নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন নয়, যাহা দেখি তা-ই দেখাই

এস এ কোরাইশী

এস এ কোরাইশী › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রস্তাবিত মন্ত্রীসভা :) :D :D ;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

আমি, আমরা ও আমাদের দল সিদ্ধান্ত বদল করেছি! কথা ছিল আমাদের দল হ্মমতায় গেলে কাদের সিদ্দিকী (বঙ্গবীর) কে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাহমুদুর রহমান কে জাতীয় মসজিদের খতিব বানিয়ে ১০১ সদস্য বিশিষ্ট দেশ পরিচালনা কমিটি গঠন করবো। আমি/আমরা পদত্যাগ করে তরুণদের মন্ত্রী/প্রধানমন্ত্রী বানাবো; কিন্তু দেশের বর্তমান পরিস্তিতি অনুযায়ী আমাদের সিদ্ধান্ত বদল করতে হচ্ছে। আমরা দেশের উন্নয়ন বাধা গ্রস্থ কমিটিসহ আরো নতুন কয়েকটি মন্ত্রনালয় স্থাপন করবো। তাছাড়া পুরাতন মন্ত্রনালয় গুলো ভেঙ্গে নতুন আঙ্গিকে সাজাবো। আমাদের সরকারের মন্ত্রীপরিষদ ও গুরুত্বপূর্ণ পোষ্টসমূহ হবে :



১। এইচ.এম.এরশাদ; চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশন।

২। মাহমুদুর রহমান; জাতীয় মসজিদের খতিব।

৩। কাদের সিদ্দিকী; চেয়ারম্যান, রাজাকার পুনঃবার্সন কমিটি।

৪। অমি পিয়াল; বাদাম মন্ত্রী।

৫। শাম্মী আক্তার; চেয়ারম্যান, বাংলা একাডেমী।

৬। মিসেস রানু; চেয়ারম্যান, আঞ্চলিক ভাষা প্রণয়ন কমিটি।

৭। ম. খা. আলমগীর; নাডানী মন্ত্রী।

৮। শফি হুজুর; চেয়ারম্যান, তেতুল চাষাবাদ কমিটি।

৯। জয়নুল আবেদিন;মাননীয় মন্ত্রী, বাবু মন্ত্রনালয়।

১০। ইনু; সভাপতি, ছাগলের ১৫ নং বাচ্ছা পালন কমিটি।

১১। হানিফ; বাচাল মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি।

১২। শাহরিয়ার কবির; সভাপতি, ষড়যন্ত্র সমন্বয় কমিটি।

১৩। দিপু মণি; বিদেশ ভ্রমণ মন্ত্রী।

১৪। মওদুদ আহমেদ; সমন্বয়ক, সর্বদলীয় দল পরিবর্তন কমিটি।

১৫। বাঁশেরকেল্লা; জাতীয় প্রচার পত্র।

১৬। আন্দালিব রহমান;

১৭। পাপিয়া;

১৮। আবুল হোসেন;

১৯। সাহারা খাতুন;

২০।আবুল মাল মুহিত;



আপাতত, ২০ সদস্যের নাম দিলাম। কিন্তু তাতেও সমস্যা আছে; ৫ জন সদস্যের জন্য উপযুক্ত কোন পোষ্ট পাচ্ছি না!



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

ঢাকাবাসী বলেছেন: ভালই তো!

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

সেয়ানা বলেছেন: এই মন্ত্রিসভা মানি না। আমাগো বুবু প্রদত্ত দেশপ্রেমিক সার্টিফিকেটধারী আবুল ভাই কই?

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২১

এস এ কোরাইশী বলেছেন: আবুল হোসেন আছে তো! ১৮ নম্বরে; উনার জন্য উপযুক্ত পোষ্ট খুঁজে পাচ্ছি না!

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

তোমোদাচি বলেছেন:
পাপিয়াঃ আধুনিক ভাষা ইস্টিটিউটের পরিচালক ;)
আবুল হোসেনঃ সাকো মন্ত্রালয় (বেচারা পদ্মায় একটা বাঁশের সাকো বানিয়ে দিয়ে যদি কিছুটা পাপ মোচনের সুযোগ পায়) :||

২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১

এস এ কোরাইশী বলেছেন: আপনার প্রস্তাব গ্রহণযোগ্য!

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

শেরশাহ০০৭ বলেছেন: আবুল নাই তো কিচু নাই

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

এস এ কোরাইশী বলেছেন: আবুল আছে; দুনো আবুল আছে! ১৮ ও ২০ নম্বর পজিশনে।

৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

শাহজাহান মুনির বলেছেন: মানি না । মন্ত্রীপরিষদে আমার নাম নাই কেন ? X((

৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৮

আমার মন বলেছেন: ভুই পাইছিলাম, ভাগ্যিস আমার নাম নাইক্কা ! !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.