![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You must remember that, you fighting against destiny. You have to make your own future.
সময়ের আলোচিত সমালোচিত কবি সাইয়েদ জামিল। সম্পর্কে সে আমার ছোট ভাই। দূর থেকে আপা বলে ডেকে কাছে আসে। ইদানিং তাকে নিয়ে অনেক নস্যি থেকে শুরু করে রথী মহারথীরা বিভিন্ন মন্তব্য লিখছেন।আমি ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের দর্শণকে শ্রদ্ধা করি এটা শুধুমাত্র মুসলিমদের তা নয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেক বন্ধুই আমার রয়েছে। যে কারণে এই দীর্ঘ বক্তৃতা। সাইয়েদ জামিলের কিছু কিছু লেখায় আমি লাইক দিয়েছি এরই ধারাবাহিকতায় আমার ইনবক্সে কয়েকটি মেইল এসেছে। এত বাজে ভাষা আমি কখনোই শুনিনি (নি:সন্দেহে বলতে পারি এটা সাইয়েদ জামিলের লেখার চেয়েও অশ্লিল) কেউ হয়তো বলবেন সাইয়েদ জামিলের চেয়েও কেউ অশ্লিল লিখতে পারে! আমি বলব পারে। ইনবক্সের লেখাগুলো সাইয়েদ জামিলের মত হলেও আমি শেয়ার করতাম। এখন প্রশ্ন হল এই বার্তা আমার কাছে পাঠানোর কারণ কী? কারণ হল আমি সাইয়েদ জামিলের লেখায় কেন লাইক দিলাম। বিবৃতি দাতা অবশ্য আমাকে ভবিষ্যতের জন্যও সাবধান করে দিলেন যে এমন লাইক যেন ভবিষ্যতে না হয়।এখন প্রশ্ন হল যুগে যুগে মুসলমান এবং মুসলিম ধর্ম নিয়ে অনেকে নোংরা বক্তব্য দিয়েছেন। ফতোয়া পছন্দ নয় বলে অনেক সময় তার বিপক্ষেও যুক্তি দাড় করিয়েছি। কিন্তু সমাজের কিছু কিছু মানুষ শুধু নিজের যুক্তি এবং ইচ্ছাকে গুরুত্ব দেয়, অন্যের নয়। যারা আমার যৌক্তিক দর্শনকে পছন্দ করবেন না তারা প্লিজ আমাকে ফ্রেন্ড এর তালিকায় রাখবেন না।
২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দয়া করে ওনার নামের শুরুতে "কবি" শব্দটি ব্যবহার করবেন না। এটা মনে হয় কবিদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হবে।
বরং লিখুন, বিকৃত মস্তিষ্ক চটি লেখক সাইয়েদ জামিল। এতে অন্ততঃ মানুষ ওনার দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাবে, সহানুভূতি দেখাবে, সুস্থতার কামনা করবে।
৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:০৩
তিক্তভাষী বলেছেন: ব্যক্তিগত ইনবক্সে পাঠানো মেইলের ভাষা আর বইয়ে প্রকাশিত লেখার ভাষা একই দৃষ্টিতে দেখেন বুঝি আপনি? আপনার যৌক্তিক দর্শনকে বাহ্বা!
৪| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৭
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমি ব্যাক্তিগতভাবে সাইয়েদ জামিল-এর লেখা পছন্দ করি না ।
কারন সাহিত্য ও অন্যের সমালোচনায় শুধু তার খারাব দিক তুলে ধরা যৌক্তিক মনে হয় না ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
কবি সাইয়েদ জামিল আপনার ছোট ভাই হলেও তার অতি নোংড়া ফালতু লেখাটিতে একমত হয়ে লাইক দেয়ার কোন যুক্তি দেখিনা।