নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

সময়ের সাথে বিলিয়মান।

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

একটি ছবির গল্প

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩


রাত ১০ টা । হসপিটালের মেইন গেটে দাড়িয়ে আছি । ধোয়া উঠা চায়ের কাপের উষ্ণতার সাথে জমে উঠেছে বন্ধুদের সাথে আড্ডা । পাশেই ময়লার স্থূপের কোল ঘেষে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ২ টি কুকুর ছানা । ওদের মায়ের চলাফেরায় আড্ডার এক ফাকে সেদিকে চোখ যায় । মাঝে মাঝেই মা কুকুরটা কিছু ক্ষন পর পর এদিক ওদিক যাওয়া আসা করছে । কিচু কখন পর দেখি মা কুকুটা কোথাথেকে একটা পরটা মুখে করে নিয়ে এসে বাচ্চাদের পাশে রাখে । বাচ্চাদের না জাগিয়ে সে ওটা পাহারা দেয় । এই দৃশ্য দেখার পরও ৩০-৪০ মিনিটের মত আমরা সেখানে ছিলাম । এর মাঝে বাচ্চারা ওঠেনি । মা কুকুরটা অপেক্ষা করে তার সন্তানদের জেগে ঊঠার অপেক্ষায় ।
খুব সম্ভবত এটাই মা । আর এটাই মায়ের ভালবাসা ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ভালো করে দেখেছেন তো, বাবা কুকুরও হতে পারে? রাত ১০টার আলোয় ঠিক মতো বুঝা যাচ্ছিলো তো?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকে । আমার এই ২৫ বছরের জীবনে কোনদিন কোন পুরুষ কুকুরকে বাচ্চাদের জড়িয়ে শুয়ে থাকতে দেখি নি , কিংবা খাবার নিয়ে এসে খেতে দিচ্ছে এই দৃশ্য দেখেছি বলে মনে পড়ে নি( লেখাটা লেখার সময় ) । তাই সেই অভিঙ্গতাই মনে হয়েছিল মা কুকুর । তবে হ্যাঁ , আপনার ধারোনাও ঠিক হতে পারে ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> ধরে নিলাম এটি পুরুষ! তাহলে আবার প্রশ্নন জাগতে পারে -কুকুরের কি শিন্না কাটানো ছিল? সেটি চেক করা উচিত ছিল না আপনার!


যত সব, সবখানে বিদ্যা জাহির করতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

ক্লে ডল বলেছেন: পশু পাখিদের মধ্যেও কম বেশি মাতৃত্ববোধ না থাকলে সে প্রজাতি বিলুপ্ত হয়ে যেত।
ধন্যবাদ শেয়ারের জন্য।

শুভকামনা জানবেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০

বুক ওয়ার্ম বলেছেন: মায়ের তুলনা হয়না

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২০

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: এটাই পৃথিবীর একমাত্র সম্পর্ক যার কোন Alternative নাই । ধন্যবাদ আপনাকে ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: সব মায়েদেরই একই অবস্থা, নিজে না খেয়ে শিশুদের খাওয়ায়।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

মো রানা মিয় বলেছেন: মা--বাবারা সবসময় এরকময় হয়।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

শামচুল হক বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.