![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আমি মোসাম্মত সামিনা
চারিদিকে এত সুন্দর সাজানো তোমার শখের বাগান
সপ্নিল রংগুলো রংধনু হয়ে আচর কাটছে আকাশের নিলিমাতে
তোমার আকাশে উড়ে সাদা মেঘের দল
তারপর ও তোমার কাছে সব ধূসর আর বর্ণহী।
খোলা আকাশের নিচে তুমি বসে আনমনে
গুন গুন করে শিহরিত করছ নিজের অস্তিতকে
টুপুর টাপুর করে বৃষ্টি এসে ছুয়ে যাচ্ছে তোমায়
তারপর ও তুমি নির্জীব নিস্প্রান আর নিস্পেষিত ।
তোমার আশে পাশেই সবার আনাগোনা
তোমার মাঝেই সব কল্পনার উন্মাদনা
তোমার জন্যই স্থির দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতির কথামালা
তারপর ও তুমি একা আর একাকীত্বে ভরা তোমার জীবন।
তোমায় ঘিরেই জীবনের আলোরন
তোমার জন্যই সবার প্রার্থনা
সকল হাতছানি শুধুই তোমার জন্য
তারপর ও তোমার কাছে নেই পথের ঠিকানা।
নির্ঘুম চোখে পার কর তুমি অঝস্র রাত
সময় বয়ে যায় বাস্তবতার হাত ধরে
তারপর ও তুমি নিস্তব্ধ নিথর
তারপর ও তোমার স্বেচ্ছায় বন্দিনী জীবনের সূ্ত্রপাত ।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
সাবিনা বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
সাবিনা বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
আমি মিন্টু বলেছেন: পড়লাম
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
সাবিনা বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা। কিন্তু মন্তব্যের জবাব কই আপি
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪
সাবিনা বলেছেন: বহুদিন এই পাড়ায় আসা হয় নি আপি । এখন দিয়ে দিবো আপি
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: চারিদিক সাজানো তোমার সুন্দর শখের বাগান,
স্বপ্নীল রংগুলো রংধনু আঁকছে আকাশের নীলিমাতে।
আমি তো তোমার সখ বা স্বপ্ন নই, সাক্ষাতে - বাস্তবে,
শয়নে, জাগরণে।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
গুলশান কিবরীয়া বলেছেন: nice one .