নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--ভাইয়া আমার বিয়ে ।
--কি !!!
--আমার বিয়ে ।
--সত্যিই ?
--কেন , তোর কি মনে হয় আমার বিয়ে হবে না ।
-- না ঠিক তা নয় । এই সেদিন ও তো তুই ফ্রক পরে ঘুরে বেড়াতি । সেবার আমি ভাইভা দিতে যাচ্ছিলাম , ফাইলটা রেখেই বেরহয়ে পড়েছিলাম । মা বললেন, তুই রিতা কে ধর , আমি ফাইল নিয়ে আসছি । তোকে কোলে নিতেই তুই আমার গায়ে হিসু করে দিয়েছিল । মা ঘর থেকে আসতেই আমি মায়ের দিকে তাকিয়ে হেঁসে ফেলি ।
-- ভাইয়া তোর মনে আছে , তখন আমি ক্লাস ৪ এ পড়ি । বর্ষাকাল । স্কুল ছুটির পর প্রচন্ড বৃষ্টি । তুই আমাকে নেবার জন্য এলি । আমার বইগুলো তোর এক হাতে নিলি , আর আমাকে ঘাড়ে নিয়ে হাটাশুরু করলি । আমি কতকরে তোকে বলেছিলাম আমি হেঁটেই যাই । একটু বৃষ্টির পানি গায়ে লাগলেই জ্বর আসবে , তাই তুই কিছুতেই শুনতিস না ।
-- হুম , মনে আছে । আমি হসপিটালে ভর্তি । তখন তো বয়স ১৫ বছর । আমাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে । রাত ৪ টার দিকে আমার জ্ঞান ফিরলে । তাকিয়ে দেখি তুই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদছিস । মা বলেছিল , তুই নাকি সারাটা রাত এভাবেই কেদেছিলি । তোর কি মনে আছে তোর কাছে আমার কি পাওনা আছে ।
-- হুম আছে । ১৬৭টা ডিম ভাজি । মাঝে মাঝে তুই আমাকে স্কুলে রেখে আসতিস । যতদিন তুই আমাকে স্কুলে রেখে এসেছিস তার জন্য একটা করে ডিম ভাজি বরাব্দ । আর সেটা আমার শ্বশুর বাড়ী গিয়ে খাওয়ার কথা । আমার শ্বশুর বাড়ি কিন্ত ঘন ঘন আসা যাবে না । মাসে ৪ দিন আসলেই চলবে । আর আসার সময় অবশ্যই মোড়ের ঐ রফিক চাচার কাছ থেকে সকাল সন্ধ্যা আইস্ক্রিম নিয়ে আসবি । সেটা যদি শীত কাল হয় তবুও । কোথায় পাবি আমি জানি না ।
-- তুই আসবি তো আমার বিয়েতে?
--কি রে কথা বলিস না কেন , আসবি তো ?
রিতা খেয়াল করে দেখে তার ভাইয়া সাদা মেঘের মধ্য হারিয়ে যাচ্ছে । সে খুব জোরে ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে । বসন্তের প্রথম দিক । উত্তরের জানালা খোলা । সকালের রোদ উকি দেবার আগের সাদা কুয়াশা । রিতা তার চোখের জলকে সংবরণ করতে পারে না । বছর খানেক হল তার ভাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ।
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৭
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন:
২| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩১
আলী বলেছেন:
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন:
৩| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
খায়রুল আহসান বলেছেন: অকস্মাৎ যবনিকা।
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:১০
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন:
৪| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭
এ আর উৎপল বলেছেন: না না না এ হতে পারেনা নানা না না না না নান ান াা নানন ানননানানানানানানানানানানা নানান নানা না না না না
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: হয়েছে । ঘটনাটা আমার খুব কাছ থেকে দেখা । কিছুটা মডারেশন করেছি মাত্র ।
৫| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
ফাহমিদা বারী বলেছেন: শুরু হতে না হতেই শেষ!
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৩
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৬| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: ওপ্স!
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন:
৭| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৪
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনি বড়ই নিষ্ঠুর!
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: হুম । সত্যি আমি নিষ্টুর । তার চেয়ে বড় নিষ্টুর নিয়তি ।
৮| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৮
টুনটুনি০৪ বলেছেন: কষ্টকর
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৮
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন:
৯| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ হতে পারে না।
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন:
১০| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
তারেক ফাহিম বলেছেন: শেষে এতটা তেত কেন?
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:২১
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: নিয়তির নির্মম পরিহাসের জন্য ।
১১| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
মনিরা সুলতানা বলেছেন: মন খারাপ হয়ে গেলো
লেখা ভালো হয়েছে !
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৬
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে , আপনার মতামতের জন্য ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৮
ওমেরা বলেছেন: ধুর ! শেষে এসে কষ্ট পেলাম ।