নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
খাগড়াছড়ি শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত বলে সাধারণত একে আলুটিলা গুহা বলেই ঢাকা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়িতে দুর্ভিক্ষ দেখা দিলে এখানকার জনগণ এ পর্বত থেকেই বুনো আলু সংগ্রহ করে তা খেয়ে বেঁচে থাকতো। তারপর থেকে এই পর্বতটি আলুটিলা নামেই পরিচিতি লাভ করে বলে কথিত আছে।
আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। নামে এটি টিলা হলেও মূলত এটি একটি পর্বতশ্রেণি। আলুটিলার আগের নাম ছিল আরবারী পর্বত। এর সর্বোচ্চ উচ্চতা সমুদ্র সমতল থেকে ৩০০০ হাজার ফুট। এখান থেকে খাগড়াছড়ী শহরের বেশ কিছুটা অংশ দেখা যায়। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূ-গর্ভস্থ টানেলের মত যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে হেটে যেতে হয়। তো আসুন ঢুকে পড়ি এই রোমাঞ্চকর দেবতার গুহায়।
(২) খাগড়াছড়ি শহর থেকে এমন চমৎকার পাহাড়ি পথে চান্দের গাড়িতে করে ৭ কিলোমিটার দূরের আলুটিলা পর্যটন কেন্দ্রে যাওয়াটাও কম রোমাঞ্চকর নয়।
(৩) আলুটিলা পর্যটনের প্রধান ফটক।
(৪) মুল ফটকের দুই পাশে দুটি শতবর্ষী বটবৃক্ষ আপনাকে স্বাগত জানাবে, তবে বাম পাশের গাছটা দেখতে সত্যিই বেশ চমৎকার!
(৫) বট গাছের পাকা বেদীর একটা লেখনী।
(৬) প্রধান ফটক পার হয়ে এমন বেশ কিছুটা ঢালু পথ ধরে নেমে যেতে হবে গুহার দিকে।
(৭) যাওয়ার পথে একটা গাছে লাল সবুজ এগুলো কি ফল ধরে আছে চিনলাম না।
(৮) অন্ধকার গুহায় ঢোকার জন্য এখান থেকে ১০ টাকা করে মশাল নিতে হয়।
(৯) প্রায় ৩৫০ ধাপ পাকা সিড়ি বেয়ে নামলে পাওয়া যাবে দেবতার গুহায় প্রবেশ পথ।
(১০/১১) এবার মাশল জ্বালিয়ে ঢুকে পড়ার পালা।
(১২) কোথাও গুহাটা বেশ পরিপাটি, যেন কোন দক্ষ কারিগরের নিপুন হাতে তৈরি।
(১৩/১৪) কোথাও পথের পরতে পরতে বিছিয়ে আছে এবরো থেবরো পাথর, একটু অন্যমনস্ক হলেই হোচট খেতে হয়। আর নিচ দিয়ে বয়ে চলেছে ক্ষীণ জলধারা।
(১৫/১৬) কোথাও বা ছাদ এতটাই নিচু যে, হামাগুড়ি দিয়ে এগোতে হয়।
(১৭) গুহার ভেজা ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে ফোটা ফোটা পানি।
(১৮) গুহার শেষ মুখে সুর্য্যি মামা আমাদের যেন হাত ধরে বের করার জন্য দাঁড়িয়ে।
(১৯) উপর থেকে গুহা থেকে বের হওয়ার পথ দেখতে যেমন।
(২০) গুহা দেখা শেষ, আবার সেই ধাপ বেয়ে উপরে উঠে যাওয়ার পালা।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে ও প্লাস কবি
২| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
তোমার জন্য মিনতি বলেছেন: নিজ দেশের এমন দর্শনীয় স্থান সম্পর্কে জেনে ভালো লাগছে। ছবিগুলোও সুন্দর তুলেছেন। কৃতজ্ঞতা পোষ্টে।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মিনতি, শুভেচ্ছা জানবেন।
৩| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো দেশের মধ্যে এমন একটা ঐতিহাসিক স্থানের সাথে পরিচিত হয়ে। ছবিগুলো ভালো তুলেছেন ভাই।
পোষ্টে একরাশ মুগ্ধতা রইল।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, ভালো থাকুন, সব সময়।
৪| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
ধুতরার ফুল বলেছেন: রোমাঞ্চকর ভ্রমন
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই তাই।
৫| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
রোকনুজ্জামান খান বলেছেন: ZOTO TA BOLCHEN TOTO TA NOY BOTE.
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: কোথাও ভুল বলে থাকলে অবশ্যই আপনার সংশোধন করার অধিকার আছে খান ভাই।
৬| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগে জানা ছিলোনা।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: দেশের কতো কিছুই এখনো আমাদের অজানা রয়ে গেছে..........শুভেচ্ছা জানবেন সাহাদাৎ ভাই।
৭| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবি ব্লগ। কয়েকবার ওদিকে যাওয়া হয়েছে তবে একবারই ঢুকেছিলাম। এখন ভাবছি মোবাইলের বাতি দিয়ে পরিক্রমা করলে কেমন হয়? ঐ সয় শীত ছিলো পর্যটকও প্রচুর ছিলো ফলে পুরো গুহা মশালের ধুঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছিলো(এমনিতেই ঘুটঘুটে অন্ধকার) ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো।
(আপনার শীত চলে গেছে মনে হচ্ছে। আপনার পোষ্টে হেনাভাই না আসলে মজা লাগেনা । ওনার চোখ অপারেশন করা হয়ছে সবার কাছে দোয়া চেয়েছেন।)
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, মশালের ধুয়ায় চলাটা একটু কষ্টকরই হয়..........হেনা ভাই নাই তো কি হয়েছে? আপনার মতো অনেকেই তো এসে পুলক ঢেলে যাচ্ছে
৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
ঘরের কাছে এত অমুল্য রতন, এখনো দেখা হলো না!
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে কোন এক সময় হয়ে যাবে ভাই।
৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্ধকার গুহা....পিচ্ছিল পাথর... হাতে মশাল...
বাহ!
পুরাই রোমাঞ্চকর অবস্থা....
আমরা্ও স্বাদটুকু নিলুম ভার্চুয়ালী
++++
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শুভেচ্ছা জানবেন বিদ্রোহী
১০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: আপনি আলুটিলার গুহায় ঢুকছেন এইডা দেইখাই আমার ভ্রমণ অর্ধেক হইয়া গেছে।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আর বাকী অর্ধেকটার কি ব্যবস্থা?
১১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০০
সুমন কর বলেছেন: পোস্ট ভালো লাগল।
গুহাটি আবার ভেঙে পড়বে না তো !!
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: জানিনা, কোন প্রাকৃতিক দুর্ঘটনায় ভাঙ্গতেও পারে।
১২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩
নীলপরি বলেছেন: বরাবরের মতোই ভালো লাগলো ।
৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরী, ভালো থাকুন, সব সময়।
১৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া ভয় লাগেনি, ওখানে কি সাপ-টাপ নাই?
সুন্দর ছবি ব্লগে প্লাস+++
ভাল থাকুন।
৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আলো না থাকলে অবশ্যই ভয়ংকর ব্যাপার, ওটা পর্যটন এলাকা, সাপ থাকলেও কবেই সে বাপ বাপ বলে পালিয়েছে হয়তো
১৪| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: গত বছর গিয়েছিলাম ভালো লেগেছে সেই সাথে কিছু মজার অভিজ্ঞতা ও হয়েছে। গেটের সামনের দেয়ালে অনেক কবিতা আছে লেখা সেগুলো ও ভালো লেগেছে। লেখক কে ধন্যবাদ।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ মানেই মজা, আপনার মজার অভিজ্ঞতা জানার অপেক্ষায় থাকলাম।
১৫| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ওহ! ভাইয়া এতো আলো হলো কিভাবে আর বের হওয়ার পথে কালো কালো পাথর গুলোতে পায়ের ছাপ আছে। খুব শিঘ্রই আমি আসছি আলু টিলার রহস্যময় গুহার ভ্রমণ গল্প নিয়ে। ছবি গুলো যে তুলেছে অসাধারন। আবারও ধন্যবাদ।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ক্যামেরার ফ্ল্যাসে অন্ধকার গুহা আলোকিত হয়েছে, আপনার পোষ্টের জন্য অপেক্ষা করছি।
১৬| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ , সুন্দর সুন্দর ছবি সাথে বিবরণ । দেখে ও পাঠে মুগ্ধ ।
আমার একটি পোষ্টে এই গুহার একটি ছবি ও ছোট্ট একটু বিবরণ ছিল ।
মনে মনে কামনা করেছিলাম এই গুহাটির বিষয়ে কোন এক জনের
বিস্তারিত ভ্রমন বিবরণ ও ছবি সমৃদ্ধ পোষ্ট দেখার জন্য । আমার মনের
মনের বাসনা পরিপুর্ণ করার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
পোষ্টি প্রিয়তে গেল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো গুণী মানুষ আমার পোষ্ট প্রিয়তে নিলেসেটা আমার জন্য অবশ্যই অনেক সম্মানের ব্যাপার.........শ্রদ্ধা জানবেন আলী ভাই।
১৭| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ খুব খুব সুন্দর !!
বেশ রোমাঞ্চকর ভ্রমন ।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ি এলাকার ভ্রমণটা সব সময়ই আমার কাছে রোমাঞ্চকর মনে হয় আপু, শুভেচ্ছা জানবেন।
১৮| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: ইন্টারেস্টিং।
++++
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই বলি।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
শামচুল হক বলেছেন: আপনাদের ভিতরে ঢুকতে দেখেই আমার দম বন্ধ হওয়ার উপক্রম।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান ভাই? ভয়ের কিছু নাই, ভেতরে বাতস চলাচল করছে।
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ এক পোস্ট। ++++
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: এমন মন্তব্যে আম বরাবরই উৎসাহবোধ করি, ধন্যবাদ মইদুল ভাই।
২১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১
অপরিচিত মানব শুণ্য বলেছেন: ভাল আছেন.....?
০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই ভালো আছি, আপনি কেমন?
২২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই
অসাধারণ...!!
আপনার পোস্ট গুলো আমার বেশ ভাল লাগে....
------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার
লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন
মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার পাসওয়ার্ড ফিরে পেয়েছেন জেনে খুশী হলাম.........শুভেচ্ছা
২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: ভাইয়া এই গুহাতে আমি ঢুকলে এক মিনিটের মাঝেই ক্লাস্টোফোবিয়ায় মারা যাবোই!
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শিলং এর মউসমাই গুহায় ঢুকে আমার দম বন্ধ হওয়ার যোগার হয়েছি, পরে তাড়াতাড়ি উল্টো পথে বের হয়ে আসি।
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) বট গাছের পাকা বেদীর একটা লেখনী।
জেলা প্রশাসক সাহেব একজন দুর্ধর্ষ কবি।
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: কবিরাও তাহলে দুর্ধর্ষ হয়? জানা ছিল না। শরিরটা কেমন ভাই, নাহার আপার বাসায় কালকে আড্ডার দাওয়াত, চলে আসুন।
২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৭) যাওয়ার পথে একটা গাছে লাল সবুজ এগুলো কি ফল ধরে আছে চিনলাম না।
আরে ভাই, এইগুলা তো লালসবুজ ফল। এত সাধারণ একটা ফল চিনতে পারলেন না? এত ভ্রমন কইরা কী লাভ হইল?
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমি আগেই সন্দেহ করেছিলাম
২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) প্রায় ৩৫০ ধাপ পাকা সিড়ি বেয়ে নামলে পাওয়া যাবে দেবতার গুহায় প্রবেশ পথ।
এই সব গুহা গর্তের মধ্যে হুদাহুদি প্রবেশ করনের কাম কী?
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন: কুনু কাম্নাই, হুদাই খালি যাওয়া আসা
২৭| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: বরাবরের মতই চমৎকার একটি পোস্ট। পড়ে এবং ছবি দেখে মুগ্ধ হ'লাম।
পোস্টে ১৪তম ভাল লাগা + +
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, এমন রেটিংগুলো মনে উৎসাহ যোগায়।
২৮| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামরুন নাহার বোনের বাসায় আড্ডার দাওয়াত কবুল করলাম। তয় যাইতে পারুম না জন্য দুঃখিত।
আমি ভালো আছি কামাল ভাই। অপারেশন করা চোখ দিয়া ফকফকা দেখতেছি। আপনার ভাবীরে আরও সৌন্দর্য লাগে।
০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ভাবীরে সৌন্দর্য্য লাগলে বালা, অন্য কাউরে যে আবার না লাগে
২৯| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮
শায়মা বলেছেন: আমি হলে উল্টা পথের আগেই উল্টা পথ ধরতাম!!!!
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: অনেকের সাথে থাকলে অবশ্যই তা করতেন বলে মনে হয় না, একলা হলে আমিও আপনার সাথেই উল্টা পথে দৌড় লাগাইতাম
৩০| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃসন্দেহে চমৎকার পোস্ট!
১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাধু, শুভেচ্ছা অবিরত
৩১| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭
জাহিদ অনিক বলেছেন: বাহ । গুহার ছবিরগুলো বেশ সুন্দর । গা ছমছম করা । ইচ্ছে আছে যাবার । আপনার পোষ্ট আমাকে আরও উৎসাহিত করল ।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: যেতে পারেন, মন্দ লাগবে এটুকু গ্যারান্টি আছে।
৩২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৯
সিগনেচার নসিব বলেছেন: আপনার ক্যামেরার মাধ্যমে দেখে নিলাম কামাল ভাই
পোস্টে ভাল লাগা
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
৩৩| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৩
তানজীল ইসলাম বলেছেন: যা্ওয়ার পথের কিছু ছবি
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: তাহসিন ভাইকেও দেখছি সাথে
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
সনেট কবি বলেছেন: খুব ভাল লেগেছে+++++++