নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবুও স্বপ্ন দেখি

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়

সাদাত শাহরিয়ার

লেখালিখির চেষ্টা করি...কিছু হয় কিনা জানি না...তবু লিখি...কেউ পড়ে কিনা জানি না...তবওু লিখি...যদি কেউ পড়ে....এই স্বপ্নে..... @লেখক। এই ব্লগের কোন লেখা লেখকের লিখিত অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবে না।

সাদাত শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

তিশার বাসর! (বাসররাতের গল্প)

০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:০৮

তিশা কখনোই ভাবেনি যে তার জীবনটাতে এমনটা হবে! কেমন যেন স্বপ্নের মত লাগছে সব কিছু! এত হুটহাট মানুষের জীবনে পরিবর্তন হয়! এখনও তিশার মনে হচ্ছে সে হয়ত নানির পানের সাথে লুকিয়ে কাঁচা সুপারি খেয়ে ঘোরের মধ্যে আছে! নিজেকে সে একটা চিমটি কাটে।

উহ! ব্যথা পেলাম তো! তার মানে সবই ঠিক আছে। সবই সত্য!

কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে। পাত্রপক্ষ সন্ধাবেলা দেখতে আসল। কিছুক্ষণ কথাবার্তা হল। সে শুধু শুনেছে ছেলে নাকি সোনার টুকরা! ভাল চাকরি করে! ঘুষ না খেয়েই ভাল বেতন পায়। ছেলে তাকে পছন্দ করেছে। আর এতেই বাবা আনন্দে আত্মহারা! হঠাৎ বাবা এসে তাকে জিজ্ঞেশ করলেন, মা। আমরা চাই তোর এখানে বিয়ে হোক। তোর কি আপত্তি আছে?

তিশা কি বলবে প্রথমটায় বুঝতে পারছিল না। পরে ভাবল বিয়ে তো করতেই হবে। তাছাড়া পাত্রের চেহারা তার অপছন্দ হয়নি। তাই সে দিল হ্যাঁ-বোধক মাথা নাড়িয়ে!



কিন্তু তখন তার মনে তেমন কোন জটিল চিন্তা না আসলেও এখন চরম অস্বস্তিতে তার মাথা ঘুরাচ্ছে! লাল একটা শাড়ি পরে সে বিছানায় চুপচাপ বসে আছে। একটু পরে তমাল (পাত্রের নাম) আসবে। বিষয়টা তিশা এখনো মেনে নিতে পারছে না। চেনে না জানে না এমন একটা লোকের সাথে তাকে একই ছাদের নিচে থাকে হবে!



আচ্ছা তমাল এসে কি করবে! হালুম করে ঝাঁপিয়ে পড়বে নাতো! ইস এসব আমি কি ভাবছি!



তিশার ভাবনা অদ্ভুত থেকে অদ্ভুতুড়ে পর্যায়ে যেতে থাকে!



সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের সাথে কিভাবে আমি থাকব? একই ছাদ... একই বিছানা ... এ মা কাঁথাটাও তো একটাই...

একটু পর তমাল আসল। দরজা বন্ধ করার সাথে সাথে তিশার বুকটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে রইল। কিন্তু তার কান সম্পূর্ণ সজাগ! সে স্পষ্ট শুনতে পাচ্ছে তমাল হেঁটে হেঁটে খাটের কোনায় এসে পৌঁছেছে! হঠাৎ তিশার মনে হল কেউ বোধহয় তার শাড়ির আঁচল ধরে টানছে। শিট! এসেই শুরু করল! এ তো দেখছি চরম অসভ্যলোকরে বাবা!

পরক্ষণেই তিশা চোখ মেলে দেখল তার শাড়ি ধরে কেউ টানেনি। আঁচলের এক অংশ খাটের মশারি স্ট্যান্ডের সাথে আটকে গিয়েছিল। আর তমাল তার সামনে বসে আছে। সে তিশাকে অবাক করে দিয়ে বলল, তোমার চোখ দুটো তো অনেক সুন্দর!



মন্তব্য ২৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:১৪

মিজভী বাপ্পা বলেছেন: বাহ দারুণ লিখিছেন। B-))

২| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:১৮

রেজওয়ান তানিম বলেছেন: শেষ করলেন নাকি আরো আছে ?? গল্প হিসেবে শেষটা যথাযথ হয়নি

৩| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:২১

সাদাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ বাপ্পা।

৪| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:২২

সাদাত শাহরিয়ার বলেছেন: ছোট গল্প কি কখনও শেষ হয় তানিম?

৫| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:২৪

শিশিরবিদ্ধ বলেছেন: ...।আর এভাবেই বোধয় দুটা মানুষ পারে সারাতাজীবন কাটাতে..।


ভালো লিখেছেন..।

৬| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:২৬

রেজওয়ান তানিম বলেছেন: শেষ না হলেও বেস্ট পসিবল সলুশনের দিকে যাবার একটা চেষ্টা আমরা করি । আপনার এটার ক্ষেত্রে আরো দূরে গেলে যা পাওয়া যেত ।

এখানে হয়েছে কি, সাসপেন্সের পরে ধপ করে শেষ, যা পাঠককে ভাবার অনেক সুযোগ দিলেও পাঠে তৃপ্তি দেয় না - কারণ গল্পকে তার বিষয়ের মাধ্যমেই টিকতে হয়, সাসপেন্সে নয় ।

মন্তব্য করলাম খোলাখুলি । আশা করি আহত বোধ করবেন না ।

৭| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:২৯

সাদাত শাহরিয়ার বলেছেন: একেকজন মানুষের চিন্তা একেক রকম। সবার যে সব কিছু ভাল লাগতে হবে এমনটা আমি কখনোই আশা করি না।

৮| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৩০

ওদা ভাই বলেছেন: এখানে হয়েছে কি, সাসপেন্সের পরে ধপ করে শেষ, যা পাঠককে ভাবার অনেক সুযোগ দিলেও পাঠে তৃপ্তি দেয় না - কারণ গল্পকে তার বিষয়ের মাধ্যমেই টিকতে হয়, সাসপেন্সে নয়।

একমত।

৯| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৩৪

সাদাত শাহরিয়ার বলেছেন: আমার মনে হয় ছোট গল্পে সমাপ্তিটা খুব একটা মুখ্য নয়। ঘটনা প্রবাহটাই আসল।

১০| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৩৭

স্বপ্নকথন বলেছেন: এরকম আয়োজন করে শুরু হয়ে ধপ করে শেষ হয়ে যাওয়াটা ছোট গল্পের আওতায় পড়ে বলে মনে হয়না।

১১| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৩৯

স্বপ্নকথন বলেছেন: আপনার ঘটনাও তো প্রবাহমান না। গতি পাওয়ার ঠিক আগেই শেষ। এটা একটি ছোট দৃশ্যপট হতে পারে।

১২| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৪২

স্বপ্নকথন বলেছেন: আপনার ঘটনাও তো প্রবাহমান না। গতি পাওয়ার ঠিক আগেই শেষ। এটা একটি ছোট দৃশ্যপট হতে পারে।

১৩| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৪৫

সাদাত শাহরিয়ার বলেছেন: আমি তো আমার লেখার কথা বলি নাই। আমি বলেছি ছোট গল্প নিয়ে আমার চিন্তার কথা। আমার গল্প নিয়ে আমি তো চিন্তিত নয়। সেটা কারো কারো ভাল লাগবে আর কারো ভাল লাগবে না এটা তো স্বাভাবিক।

১৪| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৫৩

রিয়া০০১ বলেছেন: তিশার ++++++্

১৫| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১১:৫৮

সাকিন উল আলম ইভান বলেছেন: দারুন ,অনুসরন করলাম আপনাকে :)

১৬| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:০১

সাদাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ ইভান।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:১৯

হুমাযুন কবির সবুজ বলেছেন: darun!!!!!

১৮| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:৩৮

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: তিশা আর তমালের শুরুটা সুন্দর হয়েছে। সব তিশা আর তমালের জীবনও এমন সুন্দর হোক, সবসময়, সারা জীবন।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:৪৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Valo likhesen.lekhata kno sotogolpo mone na holeo drishopot hote pare.r apni jeta bolte chayesen ses hoyeu hoilo na ses kintu ekhane ksu ktha ase.wateva apni likhte thaken.nxt e apnar thk valo valo post er opekhkhai roilam.gud luk

২০| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১:০৯

নীরব 009 বলেছেন: হ্যাঁ, আমারও ভাল লেগেছে। আমিও আপনাকে অনুসরণ করলাম।


শুভেচ্ছা রইল।

@তানিম ভাই, আপনার ৬ নং মন্তব্যের কথা গুলো ভাল লাগল।

২১| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ২:২৭

মুর্খ বলেছেন: সুন্দর হয়েছে।

২২| ০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ৯:০০

বাধন০০ বলেছেন: হমম ভালই। অনেকে ই গল্পের পূর্ণতা চাচ্ছে। আসলে অনেকে এটাকে চটি আকারে পেতে চাইছে বলে মনে হল। আমারতো গল্পটা পূর্ণই মনে হল।

২৩| ০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

একজন সামান্য ইকারাস বলেছেন: ভালো লাগলো

২৪| ০৪ ঠা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

মদন বলেছেন: দারুন

২৫| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:০০

অশুভ বলেছেন: যে যাই বলুক। আমার কাছে খুবই ভালো লেগেছে

২৬| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:০১

মারুফ হায়দার নিপু বলেছেন: Although starting was excellant, your story is only 43% complete. Are you a lazy writer?

২৭| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:০২

মারুফ হায়দার নিপু বলেছেন: Although starting was excellant, your story is only 43% complete. Are you a lazy writer?

২৮| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১২:২৬

সায়েম মুন বলেছেন: ছোট হলেও ভাল লেগেছে। লেখার ষ্ট্যাইল পছন্দ হৈছে। আর এট্টু বড় হৈলে আরও ভাল হৈত কিন্তু।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১১ সকাল ১০:০০

রাষ্ট্রপ্রধান বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.