নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

সময়ের সাথে বিলিয়মান।

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

মায়েরা ও জানেন তার সন্তান ভালো নেই ।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২১

--হ্যালো, মা ?
--না মা জ্বর কমে গেছে ।
--এখন আমি সুস্থ ।
--আরে না মা, সত্যিই আমি সুস্থ ।
ছেলে তাড়াতাড়ি কথা শেষ করে লাইন কেটে দেয় । লাইনটা কেটে সে ওষুধ খায় । তখন ও তার শরীরে ১০২ ডিগ্রি জ্বর ।

-- কি রে কেমন আছিস ?
-- এই তো মা, ভালো আছি ।তুমি কেমন আছো ?
--আমি ভালো আছি । সকালে যে বললি শরীর খারাপ করছে, এখন কি অবস্থা ?
-- না মা, তেমন কিছু তো হয়নি । তখনি ঠিক হয়ে গেছে ।
অথচ মেয়ে অসুস্থতার কারনে সারাদিনই রুমে । স্যালাইন চলছে ।

গত দুইদিনে আমার খুব কাছের ২ জন মানুষের মায়ের সাথে কথোপকথন এটা । মহাপুরুষের উত্তরশরী হওয়াই আমরা সবাই চাই , মায়েদের কাছ থেকে নিজের কষ্টকে আড়ল করতে । কিন্তু, যে মানুষের শরীরের প্রতিটা সেল, প্রতিটা রক্তবিন্দু আপনার শরীরে প্রবাহমান , চাইলেই আপনি তাকে ভুল বোঝতে পারেন না ।
মায়েরা ও জানেন তার সন্তান ভালো নেই । আচ্ছা ঠিক আছে বলে লাইন কেটে দিয়ে মায়েরাও জায়নামাযে বসে যায় । যেন তার শেষ নিঃশ্বাস টুকুর বিনিময়ে হলেও তার সন্তান কে বিধাতা ভালো রাখেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.