![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪৭ এর দেশ ভাগের পর মুসলমানরা চেয়েছিল এক আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তাই ব্যাপক সংগ্রামের পর গড়ে উঠে তৎকালীন পূর্ব-পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। তখন ভারত উভয় দিকে চাপের মুখে খুব ভয়ে ছিল। পাখির মত সীমান্তে গুলি করাতো দুরের কথা টু শব্দই করতে পারতোনা।
৭১ এ বাংলাদেশর স্বাধীনতা অবশ্যই প্রয়োজন ছিল। আর ভারত তাতে যে সহায়তা তা অস্বীকার্য নই।
তবে সহায়তা কি কোন স্বার্থ ছাড়া করেছে? (বিনা স্বার্থে কেইবা এখন উপকার করে)
বর্তমানে ভারত কি করছে তাতো সবারই জানা।
ফেলানির মত শিশুকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখছে আর সীমান্তে পাখির মত গুলি করছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধ্বংস করতে চাচ্ছে। ফারাক্কা ব্রিজ, পানি বণ্টন ও সমুদ্র চুক্তি, সীমান্তে লুটপাট, গার্মেন্টস, প্রশাসন, ভূমি দখল, ট্রানজিট, কয়লা বিদ্যুৎ আর নাহয় নাইবা বললাম।
হিন্দি সিরিয়াল তো দেশের কালচারই পালটে দিল। আপনি কি জানেন, ভারতে একাটা বাংলাদেশি চ্যানেল পর্যন্ত প্রচার করে না? হলিউড ফ্লিম তৈরি করা হয় সভ্যতা ধ্বংস করার জন্য। যারা তৈরি করে এটা তাদেরি কথা। বলতে পারেন ওপেন সিক্রেট যা পাবলিশ হয়না কিন্তু সবাই জানে বা বুঝে। আমদের চারপাশে চোখ বুলালেইতো বুঝা যাই। হিন্দি সিরিয়াল এমনটা নয়তো?
আপনারা কেউ সিকিম দেশের নাম শুনেছেন? ১৭০০ শতাব্দী থেকে তা স্বাধীন দেশ ছিল। পরবর্তীতে সে দেশের সরকার ভারত এর চামচামি করার কারণে ধীরে ধীরে ভারতের হাতে তাদের প্রশাসন চলে যাই। তারপর আরকি ১৯৭৫ সালে সেখানে ভারতের পতাকা উড়িয়ে তা দখল করা হয়। জানিনা আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে।
আমি ভারত বলতে ভারতের সরকার বা প্রশাসনকে বোজাচ্ছি, জনগণকে নই। আমরাই জনগণ। আমরাই সরকারকে যেমন আনতে পারি তেমন তারাতেও পারি। ঠিক যেমন করে তাড়িয়েছিলাম ইংরেজ আর পাকিস্তানি হানাদারদের।
কথাই আছে, আপনি ভালতো জগত ভাল। তাই সচেতন হতে আমদের। একতা থাকতে হবে আমদেরই মধ্যে।
#saad
©somewhere in net ltd.