নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার তালা

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১৮


মালয়েশিয়ার লঙ্কাউইতে মাচিংচ্যাং পর্বতের উপর রয়েছে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষনীয় "লাংকাউই স্কাই ব্রিজ"। স্কাইব্রীজে যেতে হয় বেশ কিছু পাহাড় টপকে। এ জন্য সেখানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য রয়েছে ক্যবল কারের তিনটি ল্যান্ডিং স্টেশন। একটা থেকে যাত্রা শুরু, মাঝখানে একটা এবং সর্বশেষেরটায় নেমে একটু নিচের দিকে সিড়ি দিয়ে নেমে যেতে হয় স্কাইব্রীজে।

সর্বশেষ ল্যান্ডিং স্টেশন থেকে আরো উপরে উঠার জন্যও রয়েছে কয়েকটা সিড়ি। উপরের দিকের সিড়ি ধরে পাহাড়ের সর্বশেষ উচ্চতায় উঠলে দেখা যাবে পাশাপাশি দুটি পাহাড় চুড়ায় রেলিং দেওয়া দুটি ছাদ, এবং একটা থেকে অন্যটায় যাওয়ার জন্য রয়েছে একটা ব্রীজ। ওখানে গেলে দেখা যাবে হাজার হাজার তালা ঝুলানো রয়েছে ব্রীজের রেলিংগুলোতে। গোলাকার ছাদের নিচে রয়েছে কিছু দোকান, ওখানেই তালাগুলো বিক্রি হয়। প্রেমিক প্রেমিকা জুটিরা তাদের নাম লিখিয়ে তালাগুলো কিনে ওখানে লাগিয়ে দিয়ে সম্ভবত চাবিগুলো ছুড়ে মারছে নিচের পাহাড় চুড়ায়। অতএব আর ভাঙবে না প্রেম! আলাদা হবে না প্রেমের জুটি! এমন সরলপ্রাণ বিশ্বাসেই এই সেতুতে 'লাভ লকস' বা 'ভালোবাসার তালা' ঝুলিয়ে দিচ্ছে প্রেমিক প্রেমিকা জুটিরা। এবার আসুন লাংকাউইর ভালোবাসার তালা ঝুলানো সেতুটা দেখে নেই।


(২) ওরিয়েন্টাল ভিলেজ কোম্পানীর ক্যাবল কারের প্রথম স্টেশন এটা এখান থেকেই যাত্রা শুরু হয় আকাশ পানে। বলতে পারেন জীবনটা ঝুলে সুতার উপর।


(৩) দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনটা সামনের ঐ উঁচু চুড়ায়।


(৪) দ্বিতীয় ল্যান্ডিংএ থেকে তৃতীয় ল্যন্ডিং এর তোলা ছবি, ডান পাশে সেই বিখ্যাত স্কাই ব্রীজ।


(৫) তৃতীয় ল্যন্ডিং এর উপরের চুড়ায় ডান ও বাম পাশে দুটি গোলাকার ছাদ দেখা যাচ্ছে, বাম পাশের চুড়াটা অপেক্ষাকৃত নিচু। এই গোলাকার ছাদগুলো নিচের অংশ দিয়ে একটার সাথে অন্যটা যুক্ত হয়েছে একটা ব্রীজের মাধ্যমে, ওটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয় ভালোবাসার তালা ঝুলানো ব্রিজ, বা লাভ লক ব্রীজ।


(৬) তৃতীয় ল্যন্ডিং এর উপরের ডান পাশের চুড়া এটা, এখান থেকে তাকিয়ে মনে হয় পৃথিবিটা সত্যিই স্বর্গ।


(৭) কোন দিকে উঁচু পাহাড়।


(৮) পাহাড়ের পর সাগর, আবার সাগরের মাঝে ছোট ছোট দ্বীপ।


(৯) আছে পর্যটকদের জন্য এমন কিছু নৌযান।


(১০) সর্বোচ্চ চুড়াটা থেকে পাশের চুড়াটায় যেতে হয় এই ব্রীজ দিয়ে, আর এই ব্রীজের দুই পাশের রেলিংগুলোতেই পাওয়া দেখা যাবে লাভ আকৃতির অসংখ্য তালা ঝুলছে। সুতরাং এই ব্রীজকে লাভ ব্রীজ বলা যেতেই পারে।


(১১/১২) ব্রীজের দুই পাশের ঝুলানো তালাগুলো।



(১৩) ব্রীজের শুরুতেই রয়েছে লাভ লক বা ভালোবাসার তালার দোকান।


(১৪) পছন্দের পর নাম লিখে দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে দোকান কর্মীরা।


(১৫) এতো উঁচুতে লাভ ব্রীজের পাশে ফুটে থাকা এই ফুলটার নাম জানিনা।


(১৬) ব্রীজের এক পাশে দেখলাম এমন বিশেষ কিছু যায়গায় ঝুলছে ভালোবাসার তালা, এই ভালোবাসাগুলোর মুল্য মনে হয় কিছুটা বেশী হবে ;)


(১৭) ভালোবাসার তালার সাথে একটা পোজ দিলে হয় কেম্নে?


(১৮) এক সময় স্কাই ব্রীজেও একটু হাটাহাটি করে নিলেম, ব্রীজটা বেশ দুলে আর নিচে তাকালে সত্যী বেশ ভয় হয়।


(১৯) স্কাই ব্রীজে থেকে দেখা পাশের চুড়াটা, যেখানে রয়েছে ভালোবাসার তালাগুলো ঝুলানো।


(২০) সব শেষে এই পথেই আবার ফিরে চলা..............

মন্তব্য ৫৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর সব ছবি সাথে বিবরণ । ভাল লাগল
শুভেচ্ছা জনবেন

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনার মতো গুণী মানুষের কাছ থেকে প্রথম মন্তব্য পাওয়াটা সত্যিই অন্য রকম অনুভুতি দেয়।

২| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোন দেশে গিয়েছিলেন?

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ওটা মালয়েশিয়া, এখনো বিলাতের টিকিট পাইনি যে লাউতলে যাবো :D

৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা, আসার আগে বলবেন আপনাকে এগিয়ে আনার জন যাব।

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: কোন একদিন তো অবশ্যই যাবো, কিন্তু সেটা কবে জানিনা।

৪| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওরে আল্লাহ!!! কত্ত তালারে!!!!

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হ, খালি তালা আর তালা :D

৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:১১

সত্যের ছায়া বলেছেন: ভাই তালা আটকানো, ভালবাসাতে গিটঠু লাগবে!

০৬ ই জুন, ২০১৭ সকাল ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: স্থায়ী গিট্টু লাগলে খারাপ কি?

৬| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো ভালো লাগলো +

০৬ ই জুন, ২০১৭ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই, শুভেচ্ছা জানবেন।

৭| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৯

মৌমুমু বলেছেন: স্কাই ব্রিজের উপর থেকে আমার তোলা ছবিটা। সিঁড়ি বেয়ে ব্রিজে উঠাটা অনেক কষ্টের। কিন্তু ব্রিজে দাঁড়ানোর পর যখন মেঘগুলো গাঁ ছুঁয়ে যায়, সেই অনুভূতিটা কখনোই ভোলার নয়।
পোষ্টটির জন্য ধন্যবাদ। অনেক স্মৃতি মনে পড়ে গেল।

০৬ ই জুন, ২০১৭ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: একটু কষ্ট না থাকলে মজাটা ষোল আনা হয়না আপু, আপনার ছবিটা বেশ চমৎকার এসেছে, শুভেচ্ছা জানবেন।

৮| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
রুহ আফজা .............জলদি খেয়ে নিন ।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ইফতারের পরে খাবো।

৯| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




ভালোবাসার তালার সাথে একটা পোজ তো দিলেন কিন্তু --- কয়টা ভালোবাসার তালা খুলেছেন ( লাভ ব্রীজের লাভ আকৃতির তালার কথা বলছিনে ) এ পর্যন্ত :D ??? চাবি তো দেখি হাতে নাই :(

ওয়াও................ এবং দারুন ।

০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: কয়টা যেন খুললাম, গুনে পরে বলতে হবে :D

১০| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট।

০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

১১| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: নিকট অতীতে নিয়ে গেলেন। লঙ্কাউইতে ক্যাবল কারে উচু জায়গা টাই ওঠে ছবি তুলছিলাম । আর গাইছিলাম সেদিন দুজনে দুলেছিনু বনে ............

০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, আপনার তাহলে ওখানে একটা তালা ঝুলিয়ে আসা উচিৎ ছিলো :D

১২| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৭

পৌষ বলেছেন: বরাবরের মতোই আপনার ছবিব্লগ দারুন, অসাধারণ!!! ভাই লাভ তালার চাবি কই!

০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: চাকি তো আমি কোথাও খুজে পেলাম না পৌষ ভাই

১৩| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছবি ব্লগ। ভাইয়া আপনি লাভ তালা ঝোলাননি?

০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: সাথে সঙ্গী থাকলে একটা ঝুলানোর চেষ্টা করতাম।

১৪| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টটা আমার চোখ এড়ালো কীভাবে? আপনার তোলা ছবি দেখার জন্য আমি শকুনের মতো তাকিয়ে থাকি। অথচ....

০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো শকুনের মতো? :-P

১৫| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৪

নতুন নকিব বলেছেন:



অসাধারন ছবি ব্লগ।

০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১৬| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালোবাসার তালা, নাকি পান পাতার তালা? পান পাতা দেখতে এইরকম হয়। আমি পান না খাইলেও পানের বরজে অনেকবার গেছি।

০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: পান বিশেষজ্ঞ মনে হইতাছে আপনারে ;)

১৭| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) ভালোবাসার তালার সাথে একটা পোজ দিলে হয় কেম্নে?


পোজ ভালো হয়েছে। অনেকটা বাংলা ছবির নায়কের মতো লাগছে। ঐ যে শাকিব খান না কী যেন নামের নায়ক, অপুরে বিয়া কইরা পরে অস্বীকার করছিল, ওইরকম।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, নিজের কথা অন্যের উপর দিয়া তো ভালোই চালাইতে পারেন B-)

১৮| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২) ওরিয়েন্টাল ভিলেজ কোম্পানীর ক্যাবল কারের প্রথম স্টেশন এটা এখান থেকেই যাত্রা শুরু হয় আকাশ পানে। বলতে পারেন জীবনটা ঝুলে সুতার উপর।


এটাই কী আপনার প্রথম ক্যাবল কার রাইডিং? নাকি আগে চড়েছেন কখনো?

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ক্যান? আপনার ডর লাগ্তাছে নাকি? জীবনে বহুবার চড়েছি :-B

১৯| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) এতো উঁচুতে লাভ ব্রীজের পাশে ফুটে থাকা এই ফুলটার নাম জানিনা।



এই ফুলের নাম লাভ ফ্লাওয়ার।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কম খারাপ না B-)

২০| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর সব ছবি

২১| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) সর্বোচ্চ চুড়াটা থেকে পাশের চুড়াটায় যেতে হয় এই ব্রীজ দিয়ে, আর এই ব্রীজের দুই পাশের রেলিংগুলোতেই পাওয়া দেখা যাবে লাভ আকৃতির অসংখ্য তালা ঝুলছে। সুতরাং এই ব্রীজকে লাভ ব্রীজ বলা যেতেই পারে।


এই ব্রীজের উপ্রে দাঁড়াইয়া কোন মাইয়ার লগে লাভ করতে মুঞ্চায়। আমার বুড়িরে কইয়েন না কইলাম।

০৭ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: বুড়িরে সাথে নিয়া ওখানে গিয়া একটা তালা লাগাইয়া আসেন, তাইলেই সাপ ও মরে আম ও পড়ে =p~

২২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যান? আপনার ডর লাগ্তাছে নাকি? জীবনে বহুবার চড়েছি


আমি ডরাই না। খালি ক্যাবল ছিঁড়ার ভয় লাগে।

১২ ই জুন, ২০১৭ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি, আপনি ডরান না, খালি ভয় পান :-B

২৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬

অতৃপ্তচোখ বলেছেন: অনেক সুন্দর সুন্দর ছবি গুলো। আপনার কাছে সবসময় নতুন নতুন জায়গার সাথে পরিচিত হতে পারি তাই কৃতজ্ঞতা আপনার প্রতি সবসময়। পোষ্টে মুগ্ধতা রইল ভাই

১৬ নং ছবিটি খুব সুন্দর ভাই।

(আমি অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন ভাই)

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: অনাকাঙ্ক্ষিত কষ্ট কখন কিভাবে দিলেন আমার জানা হলো না ভাই.........শুভেচ্ছা জানবেন।

২৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৪

পুলক ঢালী বলেছেন: লংকাউই এর এই পোষ্টটা এত দেরীতে দিলেন!!!! ভাবছিলাম ক্যাবল কারে উঠেন নাই নাকি? যাক ভুল ভাঙ্গলো। আপনার ছবিগুলি খুব সুন্দর হয়েছে। আপনি ছবিব্লগ দেবেন সেজন্য আমি শুধু ঈগল স্কয়ারেরটা দিয়ে বাকিটা দেওয়া বন্ধ রেখেছি :D

কার হৃদয় ধরে পোজ দিলেন যদি একটু বলতেন ;) লংকাউই এর এই পোষ্টটা এত দেরীতে দিলেন!!!! ভাবছিলাম ক্যাবল কারে উঠেন নাই নাকি? যাক ভুল ভাঙ্গলো। আপনার ছবিগুলি খুব সুন্দর হয়েছে। আপনি ছবিব্লগ দেবেন সেজন্য আমি শুধু ঈগল স্কয়ারেরটা দিয়ে বাকিটা দেওয়া বন্ধ রেখেছি :D

কার হৃদয় ধরে পোজ দিলেন যদি একটু বলতেন ;)


নেন শরবত নেন ইফতারীর সময় কাজে লাগবে। :)

১৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ইদানিং অনেক ব্যস্ততায় সময় কাটছে ভাই, অনেক পোষ্ট জমে আছে দেওয়া হয়ে উঠছে না.......ইফতারের জন্য শুভেচ্ছা রইল আন্তরিক।

২৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ ছবি ব্লগ!
বছর দেড়েক আগে লাংকাউই গিয়েছিলাম। কেবল কারেও চড়েছিলাম কোন এক জায়গায়। কিন্তু তখন এসব লাভলক টকের কথা শুনিনি কোথাও.... :)
(১৫) এতো উঁচুতে লাভ ব্রীজের পাশে ফুটে থাকা এই ফুলটার নাম জানিনা - নাম যাই হোক, ভালবাসার কৃত্রিম বন্ধনের প্রতীক বদ্ধ তালার সমাবেশে এমন অকৃত্রিম একটি ভালবাসার প্রতীক দেখতে পেয়ে যেন চোখ দুটো জুড়ালো।
আপনার সবগুলো ছবিই সুন্দর। ৭ নং মন্তব্যে দেয়া মৌমুমু এর ছবিটাও খুব সুন্দর। ওনার মন্তব্যটাও ভাল লেগেছে।

২৩ শে জুন, ২০১৭ ভোর ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আমপনার এবং আমার দু'জনেরই ব্লগে উপস্থিতিটা ইদানিং অনেক কম।

২৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: আপনি যা দেখাইলেন এসব ভুলেও ভোলা যাবে না। ধন্যবাদ

২৩ শে জুন, ২০১৭ ভোর ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: ঈমানে কইছেন? ;)

২৭| ২২ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর এত সুন্দর পোষ্টটি আমার নজরে পড়লো! দুঃখিত ভাই এত্ত সুন্দর ছবি গুলো দেরিতে দেখার জন্য।

প্রিয় হয়ে থাকুন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২৩ শে জুন, ২০১৭ ভোর ৬:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা সব সময়।

২৮| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২২

জুন বলেছেন: অনেকদিন নেটের বাইরে তার উপর অনিয়মিত মোদ্দা কথা যত কিছু খারাপ হইতে পারে আর কি সাদা মনের মানুষ ।
তাই আপনার অসাধারন সিরিজগুলোতে চোখ বুলিয়ে ওঠা হয়নি :``>>
অপুর্ব সব ছবি । প্রথম বার ক্যাবল কারে ঊঠতে অনেক ভয় পেয়েছিলাম গেন্টিং হাইল্যান্ডে :-&
আমার মনে আপনার নাম না জানা ফুলটি ম্যাগনোলিয়া ।
আর ভালোবাসার তালার সমাহার দেখেছি এশিয়াটিকের জুলিয়েট গার্ডেনে ।
রাতের বেলা তাতে চারিদিকে আলোর ঝলকানি ছবিটা তাই ঘোলা :`>

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: যারা ব্লগ রুগী, তারা এমনি শত কষ্টেও এখানে ঢু মারবেই। আমিও ইদানিং যথেষ্ট ঝামেলায় আছি, ব্লগেও তাই সময় দিতে পারছি কম...........আপনার আগমনে অবশ্যই আমি পুলকিত।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

বিদ্রহীসূত বলেছেন: মনে হচ্ছে আমিও যেন ঘুরে এলাম। অসাধারণ সব ছবি আর বেশ গোছানো সংক্ষিপ্ত বিবরণ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝুলন্ত সেতু বেয়ে এসেই গেলাম লাভ লকের চূড়ায়!

আহা! ভালবাসায় পুরাই লক্ড্ না শকড ;) হয়ে গেলাম! হা হা হা
তাদের ভালুবাসার কি হপি! যারা ওখানে যেতেো পারবেনা, তালা মারতে পারবেনা!
সারাজীবন আনলকডই রয়ে যাবে :P

দারুন পোষ্ট দারুন ধারাবর্ণনা আর দারুন ছবি বরাবরের মতোই :)

++++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমারও তো সেই একই দশা, ওখানে গিয়েও তালা লাগাতে পারলাম না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.