নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

saamok

saamok › বিস্তারিত পোস্টঃ

AHM Mustafa Kamal, FCA, MP on becoming the new President of the International Cricket Council (ICC)

২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

প্রথম বাংলাদেশি হিসেবে আ হ ম মোস্তফা কামাল আইসিসির সভাপতি নির্বাচিত হওয়েছেন। এই জন্য তাকে অভিনন্দন। সেইসাথে আইসিসির সভাপতি হওয়ায় তার কাছে আমাদের দাবিগুলি পেশ করছি।



1। ভারত বোলিং করার সময় ক্রিজ 15 গজ হবে।

2। বিপক্ষ দলের ব্যাটসম্যান উইকেটের সামনে ব্যাট রাখতে পারবে না।

3। LBW এর আবেদন হলে ভারতীয় অধিনায়ক ডিসিসান দেবে।

4। ওয়ানডে এবং 20/20 ক্রিকেটে ভারতীয় বোলাররা যত ওভার খুশি বল করতে পারবে। বিপক্ষ দলের বোলাররা শুধুমাত্র 10 ও 5 ওভার করে করতে পারবে।

5। ব্যাটিংএর ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে LBW এবং ক্যাচ আউটের সিস্টেম থাকবে না।

6। একএকজন ভারতীয় ব্যাটসম্যান দুইবার করে ব্যাটিং করার সুযোগ পাবে।

7। বিপক্ষ দলের বোলারদের মাঠথেকে বেরকরে দেওয়ার অধিকার ভারতীয় অধিনায়কের থাকবে।

8। বিপক্ষ দলের ফিল্ডাররা সবাই 15 গজ সার্কেলের মধ্যে দাড়াবে। ব্যাটসম্যানের 10 গজের মধ্যে কোন ফিল্ডার দাড়াতে পারবে না।

9। ভারতীয় ব্যাটসম্যান ছক্কা মরলে তার নামে এবং ভারতীয় দলের অতিরিক্ত 10 রান যোগ হবে।

10। ভারতীয় দল 250 রান করলে তাদের রানের সাথে বোনাস 50 রান যোগ হবে।



Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ভোরের সূর্য বলেছেন: এই দাবিগুলো বাংলাদেশের জন্য জানানো উচিৎ।
আমি বুঝতে পেরেছি আপনি রাগ থেকে এসব দাবি করছেন কিন্তু তার আগে আমাদের দেশের কথা ভাবুন। আমাদের নিজেদের পারফরমেন্সের তো ঠিক নাই,তাহলে আমরা কিভাবে কারো কাছে বেশী কিছু চাইবো বা পাবো? ভারত আমাদেরকে পাত্তা দেয়না কিন্তু কেন দেয় না? সেটা আমরা সবাই জানি আর ভারতকে সেই জবাব দিতে হবে আমাদের ভাল পারফরমেন্স দিয়ে। আর তাহলেই না আমরা আমাদের অবস্থান শক্ত করতে পারবো।আমাদের দাবি নিয়ে শক্ত অবস্থানে দাঁড়াতে পারবো।

গত ওয়ানডে সিরিজে বাংলাদেশের কি অবস্থা সেটা আমরা সবাই জানি। ভারত তাদের মূল একাদশ না পাঠিয়ে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে এবং আমাদের অবজ্ঞা করেছে কিন্তু দেখা গেল আসলে তারাই ঠিক। কারণ আমাদের বাংলাদেশে ক্রিকেট দলের এমন কি ভারতের দ্বিতীয় সারির দলের সাথে জয়ের যোগ্যতা নাই।

তাই শুধু ভারতের সমালোচনা না করে আমাদের নিজেদের দেশের খেলোয়াড়দের কমিটমেন্ট থাকা উচিৎ।

২| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

মদন বলেছেন: :P

৩| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

saamok বলেছেন: বাংলাদেশ দলের পারফরমেন্স এবং ভরতের অবজ্ঞার কথা টেনে কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

গাধা গরু বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

ভাল তো ভালো না

:P :P :P :P

৫| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এটা অনেক বড় একটা অ্যাচ্যিভমেন্ট । অযথা ইস্যুটাকে টেনেহিচড়ে ভারতের কোর্টে নেয়ার কোন মানে নেই ।

৬| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:৩৩

কেএসরথি বলেছেন: @পার্সিয়াস: আপনার কি মনে হয় এই "আচিভমেন্ট" টা কষ্ট আর অভিজ্ঞতার জন্য তাকে দেয়া হয়েছে??? কামালের মতো দূর্নীতিপরায়ন এবং "জোর যার মূল্লুক তার"-এ বিশ্বাসী লোক এমন পদ কিভাবে পায়?

এখন আইসিসিতে ভারতের পক্ষে ভোট দেবার মতো একজন কর্নধার পাওয়া গেল, যে কিনা ভারতের সব ইস্যুতেই সবুজ সংকেত দেখাবে ;)

২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:২৬

saamok বলেছেন: হ্যা, কেএসরথি, আপনি ঠিকই ধরেছেন। আমি ঠিক এ বিষয়টিই বোঝাতে চেয়েছি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.