![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকির স্মরনিকায় ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমানের একটা লেখায় জিয়াকে প্রথম (!?) রাস্ট্রপতি লেখা হয়েছে। লিখেছেন রেজাউর রহমান। উপাচার্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করলেন। কিন্তু সৎ, দেশপ্রেমিক, আদর্শবান, নির্লোভ সোনার ছেলেরা দলেদলে লাঠি হাতে উপাচার্যকে গাড়িতে রেখে তার গাড়ির কাচঁ ভেঙে চুড়মার করল। সেই সময়ে শান্ত সৌম্য ভাবে গাড়ীর মধ্যে বসেছিলেন উপাচার্য।
আমার শুধু একটা বিষয় মাথায় আসছে না, লেখাটা যিনি লিখেছেন, সোনার ছেলেরা তার গাড়ী না ভেঙে, তার বিচার না চেয়ে, তার বিরূদ্ধে আন্দোলন না করে, উপাচার্যের বিরূদ্ধে আদা জল খেয়ে লাগলো কেন? আর কে কি লিখল এটা নিয়ে এতো আন্দোলন কেমন গনতান্ত্রিক মানসিকতার পরিচয়? একি মুজিব মৌলবাদ নাকি অতি ভক্তি চোরের লক্ষণ? একবার আন্দোলন স্থগিত করলেও পরে উপাচার্যের পদত্যাগের দাবীতে পুনরায় আন্দোলন শুরু করেছে ছাত্রলীগ- এটা অদ্ভুত নয় কি?
১/১১ এর সময়ে এইসব সোনার ছেলেরা কাছা দিয়ে ভেগেছিল। সেইসময়ে নির্ভীক চিত্তে সামনে এগিয়ে এসেছিলেন আরেফিন সিদ্দিক।
আজকের এই আন্দোলন আসলে কিসের সংকেত ?
আনোয়ার হোসনে, জাফর ইকবাল, আতিউর রহমান, এডঃ মান্নানদের মতোন সৎ লোকেরা ক্রমশঃ যে কোনঠাসা হয়ে যাচ্ছেন- কেন?
প্রধানমন্ত্রী কি মনে করেন- আবার যদি কোন অশুভ চক্রান্ত দানা বেধে ওঠে আগের মতোন, তাহলে কজন সত্যিকারের দেশপ্রেমিক নির্ভীক লোককে তিনি পাশে পাবেন ? তিনি কি দেখতে পাচ্ছেন না, তার দল, দেশের প্রশাসন/নেত্বৃত্ব ক্রমশঃ পচেঁ যাচ্ছে ?
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:০৩
রায়হানুল এফ রাজ বলেছেন: কথা সত্য।