নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

সময়ের সাথে বিলিয়মান।

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

কোন এক আপাকে .....

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০



আপা ,
বাইরে বৃষ্টি হচ্ছে । বৃষ্টি দেখে তোর কথা মনে পড়ল । তোর মনে আছে আপা আমাকে তোর বাসায় যাবার জন্য বলেছিলি । আমি বলেছিলাম তোর হাতের অমৃতসম খিচুড়ী আর শর্ষে ইলিস রান্না করে আমাকে ফোন দিবি । আমি যেখানেই থাকি না কেন , ঠিক দেখবি পৌঁছে গেছি ।
জানিস আপা তোর হাতের লাউ , কলাইয়ের ডাল আর ইলিস মাছের তরকারির স্বাদ আমি অন্য কোথাও পাই নি ।
বিশবিদ্যালয়ের প্রথম বর্ষে থাকা কালীন সময়ে আমাকে ক্যাম্পাসে নিয়ে গিয়েছিলি । সেদিন পহেলা বৈশাখের আমেজে মুখরিত ছিল ক্যাম্পাস । তুই আমার হাতটা জড়িয়ে ধরে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়েছিলি । তোর বন্ধুরা অনেকেই জানতোনা আমি তোর ছোট ভাই । তোর বন্ধুরা অনেকেই আড়চোখে তাকিয়েছিল ।
তুই তোর খরচের টাকা থেকে প্রতি মাসেই আমার জন্য কিছু টাকা আলাদা করে রাখতি । যদিও সেটা কখনো আমাকে বলিস নাই ।রাতে খালি মানিব্যাগ টেবিলে রাখলে , প্রায় সকালেই দেখতাম আমার চলার মত টাকা মানিব্যাগে রাখা । আমি জানতাম টাকাটা তুই রাখতি ।
আপা তোর মনে আছে , ঠাণ্ডা লাগলেই তুই বেশি বেশি আইস্ক্রিম খেতে চাইতি । মা এর ঘোর বিরোধী । ফ্রিজে তালা পর্যন্ত লাগানো হয়েছিল । শুধু তোর জন্য । আমি স্কুল থেকে আসার পথে , আমার স্কুল ব্যাগে লুকিয়ে তোর জন্য আইসক্রিম আনতাম । একবার তো মা ধরে ফেলে কি বকাটাই না দিয়েছিল । অবশ্য আমি একা বকা খাই নি , বাবাও রাতে চুরি করে আইসক্রিম এনে তাঁর মেয়েকে খাওয়ানোর দায়ে সমানুপাতিক হার বকা খেয়েছে ।
আমার স্কুলে পিকনিক ছিল । বাবা যে টাকা দিয়েছিল , সেটা কি যেন একটা কাজে খরচ হয়ে গিয়েছিল । দ্বিতীয় বারের মত বলার সাহস আমার ছিল না । তুই আমাকে কিছু জিজ্ঞাসা না করেই , আমার হাতে টাকা দিয়ে বলেছিলি , মুখে হাঁসি না ফোটা পর্যন্ত যেন আমি তোর সামনে না আসি ।
জানিস আপা , তোর যেদিন বিয়ে হয় , সেদিন আমার চোখের জলের ফোয়ারা নেমেছিল । বার বারই মনে হচ্ছিল কি যেন হারিয়ে যাচ্ছে । আমার কান্না দেখে মা তো হাসছিল ।
অনেক অনেক ভাল থাকিস ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: এমন আপাকে স্যালুট।

২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: আপুরা সবসময় অনেক ভালো তাইনা ।
আপনার এই লেখা পড়ে চোখে জল চলে এলো ।
আমিও আমার আপুকে ভীষন ভালোবাসি সবার চেয়ে বেশি, ও ছাড়া আমি অস্তিত্ব হীন ।
কিন্তু আপুকে বুঝায় যেন কিছুই না ।
সত্যি অনেক স্পর্শকাতর লেখা । খুব মায়া আছে ।
খুব ভালো লাগলো ।

৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

জাহিদ অনিক বলেছেন:

বাহ! খুব মায়াময় লেখা।
আপা-ভাইএর সম্পর্ক বেশ মধুর

৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাইদের বিয়ের পর এই আপুরাই হয়ে যায় গলার কাঁটা...

৫| ২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৯

ওমেরা বলেছেন: মা-বাবার পরে পৃথিবীতে ভাই-বোনের সম্পর্কটাই সবচেয়ে আপন। মায়ের বিকল্প হয় না তবু যদি কিছুটা হয় এই আপু । আমার মা নেই, একটা আপু আছে ,আপু আমাকে তার সন্তানদের মতই ভালবাসে।

আপনার সহজ সরল মায়াময় লিখাটা খুব ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.