![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You must remember that, you fighting against destiny. You have to make your own future.
ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে ওবামা বলেছেন, বিশ্বে যখনই কোনো সঙ্কট সৃষ্টি হয় তখনই যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না বা করা উচিত না। তবে ‘বিরাট আকারে’ সহিংসতা হলে যুক্তরাষ্ট্র ‘অন্ধ’ হয়ে থাকতে পারে না।
বিশেষ করে ইরাকি সরকার যখন সাহায্য প্রার্থনা করে।
তাহলে ফিলিস্তিনে ঈসরাইল কি করছে মি: ওবামা? ওবামা জন্মগ্রহণ করেছে মুসলিম পিতার ঔরসে কিন্তু মুসলিমদের প্রতি তার ঘৃনার কোন শেষ নেই, কেন? তিনি নিজেকে খ্রিস্টান পরিচয় দিতেই গর্ব বোধ করেন। তার যত অর্জন সব নাকি মায়ের অবদান। জানি এ লেখা তিনি পড়বেন না যদি পড়তেন তবে জানতে চাইতাম আচ্ছা মি: ওবামা আপনার জন্মও কি শুধু মায়ের অবদানের কারণে? আপনি ঈসরাইলী নীতিতে বলতেও পারেন হ্যাঁ এখানেও শুধু আমার মায়ের অবদান। এটাও এখন আর বিশ্বাস করতে কষ্ট হয় না।
মিস্টার প্রেসিডেন্ট আপনার কাছে কি ফিলিস্তিনি সরকার সাহায্য প্রার্থণা করেনি? আমার বিশ্বাস করেনি, করলে হয়তো ফিলিস্তিনের এত নারী, শিশু ও পুরুষ নির্বিচারে হত্যা করার পরও আপনি চোখ বন্ধ করে থাকতে পারতেন না।
মিস্টার ওবামা আবারও বলছি এই লেখাটি আপনি পড়লে আপনাকে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই হতে বললাম না। বলতাম আপনি আগে মানুষ হোন।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহলে ফিলিস্তিনে ঈসরাইল কি করছে মি: ওবামা?
এর মোক্ষম জবাব হতে পারে এরকম ,'' ইসরাইল শান্তি পূর্ণ ভাবে বোমা নিক্ষেপ করছে আর ফিলিস্থিন সন্ত্রাসীর মত গুলতি ছুঁড়ছে ''।
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
ইমরান আশফাক বলেছেন: গাজায় যদি হামাসের হাতে আরও শক্তিশালী অস্ত্র থাকতো তাহলে ইসরাইল এভাবে আক্রমন করার সাহস পেত না। আর ওবামা যে একটা মেরুদন্ডহীন প্রেসিডেন্ট সেটা ও নিজেই প্রমান করার জন্যে আদা-জল খেয়ে লেগেছে।
একটা ব্যাপার খেয়াল করবেন, ইসরাইল একনাগাড়ে বেশিদিন যুদ্ব করতে পারে না। সুতরং তাদের যদি অধিকদিনের জন্য যুদ্বে জড়ানো হয় তাহলেই ওদের সমাজ ও রাস্ট্রব্যাবস্থায় ধ্বস নেমে আসবে, শাসক দলের উপর প্রচন্ড চাপ আসবে এই যুদ্ব চাপিয়ে দেয়ার জন্যে।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ডাবল স্ট্যান্ডার্ড নীতি অ্যামেরিকার বহুদিনের স্বভাব