নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি অল্প তে খুশি হউয়া একটা সাধারন মেয়ে। আমার পরিচিতিঃ facebook.com/ musammat.samin https://musammatsamina.github.io

সাবিনা

আমার আমি মোসাম্মত সামিনা

সাবিনা › বিস্তারিত পোস্টঃ

মা আমরা তো দুজন

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৯



একদিন বাসে করে বাসায় আসছিলাম। সেদিন ব্যাংক এর একটা পরীক্ষা ছিল। তো যথারীতী পরীক্ষা দিয়ে বের হয়ে কিছুক্ষন একা একা হাঁটলাম । একটু সামনের দিকে এগোতেই বাসস্টপ চোখে পরল। তারপর বাসে উঠে গেলাম। আর ভালো লাগছিলো না একা একা হাঁটতে। বাসে উঠার পর এক ভাইয়া নিজে না বসে আমাকে বসার জন্য বলল। নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়েদের মধ্যে এখন ও সম্মান করার জায়গাটা অব্যাহত আছে দেখে ভালই লাগে। নয়ত মাঝে মাঝে এর উলটা টাই বেশি চোখে পরে। যাক বসতে পেরে মনে মনে ধন্যবাদ দিলাম ।



কিছুক্ষন পর বাসের কন্টাক্টর এসে ভাড়া চাইল । সাথে সাথে পাশে বসে থাকা মহিলা ১০০ টাকার নোট দিয়ে বলল সাঁরে এগারো নাম্বার যাবো। কন্টাক্টর জিজ্ঞেস করল কজন এর ভাড়া কাটব ? মহিলাটি উত্তর দিল একজন । সঙ্গে সঙ্গে তার কোলের পিচ্চি মেয়েটা বলে উঠল মা আমরা তো দুজন । কথাটা শুনে এতো ভালো লেগেছিল বলে বুঝাতে পারবো না। তাই লিখে রাখলাম ...

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩

মৌরি হক দোলা বলেছেন: মাঝে মাঝে কিছু পোস্ট চোখে পড়ে যেগুলো এত ভালো লাগে যে কি কমেন্ট করব তা বুঝে পাই না :)

সেরকম একটি পোস্ট :) :)

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৩৭

সাবিনা বলেছেন: ধন্যবাদ আপু :)

২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: কিছু আবর্জনার জন্য আমাদের সমাজে সুবোধ টক জাগে না। অন্যথায় ভাল মানুষ গুলো আমাদের চারপাশেই আছে।

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৩৮

সাবিনা বলেছেন: যথার্থ বলেছেন, ধন্যবাদ স্রাঞ্জি সে

৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

সিগন্যাস বলেছেন: লম্বা গল্প।বুকমার্ক করে রাখসি।পরে পড়বো

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৩৯

সাবিনা বলেছেন: ধন্যবাদ সিগন্যাস :)

৪| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


ব্যাংকের পরীক্ষার ফলাফল কি?

মায়ের পিচ্চিটা তো জানে না, বাংলাদেশে মায়েদের টাকা কোথা থেকে আসে? সব পিচ্ছি হয়তো মনে করে যে, তাদের মা শেখ হাসিনা, বেগম জিয়া, রওশন এরশাদ কিংবা সাজেদা চৌধুরী

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

সাবিনা বলেছেন: ফলাফল আসা বাকি।
ধন্যবাদ চাঁদগাজী

৫| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭

নাজিম সৌরভ বলেছেন: মায়ের গর্ভে সন্তান আসার পর মা আর সন্তান মিলে একজন হয় । এমনকি সন্তান জন্মের পর একটা অনির্দিষ্টকাল পর্যন্ত মা আর সন্তান এভাবে একজনই থাকে । :)

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪

সাবিনা বলেছেন: হুম, ধন্যবাদ ভাইয়া

৬| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগা

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪

সাবিনা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাসের ওই ভাইয়ার মতো ভাল মানুষ, উপলব্ধি করার মানুষ সমাজে এখনো অনেক আছে আপু। জীবনে চলার পথে আরো পাবেন হয়তো। আপনি বসতে পেরে মনে মনে ধন্যবাদ না দিয়ে যদি সশব্দে ধন্যবাদটা দিতেন, সেই ভাইয়াটা যতোটা খুশি হতো, তার চেয়ে বেশি যেটা হতে পারতো আশেপাশের অন্যরাও উদ্দীপ্ত হতো, শিখতো ভাল কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কিছু ভাল মানুষও আছে।
শিশুরা নিষ্পাপ সর্বদাই। তাই সত্যটাই অকপটে বলে ওঠে। অসৎ অভিভাবকরা কখনো কখনো ওদের কথায় বিব্রত হয়। পরবর্তিতে কিছু বাজে শিক্ষাই ওদের অসৎ ও বিপথগামী করে তোলে।
আপনার ভাল লাগাটা আমাদের মাঝেও ছড়িয়েছে। ধন্যবাদ অনেক।

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৪৮

সাবিনা বলেছেন: সশব্দে দেয়ার সুযোগ মেলেনি, দিতে পারলে আমি নিজে ও খুশি হতাম, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

৮| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫০

সাবিনা বলেছেন: :)

৯| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মাফুজ রানা বলেছেন: এটাই শিশু!

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫০

সাবিনা বলেছেন: হুম, ধন্যবাদ ভাইয়া

১০| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কাইকর বলেছেন: বাহ...

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫০

সাবিনা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১১| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

হাঙ্গামা বলেছেন: জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাসের ওই ভাইয়ার মতো ভাল মানুষ, উপলব্ধি করার মানুষ সমাজে এখনো অনেক আছে আপু। জীবনে চলার পথে আরো পাবেন হয়তো। আপনি বসতে পেরে মনে মনে ধন্যবাদ না দিয়ে যদি সশব্দে ধন্যবাদটা দিতেন, সেই ভাইয়াটা যতোটা খুশি হতো, তার চেয়ে বেশি যেটা হতে পারতো আশেপাশের অন্যরাও উদ্দীপ্ত হতো, শিখতো ভাল কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কিছু ভাল মানুষও আছে।

এরকম একটা কমেন্টই করতে গেছিলাম।
আমি বাসে এরকম অনেকবার দেখছি একটা পুরুষ লোক একটা মেয়ে মানুষকে বসতে দিছে এবং মেয়ে মানুষটার মুখ দিয়ে সামান্য "ধন্যবাদ/থ্যাঙ্কস" শব্দটা বের হয়নি। শাহজাদীর মত বসে পড়ে, যেন এটা তার পাওনা অধিকার।

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫৫

সাবিনা বলেছেন: আপনার মন্তব্য দেখে শাহজাদীরা কৃতজ্ঞতা প্রকাশ করবে সামনের দিন গুলোতে, ধন্যবাদ হাঙ্গামা

১২| ০১ লা মে, ২০২১ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: "তাই লিখে রাখলাম..." - খুব ভাল করেছেন এ ছোট্ট গল্পটা এখানে লিখে রেখে। গল্পটা অনেকেরই ভাল লেগেছে। শিশুর এ সরলতা বড়দের মাঝেও ছড়িয়ে পড়ুক।
"আপনার ভাল লাগাটা আমাদের মাঝেও ছড়িয়েছে। ধন্যবাদ অনেক" - জহিরুল ইসলাম সেতু এর এ কথাটা আমারও মনের কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.