপন করেন। ঐদিন কোন সরকারী ছুটি নাই। ঐচ্ছিক ছুটি যা প্রয়োজন মতো নিয়ে থাকেন। Vesakha সংস্কৃত ভাষায় আর জাপানী Hanamatsuriকে Kanbutsu-e. Goutan-e, Busshou-e, Yokubutsu-e,Ryuge-e. Hana-eshiki অভিহিত করে থাকেন।
দিবসটিকে মহিমান্বিত করতে বিশ্বের বিভিন্ন দেশে শুভ বুদ্ধ উদযাপিত হয়।
বাংলাদেশেও বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
২| ১৩ ই মে, ২০১৪ রাত ১:১৭
জাফরুল মবীন বলেছেন: তথ্যবহুল ও শিক্ষণীয় পোষ্ট।প্রিয়তে রাখলাম।ধন্যবাদ লেখিকাকে।
৩| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:০৮
শরৎ চৌধুরী বলেছেন: http://sougataonline.com/?p=1763
রেফারেন্স মনে হয় এটা হবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ রাত ১২:২৬
নিশা মাহমুদা বলেছেন: থ্যাংকস , অনেক কিছু জানলাম