![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুলাই ষড়যন্ত্রের অপমৃত্যু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। গত বছরের জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনড প্ল্যানে দেশবিরোধী যে ষড়যন্ত্র হয়েছিল, সেটার অপমৃত্যু ঘটতে যাচ্ছে। দখলদার ইউনূস সরকার প্রবল চাপে পড়েছে। এখন তাদের সব কূল যেতে চলেছে। বাংলাদেশ ফিরতে যাচ্ছে গণতান্ত্রিক কক্ষপথে।
মুহাম্মদ ইউনূস ডিপস্টেটের প্রতিনিধি। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কাজ করে দেশটাকে ধ্বংস করে দেওয়া। ক্ষমতা দখল করে সাড়ে নয় মাসে এটা তিনি অনেকটাই করে ফেলেছেন। সেন্ট মার্টিন এখন বাংলাদেশের নাই। সাজেক নাই।পার্বত্য অঞ্চলগুলো বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নীল নকশা সম্পন্ন। করিডর দিয়ে প্রক্সি ওয়ারে জড়াতে যাচ্ছে ইউনূস সরকার।
ইউনূস তার সভাসদ সাজিয়েছেন দেশবিরোধীদের দ্বারা। বিদেশি নাগরিকদের বাংলাদেশে এনে দিয়েছেন রাষ্ট্রীয় পদ। তারা একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করেছে। খলিলুর রহমান, আশিক চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, লুৎফে সিদ্দিকী, লামিয়া মোরশেদ, শফিকুল আলমসহ সবাই দেশের বিরুদ্ধে একাট্টা হয়ে কাজ করছে। তাদেরকে সহায়তা করছে মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, আদিলুর রহমান খান শুভ্র, লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, নূরজাহান বেগম, ফরিদা আখতার ও মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যরা।
আলী রীয়াজ, বদিউল আলম মজুমদাররা আগে থেকে দেশবিরোধী। তারা আমেরিকা ও পাকিস্তানের এজেন্ট। বাইরে থেকে সকল কলকাঠি নাড়ছে প্রথম আলো ও ডেইলি স্টার।
দেখুন, যখনই ইউনূসের বিতাড়ণের পথ খুলেছে, তখনই কর্মসূচি নিয়ে হাজির এই দুই পত্রিকা। প্রথম আলো তার আবাসিক সাংবাদিকদের নিয়ে কলাম লেখাতে শুরু করেছে। ডেইলি স্টার সম্পাদক ইংরেজিতে কলাম লিখে ইউনূসের প্রতি আকুতি জানাচ্ছেন--প্লিজ যাবেন না।
এই যখন পরিস্থিতি তখন দেশ বাঁচাতে মুহাম্মদ ইউনূসকে এক ঘরে করে ফেলতে হবে। তার শক্তি দেশবিরোধী গ্যাং। এদেরকে তার পাশ থেকে সরিয়ে দিতে পারলে বাংলাদেশ রক্ষা পাবে। অন্যথায় দেশের নাম থাকবে, কিন্তু তার বড় একটা অংশ চলে যাবে দেশবিরোধীদের হাতে।
২| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:৩৬
ফেনিক্স বলেছেন:
ড: ইউনুস দক্, লোভী ও ভয়ংকর শঠ; সে দরিদ্র বাংগালীদের জন্য কেঁদে সমগ্র পশ্চিমকে প্রতারিত করে বিলিওনিয়ার হয়েছে; সে শেখ হাসিনাকে শাস্তি দেয়ার জন্য আমেরিকা, পাকিস্তান, জামাত-শিবিরের সাথে মিশে ক্যু করে জাতিকে পংগু বানায়েছে; সে ভয়ংকর অপরাধ করেছে।
৩| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:৩৮
ফেনিক্স বলেছেন:
ড: ইউনুস *দক্ষ, লোভী ও ভয়ংকর শঠ; সে দরিদ্র বাংগালীদের জন্য কেঁদে সমগ্র পশ্চিমকে প্রতারিত করে বিলিওনিয়ার হয়েছে; সে শেখ হাসিনাকে শাস্তি দেয়ার জন্য আমেরিকা, পাকিস্তান, জামাত-শিবিরের সাথে মিশে ক্যু করে জাতিকে পংগু বানায়েছে; সে ভয়ংকর অপরাধ করেছে।
৪| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এসব ফালতু কথা বাদ দেন। যদি জাতি ডুবে উনাকে নিয়ে ডুববে ! মাঝপথে দায়িত্ব ছেড়ে যেতে দিব না।
৫| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একঘরে করা লাগবে না। কয়েকদিন পর তল্পিতল্পা গুছিয়ে পালাবে।
৬| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
ফেনিক্স বলেছেন:
ডাইমেনশিয়া রোগী বাইডেন যখন শেখ হাসিনাকে সরানোর কথা ভাবছিলো, ড: ইউনুস নিজের থেকে বাংলাদেশে ক্যু'এর প্রস্তাব করেছিলো; জাতিকে এই ভয়ংকর অবস্হার মাঝে নেয়ার জন্য উহার বিচার হওয়ার দরকার।
৭| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০২
নতুন বলেছেন: ফেনিক্স বলেছেন: ডাইমেনশিয়া রোগী বাইডেন যখন শেখ হাসিনাকে সরানোর কথা ভাবছিলো, ড: ইউনুস নিজের থেকে বাংলাদেশে ক্যু'এর প্রস্তাব করেছিলো; জাতিকে এই ভয়ংকর অবস্হার মাঝে নেয়ার জন্য উহার বিচার হওয়ার দরকার।
আপনি উপস্থিত ছিলেন যখন বাইডেনের কাছে ড: ইউনুস নিজের থেকে প্রস্তাব করেছিলেন?
আপনার এমন মিথ্যাচারের কারন কি?
শেখ হাসিনার পতনের জন্য তিনি নিজেই দায়ী। আর ড: ইউনুস ছাড়া শুধুই আপনিই ছিলেন দেশের প্রধান উপদেস্ঠা হবার যোগ্য মানুষ।
৮| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
ফেনিক্স বলেছেন:
@নতুন ,
আমি আপনার জন্মের সময় আপনাদের বাড়ীতে উপস্হিত ছিলেম না; কিন্তু আপনি কোন পোষ্টে কি ধরণের কমেন্ট করতে পারেন, সেটা নিয়ে আমার ধারণা এখন মোটামুটি পরিস্কার।
আরবদেশে পড়লে, আরব সমাজে বাস করলে মানুষের সাধারণ জ্ঞান কমতে থাকে।
৯| ২৪ শে মে, ২০২৫ রাত ৮:২১
রাসেল বলেছেন: যারা ড: ইউনুসকে সরানোর জন্য জোটবদ্ধ হয়েছে, তারাই পরবর্তীতে চুরি বাটপারি করার জন্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে।
১০| ২৪ শে মে, ২০২৫ রাত ৮:৪২
ফেনিক্স বলেছেন:
ড: ইউনুসকে কেহ সরাতে পারবে না; দরকার হলে, উনাকে সরাবে মিলিটারী ও আমেরিকান দুতাবাস
১১| ২৪ শে মে, ২০২৫ রাত ৯:০১
এইচ এন নার্গিস বলেছেন: শেয়াল ধুর্ত তার চেয়েও ধুর্ত ইউনুস। আখ চিবিয়ে খেলে রস পাওয়া যায় কিন্তু আখের খোসা থেকে কি ভাবে রস বের করা যায় তা দেখিয়ে দিয়েছেন ইউনুস। অর্থাৎ দরিদ্র মানুষ কে ব্যাবহার করে কি ভাবে টাকা কামানো যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করে । আর ক্লিনটন ফাউন্ডেসানে ডোনেসান দিয়ে "শান্তিতে নোবেল পুরুস্কার " তিনি যোগাড় করেছেন। নেটওয়ার্কিং এ তিনি ওস্তাদ । মুখে বালক সুলভ হাসি এটা তার মুখোস । তার পেছনে জনতা নাই। আছে শুধু তার গ্যাং
১২| ২৪ শে মে, ২০২৫ রাত ৯:২৫
অপলক বলেছেন: ভয়ঙ্কর ব্যাপার। সব তো দেখি জেনে ফেলেছেন...
এমন প্রতিভা নিয়ে আপনার সামুতে সময় নষ্ট করা ঠিক না। রাজনীতির মাঠে নামেন... জলদি।
১৩| ২৪ শে মে, ২০২৫ রাত ১১:০৭
অর্ক বলেছেন: একটি অগ্রসরমান সুস্থ স্বাভাবিক রাষ্ট্রকে ভারত বিরোধিতা, ধর্ম, দূর্নীতি আবোলতাবোলের কাল্পনিক জিগির তুলে জনগণকে বিভ্রান্ত করে ধ্বংস করে দিলো ইউনুস। আজ পর্যন্ত তাদের করা দাবির পক্ষে কোনও সলিড প্রমাণ দেখাতো পারেনি। শুধু হুজুগ গুজবে ভাসিয়ে রেখেছে দেশ। এখান থেকে এ কান চিল নিয়ে গেছে। ওখান থেকে ও কান চিল নিয়ে গেছে। নয় মাস ক্ষমতায় থেকেও কারও দূর্নীতির পক্ষে সলিড প্রমাণ, একটা ফাইল, কাগজ, অডিট রিপোর্ট কিচ্ছু সেভাবে সামনে করতে পারেনি। তথ্য প্রমাণের বালাই নেই, শুধু নানারকম জিকির। আশার কথা, জনগণ জাগছে। দীর্ঘ সময় মানুষকে বিভ্রান্ত রাখা যায় না। মানুষ ঘুরে দাঁড়াবেই। এটার প্রয়োজনও ছিলো। জুলাই ষড়যন্ত্রের প্রয়োজনও ছিলো। মুখোশধারী বহু স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী পাকি রাজাকারের পরিচয় বেরিয়ে এসেছে। সব অত্যাচার নির্যাতন শেষ আসন্ন। দুই কোটি মানুষ আওয়ামী লীগের প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত। ছয় কোটি ভোটার। এদের নিষিদ্ধ করে কতোদিন বাংলাদেশে টিকে থাকবে ইউনুস? ওর পতন আসন্ন। ধন্যবাদ।
১৪| ২৪ শে মে, ২০২৫ রাত ১১:০৯
অর্ক বলেছেন: একটি অগ্রসরমান সুস্থ স্বাভাবিক রাষ্ট্রকে ভারত বিরোধিতা, ধর্ম, দূর্নীতি আবোলতাবোলের কাল্পনিক জিগির তুলে জনগণকে বিভ্রান্ত করে ধ্বংস করে দিলো ইউনুস। আজ পর্যন্ত তাদের করা দাবির পক্ষে কোনও সলিড প্রমাণ দেখাতো পারেনি। শুধু হুজুগ গুজবে ভাসিয়ে রেখেছে দেশ। এখান থেকে এ কান চিল নিয়ে গেছে। ওখান থেকে ও কান চিল নিয়ে গেছে। নয় মাস ক্ষমতায় থেকেও কারও দূর্নীতির পক্ষে সলিড প্রমাণ, একটা ফাইল, কাগজ, অডিট রিপোর্ট কিচ্ছু সেভাবে সামনে করতে পারেনি। তথ্য প্রমাণের বালাই নেই, শুধু নানারকম জিকির। আশার কথা, জনগণ জাগছে। দীর্ঘ সময় মানুষকে বিভ্রান্ত রাখা যায় না। মানুষ ঘুরে দাঁড়াবেই। এখন ভাবি, এই জুলাই ষড়যন্ত্রের প্রয়োজনও ছিলো। মুখোশধারী বহু স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী পাকি রাজাকারের পরিচয় বেরিয়ে এসেছে। সব অত্যাচার নির্যাতনে শেষ আসন্ন। দুই কোটি মানুষ আওয়ামী লীগের প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত। ছয় কোটি ভোটার। এদের নিষিদ্ধ করে কতোদিন বাংলাদেশে টিকে থাকবে ইউনুস? পারবে না। ওর পতন আসন্ন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:২৬
কাঁউটাল বলেছেন: শকুনের দোয়ায় কি গরু মরে?