নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকায় থাকি। বাংলাদেশী।

সাদ রহমান

ঢাকায় থাকি। বাংলাদেশী।

সাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

যাকে আমি ভালোবাসি

১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

-কবি নেযার কাব্বানী
[মূল আরবী থেকে বাঙলায়ন]



এই যে চোখের গভীরতা-
তোমার ভালোবাসা মূলতই অনিশ্চয়তা,
অস্পষ্ট দেমাগ-
তোমাকে ভালোবাসতে পারাই এবাদত।
এই ভালোবাসা কেবলই জন্ম-মৃত্যুর মতো।
এমনই অসহ্য কঠিন- ইহকালে দুইবার ফিরে আসে।


তোমার দুই চোখ বৃষ্টিমুগ্ধ রাতের মতো,
আমার দুইটি কাঁধ যেখানে ডুবে থাকে।
কবিতারা হাঁটতে জানে ভুলকরা পথে-
এখানে এমন সকল চোখের বুনন,
যার কোন বর্ণনা নেই।


আমি তো বাতাসের গায়ে লিখেছি তার নাম-
যাকে আমি ভালোবাসি।
নদীর শরীরজুড়েও আমি লিখেছি।
আমার জানা নেই কেনো বাতাসেরা এই কানকে কষ্ট দেয়।
জানা নেই- নদীও কেনো যে আকাশকে রক্ষা করে না।


বেকারত্ব-
কতোকাল ধরে পৃথিবীতে কোন অলৌকিক আঁধার ঝরে পড়ে না।
বেকার! বেকার!
আমি কথার শক্তি খুইয়েছি-
আর তোমার শরীরই সকল শব্দের বয়ান করে দেয়।


আমি তোমার জন্য এমন বর্ণনার প্রাসাদ বানাতে চাই-
যা কোন তথাকথিত কবিতার সাথে চলেনা।
যেখানে মনোরম বৃষ্টির সিম্ফোনি আছে।
জোছনামাখা রাতের মুঠি মুঠি ধূলি আছে।
আর কিছু আছে ছাইয়ের মতন দুঃখবহ মেঘ ।
এবং যেখানে সেপ্টেম্বরের শূন্যতায় গাছের ডালের শীর্ষ পাতারা দোলে।


যখনই আমি তোমাকে বলেছি- ভালোবাসি।
আমি জানতা্ম, একটি নয়া ভাবনার প্রাসাদ আমি গড়ছি।
এমন কোন শহরে- যে শহর তুমি পাঠ করোনি।
কোন অবসাদ-ভরা হলঘরে আমি গাইতাম নিজরই কবিতামালা।
মদের গেলাশ তুলে দিতাম তাদেরকে-
যারা জানেনা, নেশামত্ত সময় বড় ঐশ্বরিক!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.