![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো রাত হইছে। আমি যেহেতু জেমসকে নিয়া লেখতে বসছি, তারে আমি ভাবতেছি। আবার তার গান শুনতেছি। মনে হইতেছে, জেমসের লগে দেখা হইলে ভালো হইতো। জমতো, আমি ইমাজিন কইরা নিতেছি। জেমস...
মকবুল ফিদা হুসেন। লোকে তারে এম এফ হুসেন বইলাই অভ্যস্ত যদিও, তবে আমি ফিদা হুসেন বইলা বিশেষ আরাম পাই। এবং ফিদা হুসেন সম্বোধনে আমার এই আরাম লাগাটা তার প্রতি প্রেম...
বৃষ্টিবাদলা আর মেঘসামন্তের দিনে আমি স্পঞ্জের সেন্ডেল পইরা বের হয়া গেলাম।
—পৌনে এগারোটার সময়—
অফিস থিকা বের হয়া আমি ঘরের দিকে—
যাইতেসি হে আমার ফরফরাস পিতা!
আমি যাইতে থাকলাম
—না বাসে, না রিকশায়।
মানুষের চোখের মধ্যে...
বোদরামের সুন্দর সৈকতে আয়লান ভেসে আসলো। নিহত আয়লান। সেটা কিন্তু একটা ঘটনা হইলো। নিখাদ আপনার মনে দরদ ও ব্যথার বাইরেও আয়লান আপনাকে ইউরোপের প্রতি নাখোশ করে তুললো। আপনি যেমনটা স্বাভাবিক...
একটা টাইমে আমরা নিয়মমাফিক নানিবাড়ি যাইতাম। সেইসব স্মৃতি বড় সুন্দর, এবং একই লগে মনোহরা। আমারে যথেষ্ট কাতর কইরা তোলে ওই টাইম। কতো আগের কালের দিনের-রাতের কিছু পিকচার, যা কি-না আমারে...
আমি তো ছবি তুলি না, এর বাইরে আমার ক্যামেরাও নাই। তবে আমি কিন্তু গতোকাল অনেক ছবি তুললাম, তা দেখাই যাইতেছে।
জন্মদিনে মুর্তজা বশীর স্যারের একটা ইন্টারভিউর জন্য অনেকদিন ধইরা কোশেশ...
মুর্তজা বশীরকে আদতেই আপন মনে হলো। কেমন যেনো লাগলো, ব্যথা কাজ করলো ভেতরে। একজন মানুষ, চুরাশি বছরের নিষ্প্রভ দিগন্তে এসে বসে আছেন। কিনারে বাইপাপ, নেবুলাইজার। দূরে একটা মনিটর। সেখানে হার্টবিট...
আকাশে ঘুমাইছে চাঁদ। ও রতি, চলো সংগম কইরা ফেলি ফাঁকে। বাতাসে, চলো ধরি গিয়া তোমার বুক।
কোমেন আসতে আসতে ক্রমশ, ওরে ও! তারই আগে একবার ধরাধরি করি গিয়া। তোমার হাতটি...
তুমি বাঁচতে চাইতে পারো ও সোনাভাই, আমি তোমারে বলি, আমার মনটা কেমন করে। যেইরকম কাঁদে। তোমার নীরব মুখের ছবি আমারে আদর করে। আর যেমন, আমার মনে হয়, আমরা যদি বন্ধু...
তারেক মাসুদকে পজেটিভ নাকি নেগেটিভ, কোন একভাবে তাকে দাঁড় করানোটা জরুরি। প্রথমতই একজন মানুষ, তিনি ভালো না মন্দ, এই বিচার করে ফেললে আরাম করা যায়। তারেক মাসুদের প্রশ্নে আসলে আমরা...
শেষ পর্যন্ত দালির নারীয়াল আবেদন আমাকে মুগ্ধ করে। দেখে থাকবেন দালির নগ্নমুখরতা। দালিকে আমার ভালো লাগে। আপনার ভালো লাগে। আপনার মেয়ের ভালো লাগে। আপনার শাশুড়ি এবং কাজিনেরও ভালো লাগে। আপনার...
-কবি নেযার কাব্বানী
[মূল আরবী থেকে বাঙলায়ন]
১
এই যে চোখের গভীরতা-
তোমার ভালোবাসা মূলতই অনিশ্চয়তা,
অস্পষ্ট দেমাগ-
তোমাকে ভালোবাসতে পারাই এবাদত।
এই ভালোবাসা কেবলই জন্ম-মৃত্যুর মতো।
এমনই অসহ্য কঠিন- ইহকালে দুইবার ফিরে আসে।
২
তোমার দুই চোখ বৃষ্টিমুগ্ধ রাতের...
দৈনিক লা রিপাবলিকার সংবাদে আমরা আসলেও ভড়কে গেলাম। আমরা কেবল শুনেছিলাম, গার্সিয়া খুব অসুস্থ আছেন। লিম্ফাটিক ক্যান্সারের দানায় গার্সিয়ার শরীর ভরে গেছে। আমরা ভয়ে ছিলাম। লা রিপাবলিকা আমাদের ভয়কে নিরাশার...
কবিতা ৬’য়ের ছোট্ট শরীর ভরে যাচ্ছে,
বুকের গোলাপে ফুটছে দোলক-
কবিতা ৬’য়ের নাভির কিনারে লোম জাগছে।
আমি ভাত খাবো, ঘরে ফিরে গিয়ে-
আমি ডাল খাবো,
তেলে চুপচুপ, হুকনো মরিচ-
কচলে এবং ভজলে নিয়ে
কবিতা ৬’কে রুচিতে আটকে...
কিছুটা এপ্রীল চলে এলে আমরা বাহুতে ঘুমিয়ে যাবো।
ঝড়ো সন্ধার মুখে ছিঁড়ে ফেলে লোহার বালিশ-
আমরা ঘুমিয়ে যাবো- যেনো বা ঈশ্বর পেয়ে গেছি।
সবুজের বাতাসে ভরে যাবে বিকেলের মাঠ- বলো তো?
কতোগুলো আঙুল পেলে...
©somewhere in net ltd.